• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Social Welfare

ভারতে দত্তক গ্রহণ: আইনি কাঠামো, পদ্ধতি এবং শিশু সুরক্ষা ব্যবস্থা

Posted On: 16 DEC 2025 12:04PM

১৬ ডিসেম্বর ২০২৫

 

মূল বিষয়সমূহ 

ভারতের দত্তকগ্রহণ ব্যবস্থা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৫ এবং দত্তক গ্রহণ বিধিমালা, ২০২২-এর অধীনে পরিচালিত হয়। এটি কেন্দ্রীয় সংস্থা CARA এবং 'মিশন বাৎসল্য' ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হয়।
CARA-র ডিজিটাল সিস্টেম (CARINGS) এই পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ ও নিরাপদ করে তুলেছে। এর ফলে সমগ্র দেশের আগ্রহী বাবা-মায়েরা কোনোরকম ভৌগোলিক বাধা ছাড়াই অনলাইনে নাম নথিভুক্ত করে দত্তক নিতে পারেন।
শিশুর কল্যাণ নিশ্চিত করতে এখানে ৬০ দিনের মধ্যে হোম স্টাডি রিপোর্ট, ৪৮ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে রেফারেল উইন্ডো এবং দত্তক নেওয়ার পর দুই বছর পর্যন্ত নিয়মিত খোঁজখবর রাখা বাধ্যতামূলক।

সূচনা

ভারত সরকার প্রতিটি শিশুর একটি ভালোবাসার পরিবারে বড় হওয়ার অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে CARA-এর মাধ্যমে এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্ট (২০১৫ ও ২০২১) ও দত্তক বিধিমালা (২০২২) মেনে দেশে এবং বিদেশে শিশু দত্তক নেওয়ার একটি স্বচ্ছ ও আইনি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অনাথ বা পরিত্যক্ত শিশুদের অনাথ আশ্রমের পরিবর্তে একটি স্থায়ী পরিবারের ছায়ায় বড় করে তোলাই এই ব্যবস্থার মূল লক্ষ্য, যাতে তাদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ ঘটে। ডিজিটাল পরিকাঠামো ও কঠোর তদারকির মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করে সরকার এই দত্তক প্রক্রিয়াকে আরও সহজ ও শিশুবান্ধব করে তুলেছে।
আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামো
কেন্দ্রীয় দত্তক গ্রহণ সম্পদ কর্তৃপক্ষ (CARA)
CARA (কেন্দ্রীয় দত্তক গ্রহণ সম্পদ কর্তৃপক্ষ) হল মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে একটি সরকারি সংস্থা। এর মূল কাজগুলি হল:

দত্তক নিয়ন্ত্রণ: 

অনাথ, পরিত্যক্ত বা সমর্পিত শিশুদের দত্তক নেওয়ার প্রক্রিয়াটি এটি তদারকি করে।

বিকল্প ব্যবস্থা: 

আত্মীয়দের দ্বারা দত্তক, সৎ-বাবা/মায়ের মাধ্যমে দত্তক এবং পালিত যত্নের বিষয়গুলিও এটি দেখাশোনা করে।

আইন ও বিধি: 

এটি জুভেনাইল জাস্টিস অ্যাক্ট (২০১৫ ও ২০২১) এবং দত্তক বিধিমালা (২০২২) মেনে দেশের ভেতরে এবং বাইরে শিশু দত্তক দেওয়া নিশ্চিত করে।
আদর্শ পালিত যত্ন নির্দেশিকা, ২০২৪।
এই আইনি কাঠামোগুলি নিশ্চিত করে যে, দত্তক নেওয়ার প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে শিশুর সর্বোত্তম স্বার্থই যেন সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
ডিজিটাল দত্তক গ্রহণ ব্যবস্থা
CARA 'মিশন বাৎসল্য' নামক একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে। এই ব্যবস্থার মূল সুবিধাগুলি হল :

স্বচ্ছতা ও নিরাপত্তা: 

দত্তক প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা এবং তথ্যের গোপনীয়তা বজায় থাকে।

শিশুকেন্দ্রিক সিদ্ধান্ত: 

প্রতিটি পদক্ষেপে শিশুর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়।

সমান সুযোগ: 

