• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Social Welfare

বাল্যবিবাহ মুক্ত ভারত

বাল্যবিবাহমুক্ত ভারতের লক্ষ্যে অঙ্গীকার

Posted On: 08 JAN 2026 12:44PM

৮ জানুয়ারি,  ২০২৬


 
মূল বিষয়বস্তু

বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান ২০২৬ সালের মধ্যে বাল্যবিবাহের প্রাদুর্ভাব ১০ শতাংশ কমানো এবং ২০৩০ সালের মধ্যে ভারতকে সম্পূর্ণ বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্য নিয়েছে।

ছত্তিশগড়ের বালোদ জেলা ২০২৫ সালে দেশের প্রথম বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে মাইলফলক স্থাপন করেছে।

২০২৫-এর ১৭ সেপ্টেম্বর ছত্তিশগড়ের সুরজপুর জেলা প্রশাসন ৭৫-টি গ্রাম পঞ্চায়েতকে “বাল্যবিবাহমুক্ত পঞ্চায়েত” হিসেবে ঘোষণা করেছে।

ভূমিকা

আইনগতভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বাল্যবিবাহ এখনও ভারতে একটি গভীর সামাজিক সমস্যা, যা দেশের লক্ষ লক্ষ কিশোরী ও কিশোরের জীবনকে প্রভাবিত করে চলেছে। বিশেষ করে অল্প বয়সে গর্ভধারণের ফলে, কিশোরীরা গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে, পারিবারিক সহিংসতার আশঙ্কা বেড়ে যায় এবং দারিদ্র্য ও লিঙ্গবৈষম্যের চক্র আরও শক্তিশালী হয়।
জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা–৫ (২০১৯–২১) অনুযায়ী, ভারতে ২০–২৪ বছর বয়সি ২৩ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিবাহিত হয়েছেন। এই বাস্তবতা বাল্যবিবাহকে একদিকে যেমন একটি স্থায়ী সামাজিক হুমকি হিসেবে তুলে ধরে, তেমনই এটি একটি গুরুতর অপরাধ হিসেবেও চিহ্নিত করে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহার বাল্যবিবাহের উচ্চ প্রবণতাসম্পন্ন রাজ্যগুলির মধ্যে থাকলেও, দেশের প্রায় সর্বত্রই বিচ্ছিন্নভাবে এই অপরাধের ঘটনা ঘটছে।

বাল্যবিবাহ কি

বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী, যেখানে কন্যা ১৮ বছরের কম অথবা পাত্র ২১ বছরের কম বয়সী, সেই বিবাহই বাল্যবিবাহ হিসেবে গণ্য। এই প্রথা বিশেষ করে গ্রামীণ ও আদিবাসী অঞ্চলে দারিদ্র্য, লিঙ্গবৈষম্য ও স্বাস্থ্যঝুঁকিকে দীর্ঘস্থায়ী করে। পাশাপাশি, ভারতীয় আইনে বাল্যবিবাহ সরাসরি শিশু ধর্ষণ হিসেবে গণ্য। ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ অনুসারে, ১৮ বছরের কম বয়সি স্ত্রীর সঙ্গে স্বামীর যে কোনও যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে বিবেচিত। সুপ্রিম কোর্টও স্পষ্ট করেছে যে শিশু-বধূর উপর স্বামীর দ্বারা সংঘটিত প্রবেশমূলক যৌন নিপীড়ন পকসো আইন, ২০১২ অনুযায়ী গুরুতর অপরাধ।

বাল্যবিবাহের বিরুদ্ধে ভারতের লড়াই

আইনি ব্যবস্থার পাশাপাশি, সামাজিক মানসিকতা বদলাতে ও কন্যাশিক্ষাকে উৎসাহিত করতে একাধিক সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান, যা মেয়েদের ক্ষমতায়ন এবং সমাজকে শিশু-বিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে উদ্বুদ্ধ করেছে।

বাল্যবিবাহ প্রতিরোধ আইন, ২০০৬

২০০৬ সালের এই আইনটি ১৯২৯ সালের সারদা আইনকে প্রতিস্থাপন করে বাল্যবিবাহকে কেবল নিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার লক্ষ্য নিয়ে প্রণীত হয়।
আইনে স্পষ্ট করা হয়েছেঃ

প্রসঙ্গত, ২১ বছরের কম বয়সী পুরুষ বা ১৮ বছরের কম বয়সী নারীকে “শিশু” হিসেবে গণ্য করা হবে।
বাল্যবিবাহ নিষিদ্ধ এবং শিশুপক্ষ চাইলে প্রাপ্তবয়স্ক হওয়ার দুই বছরের মধ্যে জেলা আদালতে আবেদন করে বিবাহ বাতিল করতে পারে।
পাচার, বলপ্রয়োগ, প্রতারণা বা অনৈতিক উদ্দেশ্যে সংঘটিত বাল্যবিবাহ জন্মলগ্ন থেকেই অবৈধ।

বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান

২০২৪ সালের ২৭ নভেম্বর মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান দেশের বাল্যবিবাহ নির্মূলের লক্ষ্যে এক দৃঢ় জাতীয় অঙ্গিকার। এটি সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য ৫.৩-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার উদ্দেশ্য ২০৩০ সালের মধ্যে শিশু ও জোরপূর্বক বিবাহের মতো ক্ষতিকর প্রথা সম্পূর্ণভাবে বিলোপ করা।

এই উদ্যোগের আওতায়- 

বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি, স্বেচ্ছাসেবী সংস্থা ও ধর্মীয় নেতাদের যুক্ত করে বহুমুখী সচেতনতা অভিযান,
পুলিশ, বিচার বিভাগ, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর অভিযোগ জানানোর ব্যবস্থা,
ঝুঁকিপূর্ণ এলাকার তথ্যভান্ডার সংরক্ষণ - এই সবের উপর জোর দেওয়া হয়েছে।

