Social Welfare
ভারত পর্ব ২০২৬
ভারতের ঐতিহ্যের এক জীবন্ত বুনন
Posted On:
31 JAN 2026 3:57PM
নয়াদিল্লি, ৩১ জানুয়ারি ২০২৬
প্রজাতন্ত্রের কেন্দ্রে সংস্কৃতি
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রতিধ্বনি যখন জানুয়ারির শীতল বাতাসে মন্দ্র ছন্দে মিলিয়ে যাচ্ছে, তখন দিল্লির ঐতিহাসিক লালকেল্লা রূপান্তরিত হল জাতির আত্মার এক জীবন্ত ক্যানভাসে।
পর্যটন মন্ত্রকের আয়োজনে অনুষ্ঠিত ছয় দিনের জাতীয় সাংস্কৃতিক ও পর্যটন উৎসব ভারত পর্ব ২০২৬ শুরু হয় ২৬ জানুয়ারি এবং শেষ হয় ৩১ জানুয়ারি। ২০১৬ সাল থেকে প্রতি বছর নিয়মিতভাবে আয়োজিত এই উৎসব দর্শনার্থীদের ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্যের রঙিন ক্যালাইডোস্কোপে নিমগ্ন হওয়ার সাদর আমন্ত্রণ জানায়।
‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর
এ বছরের ভারত পর্ব বিশেষ তাৎপর্য বহন করে। এটি শুধু আরেকটি প্রজাতন্ত্র দিবস উদযাপনই নয়, বরং ‘বন্দে মাতরম’-এর ১৫০-তম বর্ষপূর্তি, যার অর্থ “মা, তোমায় প্রণাম”
এই ভাবনা আধুনিক ভারতের জন্মদাতা বিপ্লবী চেতনাকে যেমন প্রতিফলিত করে, তেমনই বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও জনগণের অংশগ্রহণের সাংবিধানিক আদর্শকেও তুলে ধরে।
এক একটি প্যাভিলিয়নে হাঁটা মানে এক একটি ভারতকে প্রত্যক্ষ করা।
উৎসব প্রাঙ্গণ জুড়ে স্তরে স্তরে, পরিধিবদ্ধ অভিজ্ঞতার মধ্য দিয়ে ভারতের বহুমাত্রিক বৈচিত্র্য উন্মোচিত হয়।
প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো: চলমান কাহিনি
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ৪১টি প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্রদর্শনী। এর মাধ্যমে দর্শনার্থীরা ২৬ জানুয়ারি কর্তব্য পথে প্রদর্শিত কাহিনিগুলিকে কাছ থেকে দেখার সুযোগ পান।
সাংস্কৃতিক পরিবেশনা: মঞ্চে ঐতিহ্যের প্রদর্শনী
একাধিক মঞ্চে অনুষ্ঠিত ৪৮টি সাংস্কৃতিক পরিবেশনা লোক ও শাস্ত্রীয় ঐতিহ্যকে প্রাণবন্ত করে তোলে। রাজ্য দল, সাংস্কৃতিক অ্যাকাডেমি ও খ্যাতনামা শিল্পীদের নৃত্য, সংগীত ও নাট্য পরিবেশনায় প্রতিটি সন্ধ্যা হয়ে ওঠে ছন্দ ও রঙে ভরপুর।
অঞ্চলের স্বাদ
ভারতকে অনুভব করার যাত্রা তার খাদ্য ছাড়া অসম্পূর্ণ। ভারত পর্বের সুবিশাল ফুড কোর্ট পরিণত হয় জাতির এক খাদ্য মানচিত্রে। মোট ৬০টিরও বেশি স্টলে ঐতিহ্যবাহী পদ্ধতি ও স্থানীয় উপকরণে প্রস্তুত আঞ্চলিক রান্না পরিবেশিত হয়, অনেক ক্ষেত্রেই সরাসরি রান্নার প্রদর্শনীর মাধ্যমে।
লালকেল্লায় যখন ফ্রান্সের সঙ্গে মিলল ঝাড়খণ্ড
সাংস্কৃতিক বিনিময়ের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়, যখন এক ফরাসি দর্শনার্থী প্রথমবারের মতো ঝাড়খণ্ডের রান্নার স্বাদ গ্রহণ করেন।
রাঁচির হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের তৈরি ধুসকা ও আলু-চানা, শেফ হরে কৃষ্ণ চৌধুরীর তত্ত্বাবধানে—অতিথিকে পরিচয় করিয়ে দেয় ঝাড়খণ্ডের স্বাদে।
শিল্পকলা, বস্ত্র ও সমাজ
