• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Infrastructure

স্মার্ট পরিকাঠামো ও শক্তিশালী শিল্পপ্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠেছে শিল্প উদ্যানগুলি

Posted On: 23 DEC 2025 2:40PM

২৩ ডিসেম্বর, ২০২৫

 

মূল বিষয়বস্তু 

ভারতে বর্তমানে ৪,৫০০+ শিল্প উদ্যান "ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ব্যাংক"- এ  নথিভুক্ত রয়েছে, যা মোট ৭.৭০ লক্ষ হেক্টর জুড়ে বিস্তৃত; এর মধ্যে এখনও ১.৩৫ লক্ষ হেক্টর জমি উপলব্ধ।
মোট ৩০৬টি "প্লাগ-অ্যান্ড-প্লে" শিল্প পার্ক এবং ২০-টি ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NICDC)-নেতৃত্বাধীন পার্ক/স্মার্ট সিটি গড়ে উঠেছে।
ইন্ডাস্ট্রিয়াল পার্ক রেটিং সিস্টেম (IPRS) ৩.০-এ স্থায়িত্ব, হরিৎ পরিকাঠামো, লজিস্টিকস, ডিজিটালাইজেশন এবং ভাড়াটিয়া সংস্থার প্রতিক্রিয়ার ওপর আরও তীক্ষ্ণ গুরুত্ব আরোপ করা হয়েছে।

ভূমিকা

দেশের শিল্প ও উদ্ভাবন বিষয়সূচিকে ত্বরান্বিত করার প্রধান মাধ্যম হিসেবে শিল্প উদ্যানগুলি  ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজ্য সরকার ও বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্বে গড়ে ওঠা এই পার্কগুলি বিনিয়োগ আকর্ষণ, অগ্রগতিনির্ভর উন্নয়ন এবং অর্থনৈতিক উৎকর্ষের মাধ্যমে ভারতের শিল্পভিত্তিকে মজবুত করছে। এগুলি একদিকে কর্মসংস্থান সৃষ্টিতে গতি আনে, অন্যদিকে সুস্থায়ী উন্নয়নকেও উৎসাহিত করে। সরকার যখন নিয়ন্ত্রকের পরিবর্তে সহায়কের ভূমিকায় অগ্রসর হচ্ছে, তখন শিল্প উদ্যানগুলি একটি বিশ্বমানের প্রতিযোগিতামূলক শিল্প অর্থনীতির রূপরেখা নির্মাণে মুখ্য ভূমিকা পালন করছে।

প্রতিযোগিতামূলক ও সুস্থায়ী প্রবৃদ্ধিতে শিল্প উদ্যানের ভূমিকা

শিল্প উদ্যানগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতার ভারসাম্য রক্ষা করে। পার্ক ব্যবস্থাপনা পরিবেশ আইন মেনে চলা নিশ্চিত করে, মানদণ্ড সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং পরিবেশবান্ধব অনুশীলন গ্রহণকারী সংস্থাগুলিকে উৎসাহিত করে। উন্নত প্রযুক্তি গ্রহণে দিকনির্দেশ ও সাশ্রয় চিহ্নিত করতে নিরীক্ষার মাধ্যমে সম্পদ-রক্ষাকে সমর্থন করা হয়। বায়ু, শব্দ ও আলোক দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত নির্গমন পর্যবেক্ষণ করা হয়, পাশাপাশি, মাটি ও ভূগর্ভস্থ জল দূষণ রোধে কঠোর নজরদারি বজায় থাকে। পরিকল্পনায় জীববৈচিত্র্য সুরক্ষাকে অন্তর্ভুক্ত করে বাস্তুতন্ত্র সেবা রক্ষা, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং ভূমির সুদক্ষ ব্যবহার নিশ্চিত করা হয়।

একটি সফল শিল্প উদ্যানের নির্মাণ উপাদানসমূহ

 