এই দৃষ্টিভঙ্গি শাস্তির পরিবর্তে প্রতিরোধ, সুরক্ষা ও ক্ষমতায়ন-কে কেন্দ্রে এনে কাঠামোকে আরও শক্তিশালী ও শিশু-কেন্দ্রিক করেছে।

১০০ দিনের বিশেষ অভিযান

গত ৪ ডিসেম্বর ২০২৫ থেকে দেশজুড়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একটি উচ্চ-তীব্রতার ১০০ দিনের বিশেষ অভিযান শুরু হয়েছে, যেখানে প্রতি মাসে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কার্যক্রম নেওয়া হচ্ছে।

বাল্যবিবাহমুক্ত গ্রাম সনদ - দীর্ঘ সময় ধরে কোনও বাল্যবিবাহ না হওয়ার অঙ্গীকার ও প্রমাণ রাখলে প্রদান।

বাল্যবিবাহ মুক্ত ভারত যোদ্ধা পুরস্কার - প্রতিরোধ ও রিপোর্টিংয়ে সেরা ১০-টি জেলাকে জাতীয় স্তরে সম্মাননা।

বাল্য বিবাহ মুক্ত ভারত পোর্টাল

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের এই প্রধান ডিজিটাল উদ্যোগের মাধ্যমে - 

দেশজুড়ে নিযুক্ত বাল্যবিবাহ প্রতিরোধ আধিকারিকদের তালিকা,
রিয়েল-টাইম অভিযোগ নথিভুক্তকরণ,
সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমের পর্যবেক্ষণ - সম্ভব হচ্ছে।

অগ্রগতির চিত্র

অভিযান শুরুর পর থেকেই বাল্যবিবাহ প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে, ছত্তিশগড়ের বালোদ জেলা টানা দুই বছর ধরে ৪৩৬-টি গ্রাম পঞ্চায়েত ও নয়টি শহরাঞ্চলে একটি বাল্যবিবাহও না হওয়ার নজির গড়ে দেশের প্রথম বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই সাফল্যের ভিত্তিতে রাজ্যটি ২০২৮–২৯ সালের মধ্যে সম্পূর্ণ শিশু-বিবাহমুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে।

উপসংহার

ভারতে বাল্যবিবাহ নির্মূলের যাত্রা ঊনবিংশ শতকের সমাজসংস্কার থেকে শুরু হয়ে সারদা আইন, শিশু-বিবাহ প্রতিরোধ আইন, ২০০৬ এবং সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এক শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে। বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান ও চলমান ১০০ দিনের বিশেষ উদ্যোগ এই লড়াইকে নতুন গতি দিয়েছে। প্রযুক্তিনির্ভর নজরদারি, সম্প্রদায়ভিত্তিক অংশগ্রহণ এবং প্রশাসনিক দৃঢ়তার সমন্বয়ে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বনির্ভরতার অধিকার সুরক্ষিত করার পথ প্রশস্ত হচ্ছে। সরকার, সমাজ, স্বেচ্ছাসেবী সংস্থা ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব একটি সত্যিকারের বাল্যবিবাহমুক্ত ভারত, যেখানে প্রতিটি কন্যা ও কিশোর নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের সুযোগ পাবে।

তথ্যসূত্র 

Press Information Bureau:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2168554&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2197965&reg=3&lang=1

Ministry of Women and Child Development:

https://stopchildmarriage.wcd.gov.in/public/documents/noticeboard/campaign100days.pdf

https://socialwelfare.tripura.gov.in/sites/default/files/THE%20PROHIBITION%20OF%20CHILD%20MARRIAGE%20ACT%2C%202006.pdf

 

https://stopchildmarriage.wcd.gov.in/about#:~:text=The%20Prohibition%20of%20Child%20Marriage%20Act%20(PCMA),*%20Put%20in%20place%20a%20comprehensive%20mechanism

 

https://stopchildmarriage.wcd.gov.in/about#:~:text=The%20Prohibition%20of%20Child%20Marriage%20Act%20(PCMA),*%20Put%20in%20place%20a%20comprehensive%20mechanism

 

https://wdcw.ap.gov.in/dept_files/cm_cmp.pdf

 

https://x.com/Annapurna4BJP/status/1993968281439621226?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1993968281439621226%7Ctwgr%5Eb7b72c138a5947de31a0f178d352c201ede5d37d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2197965reg%3D3lang%3D1

 

https://x.com/MinistryWCD/status/1995429594141458665

https://rsdebate.nic.in/bitstream/123456789/421118/1/PD_104_02031978_9_p131_p222_17.pdf


Ministry of Law and Justice:

https://www.indiacode.nic.in/bitstream/123456789/6843/1/child_marriage_prohibition_act.pdf?referrer=grok.com

Doordarshan (DD National Youtube):

https://www.youtube.com/watch?v=WxlPyjEk5Fk

 

United Nations Population Fund:

https://india.unfpa.org/sites/default/files/pub-pdf/analytical_series_1_-_child_marriage_in_india_-_insights_from_nfhs-5_final_0.pdf

United Nations Women:

https://sadrag.org/wp-content/uploads/2025/01/Training-Guide-for-service-providers-GBV-compressed.pdf

United Nations Children's Fund:

file:///C:/Users/HP/Downloads/Ending_Child_Marriage-profile_of_progress_in_India_2023%20(1).pdf

Bal Vivah Mukt Bharat

 

********
SSS/SS...

(Explainer ID: 156888) आगंतुक पटल : 3
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu
Link mygov.in
National Portal Of India
STQC Certificate