ভারতের যে কোনো প্রান্তের বাবা-মায়েরা সমানভাবে আবেদনের সুযোগ পান।

স্বয়ংক্রিয় পদ্ধতি:

 কম্পিউটারাইজড পদ্ধতিতে বাবা-মায়েদের পছন্দের ভিত্তিতে আইনিভাবে মুক্ত শিশুদের খুঁজে দেওয়া হয়।

বিশেষ বিভাগ: 

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সরাসরি নির্বাচনের বিশেষ সুবিধা রয়েছে।

ট্র্যাকিং: 

আবেদন কোন অবস্থায় আছে তা এসএমএস এবং ইমেলের মাধ্যমে সবসময় জানা যায়।
এই উন্নত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আগ্রহী দত্তক পিতা-মাতারা  অনলাইনে নাম নথিভুক্ত করতে পারেন এবং দেশের যেকোনো রাজ্য থেকে শিশু দত্তক নিতে পারেন। এর ফলে, ভৌগোলিক বাধা দূর হয়েছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সময়ও অনেক কমে এসেছে।

দত্তক গ্রহণ প্রক্রিয়া: 

প্রধান বৈশিষ্ট্যসমূহ 
কারা দত্তক নিতে পারেন?
আগ্রহী বাবা-মায়েদের যোগ্যতার শর্তগুলি জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৫ (ধারা ৫৭) এবং দত্তক গ্রহণ বিধিমালা, ২০২২ (নিয়ম ৫ ও ২১)-এ স্পষ্টভাবে বলা হয়েছে। এর প্রধান দিকগুলি হল:

নিবন্ধন : বাসিন্দা ভারতীয়দের সরাসরি CARA-র ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হয়।

বিদেশিমী ও প্রবাসী: 

ভারতে থাকা বিদেশি বা প্রবাসীদের নিজ দেশের দূতাবাস থেকে NOC নিতে হয়। বিদেশে বসবাসরতদের নির্দিষ্ট বিদেশি এজেন্সি বা ভারতীয় মিশনের মাধ্যমে আবেদন করতে হবে।

একক অভিভাবক: 

একা মহিলারা যে কোনো লিঙ্গের শিশু দত্তক নিতে পারেন, কিন্তু একা পুরুষরা কন্যা সন্তান দত্তক নিতে পারেন না।

দুই বা ততোধিক সন্তান থাকলে:

 যাদের আগে থেকেই দুই বা তার বেশি সন্তান আছে, তারা কেবল বিশেষ চাহিদা সম্পন্ন বা আত্মীয়র শিশু দত্তক নিতে পারবেন। তারা সাধারণ শিশুদের তালিকায় অগ্রাধিকার পাবেন না।

আয় ও যোগ্যতা: 

কোনো নির্দিষ্ট অংকের আয়ের সীমা নেই, তবে আয় স্থিতিশীল ও পর্যাপ্ত হতে হবে যাতে শিশুর লালন-পালন ঠিকমতো হয়।

ভিন্নভাবে সক্ষম ব্যক্তি:

শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও শিশু দত্তক নেওয়া সম্ভব, তবে তা হোম স্টাডি রিপোর্ট  সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করে।
নিবন্ধন ও নথিপত্র
দত্তক গ্রহণের জন্য আগ্রহী বাবা-মায়েদের  অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হয়। মূল বিষয়গুলি নিচে দেওয়া হল:

প্রয়োজনীয় নথিপত্র: 

পরিচয় ও ঠিকানার প্রমাণ (আধার, পাসপোর্ট, ভোটার কার্ড বা ইলেকট্রিক বিল), আয় ও বিবাহের প্রমাণপত্র এবং পরিবারের ছবি।

স্বাস্থ্যগত প্রমাণ: 

অন্তত একজন MBBS ডাক্তারের দেওয়া শংসাপত্র প্রয়োজন, যেখানে উল্লেখ থাকবে যে আবেদনকারী কোনো দীর্ঘস্থায়ী বা সংক্রামক রোগে আক্রান্ত নন এবং দত্তক নিতে সক্ষম।

বাসস্থানের প্রমাণ: 

ঠিকানার প্রমাণ হিসাবে ভাড়া চুক্তি  গ্রহণ করা হয় না। আধার বা ইলেকট্রিক বিলের মতো সরকারি নথিতে বর্তমান ঠিকানা থাকা বাধ্যতামূলক।

