• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Social Welfare

SVANidhi: পথবিক্রেতাদের ক্ষমতায়ন

Posted On: 20 DEC 2025 5:18PM

মূল বিষয়সমূহ

পুনর্গঠিত প্রধানমন্ত্রী SVANidhi প্রকল্পের লক্ষ্য ১.১৫ কোটি পথবিক্রেতাকে উপকৃত করা, যার মধ্যে ৫০ লক্ষ নতুন ভোক্তা অন্তর্ভুক্ত।

ঋণ প্রদানের মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ ২০৩০ পর্যন্ত করা হয়েছে।

ভূমিকা

সহায়কদের ক্ষমতায়ন
পথবিক্রেতারা যে কোনও শহরের অনুষ্ঠান-বহির্ভূত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বনিযুক্তির উৎস হিসেবে পথবিক্রির শহুরে সরবরাহ শৃঙ্খলে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, কারণ এটি নাগরিকদের দোরগোড়ায় পণ্য ও পরিষেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করে। তবে স্বীকৃতির অভাব, আনুষ্ঠানিক ঋণে সীমিত প্রবেশাধিকার, শিক্ষাগত ও দক্ষতার ঘাটতি, নির্দিষ্ট বিক্রয়স্থলের অভাব এবং উদীয়মান বাজারের সুযোগে সীমিত অংশগ্রহণ, এইসব একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েন পথবিক্রেতারা। এই প্রেক্ষাপটে, ২০২০ সালের জুন মাসে চালু হওয়া প্রধানমন্ত্রী SVANidhi প্রকল্পটি মহামারী-কালীন আর্থিক সংকটের প্রভাব কাটিয়ে উঠতে এবং বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় শুরু করতে পথবিক্রেতাদের সহায়তার লক্ষ্যে প্রণীত হয়। তবে, সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্পটি কেবল আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; অর্থনীতিতে পথবিক্রেতাদের অবদানের স্বীকৃতি ও পরিচয়বোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ঋণ বিতরণ ও কল্যাণমূলক সংযোগ

পুনর্গঠিত প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে প্রথম ও দ্বিতীয় ধাপে ঋণের পরিমাণ বৃদ্ধি, সময়মতো দ্বিতীয় ঋণ পরিশোধকারী উপভোক্তাদের জন্য ইউপিআই-সংযুক্ত রুপে ক্রেডিট কার্ডের ব্যবস্থা এবং খুচরো ও পাইকারি লেনদেনে ডিজিটাল ক্যাশব্যাক উৎসাহ। প্রকল্পের আওতা ধাপে ধাপে আইনগত শহরের বাইরেও সম্প্রসারিত করা হচ্ছে, জনগণনা শহর, উপশহর সংলগ্ন এলাকা প্রভৃতি এতে অন্তর্ভুক্ত। উন্নত ঋণ কাঠামো অনুযায়ী, প্রথম ধাপের ঋণ সর্বোচ্চ ১৫,০০০ টাকা (আগে ১০,০০০ টাকা), দ্বিতীয় ধাপের ঋণ সর্বোচ্চ ২৫,০০০ টাকা (আগে ২০,০০০ টাকা) এবং তৃতীয় ধাপের ঋণ ৫০,০০০ টাকায় নির্ধারিত। এই প্রকল্পটি জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। অর্থনীতিকে চাঙা করা, জীবিকা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং ডিজিটাল ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০২৩ সালে উদ্ভাবন (কেন্দ্রীয় স্তর) বিভাগে প্রধানমন্ত্রী পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স অর্জন করেছে,। পাশাপাশি, ২০২২ সালে ডিজিটাল রূপান্তরের জন্য সরকারি প্রক্রিয়া পুনর্গঠনে উৎকর্ষতার ক্ষেত্রে রৌপ্য পুরস্কার লাভ করেছে।

সহায়তা থেকে প্রবৃদ্ধির পথে: পুনর্গঠিত প্রধানমন্ত্রী SVANidhi প্রকল্প

২০২০ সালে কোভিড-১৯ অতিমারীর সময় ক্ষুদ্র ঋণ সহায়তা হিসেবে শুরু হওয়া এই প্রকল্পের পুনর্গঠিত রূপ পথবিক্রেতাদের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে। নির্ভরযোগ্য আর্থিক সহায়তার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ এবং সুস্থায়ী প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিই এর লক্ষ্য। এই প্রকল্প অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার পাশাপাশি, পথবিক্রেতা ও তাঁদের পরিবারের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের দিকেও গুরুত্ব দেয়। এর মাধ্যমে জীবিকা শক্তিশালী হয় এবং শহুরে পরিসর ক্রমে এক প্রাণবন্ত, স্বনির্ভর ব্যবস্থায় রূপান্তরিত হয়।