বিশেষ নিয়ন্ত্রক ব্যবস্থা: শ্রম, ভূমি ব্যবহার ও বৈদেশিক বিনিয়োগে উদার ও উৎসাহ-ভিত্তিক নিয়মে শিল্প পার্ক পরিচালিত হয়।
সমন্বিত পরিকাঠামো: বিদ্যুৎ–জল–গ্যাসের মতো ইউটিলিটি, টেলিকম নেটওয়ার্ক, বর্জ্য ব্যবস্থাপনা, ল্যাবরেটরি, অভ্যন্তরীণ সড়ক, একক-উইন্ডো ছাড়পত্র, প্রশিক্ষণ কেন্দ্র, নিরাপত্তা ও জরুরি পরিষেবা-সহ ভাগাভাগি করা হার্ড ও সফট সুবিধা প্রদান করা হয়।

নির্দিষ্ট ভৌগোলিক সীমানা: সুস্পষ্টভাবে নির্ধারিত, মাস্টার-প্ল্যানভিত্তিক জমিতে অভিন্ন মানদণ্ডে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

নির্ধারিত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ: একটি একক কর্তৃপক্ষ প্রতিষ্ঠান অন্তর্ভুক্তি, নিয়ন্ত্রক সম্মতি এবং দীর্ঘমেয়াদী পার্ক উন্নয়ন তদারক করে।

বহু-ভাড়াটিয়া জোট: একাধিক সংস্থা একই পার্কে কাজ করে, সহযোগিতা ও সম্পদ ভাগাভাগির মাধ্যমে ক্লাস্টারিং প্রভাব সৃষ্টি করে উৎপাদনশীলতা বাড়ায়।

অর্থনৈতিক রূপান্তরে শিল্প পার্কের অবদান

অর্থনৈতিক দক্ষতা: সীমিত উৎপাদন উপাদানকে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সমন্বিত করে উচ্চ উৎপাদনশীলতা ও পরিচালন দক্ষতা অর্জন হয় 
কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন: কর্মসংস্থান সৃষ্টি, মজুরি উন্নতি এবং স্থানীয় দক্ষতার ভাণ্ডার শক্তিশালীকরণ।

পুঁজি ও প্রযুক্তি আকর্ষণ: রবিনিয়োগ ও উন্নত প্রযুক্তি টেনে আনা এবং প্রযুক্তি ও ব্যবস্থাপনা জ্ঞানের স্থানান্তর।

শিল্প উন্নীতকরণ ও প্রতিযোগিতা: জোটভিত্তিক কার্যক্রম শিল্প উন্নীতকরণ ত্বরান্বিত করে, জাতীয় স্তরে প্রতিযোগিতা বাড়ায় এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খল সংযোগ গভীর করে।

নীতিগত উৎসাহ: স্থানীয়, প্রাদেশিক ও জাতীয় নীতির মাধ্যমে শিল্পপ্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ।

নগর ও আঞ্চলিক উন্নয়ন: আতিথ্যদানকারী শহর ও অঞ্চলে সুস্থায়ী অর্থনৈতিক সম্প্রসারণের অনুঘটক হিসেবে ভূমিকা।

শিল্প উদ্যানের পরিকল্পনা ও স্থাপনা

শিল্প পার্ক অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় একটি ব্যবসায়িক যুক্তির ভিত্তিতে, যেখানে পরিষেবাসম্পন্ন শিল্প জমির প্রয়োজন এবং প্রকল্প সম্পন্ন হলে প্রত্যাশিত অর্থনৈতিক ও উন্নয়নমূলক সুফল নির্ধারিত থাকে। এর পর প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে সম্ভাব্য স্থান নির্বাচন করা হয় - বাজার উপযোগিতা, পরিবহণ সংযোগ, বিদ্যুৎ ও জলের প্রাপ্যতা এবং সামগ্রিক ব্যয়-সক্ষমতা মূল্যায়ন করা হয়।

শিল্প উদ্যান ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে সরকারি উদ্যোগ

"প্লাগ-অ্যান্ড-প্লে" শিল্প উদ্যান
কেন্দ্রীয় বাজেট ২০২৫–২৬-এ প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প উদ্যান উন্নয়নের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিল্পের প্রয়োজন অনুযায়ী নিখুঁতভাবে নকশাকৃত পরিকাঠামো প্রদান করে এই পার্কগুলি পরিচালন দক্ষতা ও স্থায়িত্ব বাড়ায়।

ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ব্যাংক (IILB)

শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ (ডিপিআইআইটি) ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ব্যাংক (আইআইএলবি) তৈরি করেছে, যা একটি কেন্দ্রীভূত জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস)-সক্ষম প্ল্যাটফর্ম।

 

ইন্ডাস্ট্রিয়াল পার্ক রেটিং সিস্টেম (IPRS)

IPRS শিল্প পার্ক ও ব্যবসায়িক জেলার কর্মদক্ষতা ও গুণমান মূল্যায়নের একটি বিস্তৃত কাঠামো। চারটি মূল্যায়ন স্তম্ভের ওপর ভিত্তি করে এটি বিনিয়োগকারী, ডেভেলপার ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে এবং পার্ক কর্তৃপক্ষকে পরিষেবা ও পরিকাঠামো উন্নত করতে উৎসাহিত করে। IPRS ২.০ টপ রেটেড পার্কস রিপোর্ট অনুযায়ী, ৪১-টি শিল্প পার্ক ‘লিডারস’ শ্রেণিতে স্থান পেয়েছে - যেগুলির পরিকাঠামো শক্তিশালী, শিল্প কার্যক্রম স্থিতিস্থাপক এবং ক্ষেত্রভিত্তিক ও বহুক্ষেত্র-ভিত্তিক সুবিধার সুসংহত মিশ্রণ রয়েছে।

ব্যবসা সহজীকরণ সংস্কার
দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সহায়তায় ব্যবসা সহজীকরণ জোরদার হয়েছে। উন্নত অভ্যন্তরীণ পরিকাঠামোর ফলে শিল্প পার্কে দখলহার বেড়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে। বিনিয়োগকারীরা পরিকাঠামো, সংযোগ, ব্যবসায়িক সহায়তা পরিষেবা এবং পরিবেশ ও নিরাপত্তা মানদণ্ডের বিস্তারিত তথ্যের মাধ্যমে দূর থেকেই উপযুক্ত জমিখণ্ড মূল্যায়ন করতে পারছেন, যা সুচিন্তিত বিনিয়োগ সিদ্ধান্তে সহায়ক।

বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের ইঞ্জিন হিসেবে শিল্প উদ্যান

রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের ২০২৫ সালের "ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট" অনুযায়ী, আন্তর্জাতিক প্রকল্প অর্থায়ন চুক্তি ও গ্রিনফিল্ড বিনিয়োগে ভারত বিশ্বের শীর্ষ পাঁচ গন্তব্যের মধ্যে রয়েছে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে।

 এপ্রিল–আগস্ট ২০২৫–২৬ সময়কালে মোট এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে ৪৩.৭৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রাথমিক), যেখানে ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে তা ছিল ৩৭.০৩ বিলিয়ন মার্কিন ডলার।

উপসংহার

ভারতের বিকাশমান শিল্প নীতিপরিবেশ শিল্প উন্নীতকরণের দিকে এক নির্ণায়ক রূপান্তরের ইঙ্গিত দেয়, যেখানে শিল্প উদ্যানগুলি এই বিবর্তনের কেন্দ্রবিন্দুতে। পরিকল্পিত নকশা, ভাগাভাগি করা পরিকাঠামো এবং সমন্বিত শাসন কাঠামো উৎপাদনশীলতা, প্রযুক্তি স্থানান্তর ও কর্মসংস্থান সৃষ্টিকে শক্তিশালী করে। কেন্দ্রীয় সরকার এই বিষয়টি নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ যে শিল্প পার্কগুলি আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে বিকশিত হবে, সুস্থায়ী প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে এবং শিল্প দক্ষতা ও অর্থনৈতিক শক্তির দীর্ঘস্থায়ী চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

তথ্যসূত্র 

 

Asian Development Bank

Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)

Government of United Kingdom

India Industrial Land Bank (IILB)

 

Invest India

 

Ministry of Commerce & Industry

Ministry of Finance

Press Information Bureau

Startup India

United Nations

 

United Nations Conference on Trade and Development (UNCTAD)

United Nations Development Programme (UNDP)

 

United Nations Industrial Development Organization (UNIDO)

 

World Bank

 

Click here to see in PDF

 


***
SSS/SS

(Explainer ID: 156702) आगंतुक पटल : 32
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam
Link mygov.in
National Portal Of India
STQC Certificate