হস্তশিল্প ও তাঁতের বাজারও সমানভাবে আকর্ষণীয় ছিল। রাজ্য সরকার, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, হস্তশিল্প ও হ্যান্ডলুম উন্নয়ন সংস্থা এবং ট্রাইফেডের উদ্যোগে আয়োজিত ১০২-টিরও বেশি স্টলে দর্শনার্থীরা দেখতে পান হস্তবুনন বস্ত্র, ধাতুকর্ম, কাঠশিল্প, চিত্রকলা ও অলংকার, যার প্রতিটিতে লুকিয়ে রয়েছে প্রজন্মের পর প্রজন্মের দক্ষতা ও সাংস্কৃতিক স্মৃতি।
অংশগ্রহণে আমন্ত্রণ জানানো সংস্কৃতি
ভারত পর্ব কেবল প্রত্যক্ষ করার উৎসব নয়, এটি অংশগ্রহণেরও মঞ্চ। এ বছরের আসরে শিশুদের জন্য আলাদা পরিসর, সাংস্কৃতিক কুইজ, পথনাটক ও বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম দর্শনার্থীদের সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করে।
ভারত পর্ব ২০২৬-এ নজফগড়ের গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র সিপিআর প্রদর্শনী, আয়ুর্বেদিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য পরামর্শ, কুইজ এবং “আপনার আশাদের চিনুন” কর্নারের মাধ্যমে জনস্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেয়।
মাঠের কণ্ঠস্বর
ট্রাইফেড-সমর্থিত এক স্টলে নীরবে কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ২৬ বছর বয়সি রিক্সরাং ডি. মোমিন। মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়-অধ্যুষিত জেলার তুরা থেকে আসা এই তরুণ উদ্যোক্তা সম্প্রদায়ভিত্তিক জ্ঞান ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলা নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করেন।
প্রজাতন্ত্রের প্রতিচ্ছবি, এক উৎসব
ভারত পর্বের মূল বার্তা, ভারতের শক্তি নিহিত কেবল তার প্রতিষ্ঠানেই নয়, তার জনমানব ও তাদের ঐতিহ্যের মধ্যেও নিহিত রয়েছে। স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক লালকেল্লার পটভূমিতে এই উৎসব হয়ে ওঠে প্রজাতন্ত্রের এক জীবন্ত প্রকাশ।
ভারত পর্ব দর্শনার্থীদের ভারত ভাবনাটির ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ দেয়, তার বহু কণ্ঠ শোনার, তার বৈচিত্র্য অনুভব করার এবং দেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের।
৩১ জানুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতির উপস্থিতি প্রধান অতিথি হিসেবে এই মঞ্চের জাতীয় গুরুত্বকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।
ভারত পর্ব ২০২৬-এর পর্দা নামলেও, দর্শনার্থীদের সঙ্গে থেকে যায় কেবল স্মৃতি নয়, বরং বহু কণ্ঠ, ঐতিহ্য ও সম্মিলিত গর্বে গড়ে ওঠা ‘ভারত’ ভাবনার সঙ্গে এক গভীর সংযোগ।
তথ্যসূত্র
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218525®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218957®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219507®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219961®=3&lang=1
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/nov/doc2025116686201.pdf
Click here to see in PDF
*****
SSS/SS
(Explainer ID: 157141)
आगंतुक पटल : 1
Provide suggestions / comments