প্রধানমন্ত্রী SVANidhi সুবিধা পৌঁছে দিতে প্রাতিষ্ঠানিক ভূমিকা

প্রকল্পটির বাস্তবায়ন যৌথভাবে গৃহায়ণ ও নগর বিষয়ক মন্ত্রক এবং আর্থিক পরিষেবা বিভাগের দায়িত্বে থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ ও ক্রেডিট কার্ডের প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আর্থিক পরিষেবা বিভাগ প্রধান ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী SVANidhi একটি কেন্দ্রীয় সরকারি উদ্যোগ হলেও, রাজ্য সরকার, ব্যাংক এবং নগর স্থানীয় সংস্থাগুলির ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমেই এর কার্যকর বাস্তবায়ন সম্ভব হচ্ছে।
লোককল্যাণ মেলা ও SVANidhi সংকল্প অভিযানের মাধ্যমে পৌঁছনো ও ঋণ বিতরণ জোরদার পথবিক্রেতা ও তাঁদের পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নয়ন আরও এগিয়ে নিতে ‘SVANidhi সে সমৃদ্ধি’ উপাদানটি নিয়মিত লোককল্যাণ মেলার মাধ্যমে শক্তিশালী করা হচ্ছে। এর উদ্দেশ্য - ভারত সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা স্যাচুরেশন পদ্ধতিতে পথবিক্রেতা ও তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া, যাতে তাঁদের উন্নতি ও সুস্থতার জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ গড়ে ওঠে।

প্রধানমন্ত্রী SVANidhi প্রকল্পের সাফল্য

SVANidhi সে সমৃদ্ধি

‘SVANidhi সে সমৃদ্ধি’ উদ্যোগের মাধ্যমে উপভোক্তাদের ভারত সরকারের আটটি কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৪৭ লক্ষেরও বেশি পথবিক্রেতা ও তাঁদের পরিবারের প্রোফাইলিং সম্পন্ন হয়েছে এবং মোট ১.৪৬ কোটিরও বেশি সুবিধা অনুমোদিত হয়েছে।

উপসংহার

প্রধানমন্ত্রী SVANidhi প্রকল্পের মেয়াদ বৃদ্ধি কেবল পথবিক্রেতাদের আর্থিক স্থিতিশীলতাই নিশ্চিত করে না, বরং অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নের এক বিস্তৃত দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। জামানতবিহীন ব্যাংক ঋণ, ঝণ ইতিহাস গঠন এবং ইউপিআই-সক্ষম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে প্রবেশাধিকার, এই সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি পথবিক্রেতাদের অনানুষ্ঠানিক জীবিকা থেকে সুস্থায়ী ক্ষুদ্র উদ্যোক্তায় রূপান্তরের পথ সুগম করে। একই সঙ্গে, সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক সংযোগ জোরদার করে এই প্রকল্প ঝুঁকি হ্রাস করে এবং পথবিক্রেতা ও তাঁদের পরিবারের দীর্ঘমেয়াদী জীবিকা সুরক্ষা নিশ্চিত করে। ধারাবাহিক ডিজিটাল অন্তর্ভুক্তি, আর্থিক সাক্ষরতা এবং সক্ষমতা বৃদ্ধির সহায়তার মাধ্যমে প্রধানমন্ত্রী SVANidhi শহুরে অনুষ্ঠান বহির্ভূত অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশকে ক্ষমতায়িত করছে। এর মাধ্যমে একটি স্থিতিস্থাপক, আত্মনির্ভরশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়, যেখানে প্রতিটি নাগরিকের এগিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করা হয়।

তথ্যসূত্র

Ministry of Housing and Urban Affairs

 

Ministry of Ports, Shipping and Waterways

 

Union Cabinet

 

National Portal of India

 

Press Information Bureau

Click here to see PDF

*****


SSS/SS

(Backgrounder ID: 156615) आगंतुक पटल : 5
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada
Link mygov.in
National Portal Of India
STQC Certificate