• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Global Affairs

ভারত–ইউরোপীয় ইউনিয়ন অংশীদারিত্ব

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সংযোগ স্থাপন

Posted On: 24 JAN 2026 12:05PM

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

- ইউরোপের প্রতি ভারতের কৌশলগত গুরুত্বকে সামনে এনে ভারত–ইইউ অংশীদারিত্ব নতুন গতি পেয়েছে। আসন্ন ভারত–ইইউ শীর্ষ সম্মেলন এবং চলমান মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার সঙ্গে এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ।

- ২০২৪–২৫ অর্থবর্ষে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩,৬০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এর ফলে, ইইউ ভারতের বৃহত্তম পণ্য বাণিজ্য অংশীদার হয়েছে।

- ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে পরিষেবা ক্ষেত্রে ভারত–ইইউ দ্বিপাক্ষিক বাণিজ্যে ধারাবাহিক বৃদ্ধি দেখা গিয়েছে। এই সময়ে ভারতের রপ্তানি ১৯০০ কোটি ইউরো থেকে বেড়ে ৩৭০০ কোটি ইউরো হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি বেড়ে ২৯০০ কোটি ইউরো হয়েছে।

- ২০২৪ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বসবাসকারী ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল ৯৩১৬০৭ জন। এর মধ্যে ১৬২৬৮ জন ব্লু কার্ডধারী। গত ২০ বছরে ৬ হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী এরাসমাস মুন্ডুস বৃত্তি পেয়েছে। এর মাধ্যমে ভারত–ইইউ চলাচল ও শিক্ষাগত সম্পর্কের দৃঢ়তা স্পষ্ট হয়।

ভূমিকা

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক বর্তমানে নতুন কৌশলগত গতি লাভ করেছে। নয়াদিল্লিতে আসন্ন ভারত–ইইউ শীর্ষ সম্মেলনের প্রেক্ষিতে উভয় পক্ষই যোগাযোগ ও সহযোগিতা জোরদার করছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া এবং একটি নতুন যৌথ কৌশলগত কর্মসূচি গ্রহণের লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদ্যমান রোডম্যাপের বাইরে গিয়ে অংশীদারিত্বকে আরও বিস্তৃত করা হবে।

এই পারস্পরিক উদ্যোগ বাণিজ্য ও বিনিয়োগ, পরিচ্ছন্ন ও হরিৎ শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, ডিজিটাল উদ্যোগ, সংযুক্তি, মহাকাশ এবং কৃষি ক্ষেত্রে সহযোগিতার প্রতিফলন।

সাম্প্রতিক বছরগুলিতে উচ্চপর্যায়ের ভারত–ইইউ যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের নেতৃত্বে কমিশনারদের কলেজ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লি সফর করে। ইউরোপের বাইরে কোনও দ্বিপাক্ষিক অংশীদারের ক্ষেত্রে এটিই প্রথম ঘটনা। জি–সেভেন ও জি–২০ বৈঠকের পার্শ্ববৈঠকেও দুই পক্ষের নেতারা মিলিত হন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ফন ডার লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তার মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে।

ভারত–ইইউ সম্পর্কের পর্যালোচনা

গণতন্ত্র, আইনের শাসন, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং কার্যকর বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকার, এই অভিন্ন মূল্যবোধের উপর ভারত–ইইউ সম্পর্ক গড়ে উঠেছে। বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা, জলবায়ু উদ্যোগ, পরিচ্ছন্ন শক্তি, ডিজিটাল রূপান্তর, সংযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জনগণের মধ্যে যোগাযোগ, সব ক্ষেত্রেই এই সম্পর্ক বিস্তৃত।

২০২৪–২৫ সালে প্রায় ১৩৬০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভারতের বৃহত্তম পণ্য বাণিজ্য অংশীদার। পণ্য ও পরিষেবা মিলিয়ে সামগ্রিক বাণিজ্যের ক্ষেত্রেও ইইউ ভারতের অন্যতম প্রধান অংশীদার।

২০২০ সালে গৃহীত ‘ভারত–ইইউ কৌশলগত অংশীদারিত্ব: ২০২৫-এর রোডম্যাপ’-এর নির্দেশনায় এই বহুমাত্রিক অংশীদারিত্ব ক্রমাগত বিকশিত হচ্ছে।

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের পূর্ববর্তী আদানপ্রদান

১৯৬০-এর দশকে প্রাথমিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ভারত–ইইউ সম্পর্কের সূচনা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তা রাজনৈতিক সংলাপ, অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তির মতো আন্তর্জাতিক কাঠিন্য মোকাবিলার কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে।

