• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Economy

আপনার অর্থ, আপনার অধিকার

Posted On: 26 DEC 2025 11:41AM

মূল বিষয়বস্তু

“আপনার অর্থ, আপনার অধিকার (Your Money, Your Right)” একটি সর্বভারতীয় সচেতনতা ও সহায়তামূলক উদ্যোগ, যার লক্ষ্য নাগরিকদের অদাবিকৃত আর্থিক সম্পদ চিহ্নিত করা ও পুনরুদ্ধারে সহায়তা করা।

এই উদ্যোগের আওতায় ব্যাংকে জমা আমানত, বিমা, মিউচুয়াল ফান্ড, শেয়ার এবং অবসরকালীন সুবিধা-সহ আর্থিক ব্যবস্থায় থাকা অদাবিকৃত সঞ্চয় রাশি অন্তর্ভুক্ত করা হয়েছে।

আর্থিক পরিষেবা বিভাগের নেতৃত্বে এবং আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলির সমন্বয়ে এই কর্মসূচি ডিজিটাল পোর্টাল ও জেলা-স্তরের সহায়তা কার্যক্রমকে একত্রিত করেছে।

সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির সমন্বিত প্রচেষ্টায় প্রায় ২,০০০ কোটি টাকা ইতিমধ্যেই প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভবপর হয়েছে।

ভূমিকা

ভারতীয় পরিবারগুলি দীর্ঘদিন ধরে ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে ব্যাংক, বিমা, মিউচুয়াল ফান্ড, শেয়ার ও অবসরকালীন প্রকল্পে বিনিয়োগ করে আসছে। তবে, সময়ের সঙ্গে সঙ্গে সচেতনতার অভাব, ঠিকানা পরিবর্তন, তথ্যের অভাব বা নথির অভাবে এই সঞ্চয়ের একটা বড় অংশ অদাবিকৃত থেকে যায়। “আপনার অর্থ, আপনার অধিকার” উদ্যোগের উদ্দেশ্য এই সমস্যার সমাধান করা।

অদাবিকৃত আর্থিক সম্পদ কি?

যখন কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাখা অর্থ দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টধারী বা তাঁর উত্তরাধিকারীরা দাবি করেন না, তখন তা অদাবিকৃত আর্থিক সম্পদ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে রয়েছে নিষ্ক্রিয় হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট, অদাবিকৃত বিমা, মিউচুয়াল ফান্ডের পাওনা এবং পেনশন বা অবসরকালীন সুবিধা। ঠিকানা পরিবর্তন, অভিবাসন বা পরিবারের অজ্ঞতার মতো কারণেই এই পরিস্থিতি তৈরি হয়।

“আপনার অর্থ, আপনার অধিকার” উদ্যোগ

২০২৫ সালের অক্টোবর মাসে চালু হওয়া এই উদ্যোগটি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সমন্বয়ে এবং RBI, IRDAI, SEBI, IEPFA ও PFRDA-র সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। এর লক্ষ্য নাগরিকদের অদাবিকৃত অর্থ শনাক্ত করা ও দাবি করার প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করে তোলা।

অদাবিকৃত অর্থের পরিমাণ

শুধু ব্যাংকগুলিতেই প্রায় ৭৮,০০০ কোটি টাকার অদাবিকৃত আমানত রয়েছে। বিমা খাতে প্রায় ১৪,০০০ কোটি টাকা, মিউচুয়াল ফান্ডে ৩,০০০ কোটি টাকা এবং লভ্যাংশ বাবদ প্রায় ৯,০০০ কোটি টাকা অদাবিকৃত অবস্থায় রয়েছে।

অদাবিকৃত সম্পদের গুরুত্ব

এই অর্থ না পেলে পরিবারগুলি শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হয়। বিশেষত প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে পেনশন বা বিমার অর্থ না পাওয়া বড় সমস্যার কারণ হয়। এই সমস্যার সমাধান আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি, আর্থিক নিরাপত্তা সুনিশ্চত করে।

ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা

অদাবিকৃত ব্যাংক আমানত – UDGAM পোর্টাল

আরবিআই সৃষ্ট UDGAM পোর্টালের মাধ্যমে নাগরিকরা একাধিক ব্যাংকের অদাবিকৃত আমানত খুঁজে পেতে পারেন। ১০ বছরের বেশি অদাবিকৃত অর্থ Depositor Education and Awareness Fund-এ স্থানান্তরিত হলেও মালিকানার অধিকার বজায় থাকে এবং যে কোনো সময় দাবি করা যায়।

বিমা দাবি – Bima Bharosa পোর্টাল

Bima Bharosa পোর্টালের মাধ্যমে অদাবিকৃত বিমা সংক্রান্ত অর্থ চিহ্নিত করা যায়। মোট ১২ মাসের বেশি অদাবিকৃত থাকলে তা তালিকাভুক্ত হয় এবং ১০ বছর পর Senior Citizens’ Welfare Fund-এ স্থানান্তরিত হলেও সুবিধাভোগীরা যেকোনো সময় এই অর্থ দাবি করতে পারেন।

মিউচুয়াল ফান্ড – MITRA পোর্টাল

MITRA পোর্টাল

বিনিয়োগকারীদের অদাবিকৃত বা নিষ্ক্রিয় মিউচুয়াল ফান্ড চিহ্নিত করতে সহায়তা করে। সংশ্লিষ্ট AMC বা RTA-এর মাধ্যমে দাবি প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

লভ্যাংশ ও শেয়ার – IEPFA পোর্টাল

সাত বছরের বেশি অদাবিকৃত থাকলে IEPFA-তে স্থানান্তরিত লভ্যাংশ ও শেয়ার IEPFA পোর্টালের মাধ্যমে দাবি করা যায়। এর জন্য কোনো ফি বা সময়সীমা নেই।

উদ্যোগের বাস্তবায়ন

এই কর্মসূচি কেবল ডিজিটাল নয়, সচেতনতা, প্রবেশাধিকার ও কার্যক্রম (3A) কাঠামোর মাধ্যমে বাস্তবায়িত করা হচ্ছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছে।

জেলা-স্তরের ফলাফল

জেলা পর্যায়ে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট শনাক্ত করা, দাবি প্রক্রিয়া শুরু করা এবং অনেক ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়াও সম্ভবপর হয়েছে। একাধিক সংস্থার সমন্বয়ে প্রক্রিয়া সহজতর হয়েছে।

অর্জিত সাফল্য

এই উদ্যোগের মাধ্যমে প্রায় ২,০০০ কোটি টাকা প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি, মনোনয়ন, নথি সংরক্ষণ ও আর্থিক সচেতনতা বেড়েছে।

উপসংহার

“আপনার অর্থ, আপনার অধিকার” একটি নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ, যা মানুষকে তাদের বৈধ আর্থিক সম্পদের অধিকার পুনরায় ফিরিয়ে দিতে সফল হয়েছে। সচেতনতা, ডিজিটাল ব্যবস্থার সরলীকরণ ও প্রাতিষ্ঠানিক স্তরে সমন্বয়ের মাধ্যমে এটি আর্থিক অন্তর্ভুক্তি, স্বচ্ছতা ও নাগরিক আস্থা অর্জনে শক্তিশালী ভুমিকা গ্রহণ করেছে।

তথ্যসূত্র

Ministry of Finance
https://financialservices.gov.in/beta/sites/default/files/2025-10/LIC-Booklet-Design-for-Finance-Ministry_SEPT-2025_ENG-07-10-25.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180477&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200982&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2180029&reg=3&lang=2

DD News
https://ddnews.gov.in/en/pm-modi-urges-citizens-to-join-your-money-your-right-movement/

Link for video:

https://www.youtube.com/watch?v=c1CdZ2LnwII

Click here to see pdf 

 


*****

SSS/PK

(Explainer ID: 156742) आगंतुक पटल : 4
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati
Link mygov.in
National Portal Of India
STQC Certificate