আবেদনের কারণ: 

রেজিস্ট্রেশন ফর্মে 'দত্তক নেওয়ার কারণ' অংশে নিজেদের ব্যক্তিগত অনুভূতি ও লক্ষ্য স্পষ্টভাবে লিখতে হবে।

সময়সীমা: 

রেজিস্ট্রেশনের ৩০ দিনের মধ্যে সব নথি আপলোড করতে হবে। দেরি হলে আবেদন বাতিল হয়ে যাবে এবং নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে।
আরোও বিশদ তথ্য জানতে Adoption Regulations,2022 দেখুন।

হোম স্টাডি রিপোর্ট 

রেজিস্ট্রেশন এবং নথিপত্র জমা দেওয়ার পর, পরবর্তী ৬০ দিনের মধ্যে একটি স্বীকৃত দত্তক সংস্থা  বা জেলা শিশু সুরক্ষা ইউনিটের  সমাজকর্মী আবেদনকারীদের বাড়ি গিয়ে একটি বিস্তারিত 'হোম স্টাডি রিপোর্ট'  তৈরি করেন। এই রিপোর্টে আবেদনকারীদের মানসিক প্রস্তুতি, আর্থিক সচ্ছলতা এবং দত্তক নেওয়ার প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখে তাঁদের উপযুক্ততা বিচার করা হয়। এই রিপোর্টের মেয়াদ থাকে তিন বছর এবং মেয়াদ শেষ হওয়ার আগেই এটি পুনরায় যাচাই করা জরুরি। যদি কোনো শিশু পছন্দ বা রিজার্ভ করার পর রিপোর্টের মেয়াদ শেষের পথে থাকে, তবে মেয়াদ ফুরনোর আগেই দ্রুত দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

অগ্রাধিকার এবং শিশু নির্বাচন
সিনিয়রিটি: নিবন্ধনের তারিখ অনুযায়ী সিরিয়াল ঠিক হয়। আগে আবেদন করলে সুযোগ আগে আসে।

পছন্দের রাজ্য: 

আবেদনকারীরা সর্বোচ্চ দুটি রাজ্য বা একটি রাজ্যের গুচ্ছ পছন্দ করতে পারেন।

নিরপেক্ষতা: 

লিঙ্গ বা বয়সের ভিত্তিতে শিশু নির্বাচন করা হলেও, জাত-পাত বা ধর্মের কোনো বিচার করা হয় না।

এইচসিআর আপডেট: 

হোম স্টাডি রিপোর্ট  সময়মতো পুনরায় নতুন না করলে তালিকায় আপনার নাম সাময়িকভাবে দেখা যাবে না এবং রেফারেল আসা বন্ধ হয়ে যাবে।

পারিবারিক পরিবর্তন: 

আবেদন করার পর বিয়ে বা বিবাহবিচ্ছেদ হলে বিশেষ নিয়ম মেনে তথ্য আপডেট করা যায়।

বয়সের নিয়ম: 

রেফারেল পাওয়ার সময় আবেদনকারীর বর্তমান বয়স আইন অনুযায়ী বিচার করা হয়।

স্থানান্তরের ঘটনা

ভারত থেকে বিদেশে গেলে: 

যদি কোনো আবেদনকারী  ভারত থেকে বিদেশে চলে যান, তবে তাঁকে আগের রেজিস্ট্রেশন বহাল রেখেই নতুন করে আন্তঃদেশীয় দত্তক প্রক্রিয়ার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনের ভিত্তিতে তাঁর পুরনো সিনিয়রিটি  বজায় রাখা হতে পারে। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট বিদেশি সংস্থা বা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে।

বিদেশ থেকে ভারতে এলে: 

যদি কোনো আবেদনকারী বিদেশ থেকে ভারতে পাকাপাকিভাবে চলে আসেন, তবে তাঁকে রেসিডেন্ট ইন্ডিয়ান  হিসেবে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং নতুন করে হোম স্টাডি করাতে হবে। এক্ষেত্রেও অনুরোধের ভিত্তিতে তাঁর আগের সিনিয়রিটি বজায় রাখা হতে পারে।