প্রাথমিক ভিত্তি

১৯৬২ সালে ভারত ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ১৯৯৩ সালের যৌথ রাজনৈতিক বিবৃতি এবং ১৯৯৪ সালের সহযোগিতা চুক্তি এই সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেয়।

২০০০-এর দশকের গুরুত্বপূর্ণ মাইলফলক

২০০০ সালের জুন মাসে লিসবনে প্রথম ভারত–ইইউ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০৪ সালে হেগে পঞ্চম শীর্ষ সম্মেলনে সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।

সাম্প্রতিক অগ্রগতি

২০২০ সালের জুলাই মাসে ‘ভারত–ইইউ কৌশলগত অংশীদারিত্ব: ২০২৫ পর্যন্ত রোডম্যাপ’ গ্রহণ করা হয়। ২০২১ সালে মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ আলোচনা পুনরায় শুরু হয়। ২০২২ সালে ভারত–ইইউ বাণিজ্য ও প্রযুক্তি পরিষদ গঠিত হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে এই পরিষদের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা

২০২৪–২৫ সালে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের পণ্য বাণিজ্য বেড়ে ১৩৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ভারতে যন্ত্রপাতি, পরিবহণ সরঞ্জাম ও রাসায়নিক পণ্য রপ্তানি হয়। ভারত থেকে যন্ত্রপাতি, ধাতু, খনিজ দ্রব্য, বস্ত্র ও রাসায়নিক পণ্য রপ্তানি হয়।

২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে পরিষেবা বাণিজ্যেও ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

প্রতিরক্ষা ও নিরাপত্তা

২০২৫ সালে ভারত–ইইউ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। ইউরোপীয় কমিশনার এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। যৌথ নৌ মহড়ার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতাও জোরদার হয়েছে।

পরিচ্ছন্ন শক্তি ও জলবায়ু

পরিচ্ছন্ন শক্তি ও জলবায়ু সহযোগিতা ভারত–ইইউ অংশীদারিত্বের অন্যতম স্তম্ভ। ২০১৬ সালে গঠিত পরিচ্ছন্ন শক্তি ও জলবায়ু অংশীদারিত্বের তৃতীয় পর্যায় ২০২৪ সালে গৃহীত হয়েছে। আন্তর্জাতিক সৌর জোটে ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ এবং টেকসই পরিবহণ প্রকল্পে ইউরোপীয় বিনিয়োগ এই সহযোগিতার উদাহরণ।

সংযোগ

২০২১ সালে গৃহীত ভারত–ইইউ সংযোগ বা অংশীদারিত্ব পরিবহণ, ডিজিটাল পরিকাঠামো এবং শক্তি নেটওয়ার্কে সহযোগিতা বাড়িয়েছে। ২০২৩ সালে ঘোষিত ভারত–মধ্যপ্রাচ্য–ইউরোপ অর্থনৈতিক অলিন্দ বা করিডোর এই উদ্যোগকে আরও বিস্তৃত করেছে।

বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা

২০০৭ সালের বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা চুক্তির ভিত্তিতে যৌথ গবেষণা চলছে। মহাকাশ ক্ষেত্রে ইসরো এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার মধ্যে সহযোগিতা বহু দশকের। চন্দ্রযান–৩ ও আদিত্য এল–১ অভিযানে এই সহযোগিতা কার্যকর ভূমিকা পালন করেছে।

অভিবাসন ও চলাচল

২০১৬ সালের অভিবাসন ও চলাচল বিষয়ক যৌথ কর্মসূচির মাধ্যমে দক্ষ কর্মী ও ছাত্রছাত্রীদের চলাচল সহজ হয়েছে। ২০২৪ সালের শেষে ইউরোপীয় ইউনিয়নে বসবাসকারী ভারতীয় নাগরিকের সংখ্যা ৯ লক্ষের বেশি।

সমাপ্তি

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আজ একটি শক্তিশালী ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্বে পরিণত হয়েছে। বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ, সংযুক্তি, পরিচ্ছন্ন শক্তি, ডিজিটাল প্রযুক্তি এবং শ্রম চলাচলে সহযোগিতা এই সম্পর্ককে বাস্তব ফল দিচ্ছে।

২০২৬ সালের জানুয়ারিতে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস সান্তোস দা কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের রাষ্ট্র সফর এই অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।

তথ্যসূত্র

Ministry of External Affairs

Eurostat

 

European Union Commission

  • https://ec.europa.eu/commission/presscorner/detail/en/ip_25_2116

India–EU Partnership: India’s Growing Engagement with European Union

 

SSS/RS.......

(Explainer ID: 157076) आगंतुक पटल : 11
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Kannada
Link mygov.in
National Portal Of India
STQC Certificate