শিশু নির্বাচনের প্রস্তাব প্রক্রিয়া
অগ্রাধিকার ও পছন্দ অনুযায়ী সর্বোচ্চ ৩টি শিশুর প্রোফাইল (ছবি ও স্বাস্থ্য রিপোর্টসহ) পাঠানো হয়। দুটির মাঝে এক মাসের ব্যবধান থাকে। শিশু নির্বাচনের জন্য ভারতীয়রা ৪৮ ঘণ্টা এবং বিদেশিরা ৯৬ ঘণ্টা সময় পান। তিনটি প্রস্তাবের (বিদেশিদের ক্ষেত্রে দুটি) কোনোটিই গ্রহণ না করলে আবেদনকারীকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হবে। এরপর নতুন করে আবেদন করতে হবে। অপেক্ষার সময় নির্ভর করে আপনার দেওয়া পছন্দ (বয়স, লিঙ্গ, রাজ্য) এবং শিশুর সহজলভ্যতার ওপর।
শিশুর সামাজিক ও স্বাস্থ্যগত সমীক্ষা প্রতিবেদন
চাইল্ড স্টাডি রিপোর্টে  শিশুর নাম, বয়স এবং তার আচার-আচরণ ও বেড়ে ওঠার বিস্তারিত তথ্য থাকে।
স্বাস্থ্য রিপোর্টে শিশু বিশেষজ্ঞের তৈরি এই রিপোর্টে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিবরণ থাকে, যাতে বাবা-মায়েরা সব জেনে সিদ্ধান্ত নিতে পারেন।
চিফ মেডিকেল অফিসার রিপোর্টে শিশুর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে চিফ মেডিক্যাল অফিসারকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে হয়।
শিশু নির্বাচন ও হেফাজত
স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি পোর্টাল থেকে আবেদনকারীদের তথ্য সংগ্রহ করে শিশু নির্বাচনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে। এরপর অ্যাডপশন কমিটি আবেদনকারীদের উপযুক্ততা যাচাই করে সভার কার্যবিবরণী নথিবদ্ধ করে এবং সব প্রক্রিয়া শেষে জেলা শাসক ৬০ দিনের মধ্যে চূড়ান্ত দত্তক আদেশ জারি করেন।

দত্তক নেওয়ার ফি বা খরচ
ভারতে বসবাসরত ভারতীয় বা বিদেশিদের ক্ষেত্রে হোম স্টাডি রিপোর্টের জন্য ৬,০০০ টাকা, শিশু হেফাজতে নেওয়ার সময় ৫০,০০০ টাকা (অতিরিক্ত প্রতিটি শিশুর জন্য ১০,০০০ টাকা) এবং পরবর্তী চারটি ফলো-আপ ভিজিটের জন্য মোট ৮,০০০ টাকা ফি দিতে হয়। আন্তঃদেশীয় বা বিদেশি দত্তক গ্রহণের ক্ষেত্রে হোম স্টাডি ও ফলো-আপ ফি সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়; তবে ফস্টার কেয়ারে নেওয়ার সময় সাধারণ শিশুর জন্য ৫০,০০০ টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য ৫,০০০ মার্কিন ডলার ফি ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ নোট: 

২০২৪ সালের ২ জানুয়ারি স্টিয়ারিং কমিটির ৩৬-তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সিকে দেওয়া দত্তক ফি একবার জমা দিলে তা আর ফেরতযোগ্য নয়। স্থানীয় সংস্থাগুলি যাতে টাকার জন্য আবেদনকারীদের শোষণ করতে না পারে, সেজন্য সরকার একটি নির্দিষ্ট ফি কাঠামো, CARA -র ডিজিটাল প্রক্রিয়া, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং কঠোর আইনি শাস্তির ব্যবস্থা রেখেছে।
দত্তক-পরবর্তী তদারকি
দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিশুর সুরক্ষা ও পরিবারের সঙ্গে তার মানিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে নিচের নিয়মগুলি পালন করা হয়:

ভিজিটের সংখ্যা: 

দেশীয় দত্তকের ক্ষেত্রে দুই বছরে চারটি এবং আন্তর্জাতিক দত্তকের ক্ষেত্রে দু বছরে ছয়টি ফলো-আপ ভিজিট বা পরিদর্শন করা হয়।
বিদেশে স্থানান্তর: যদি কোনো অভিভাবক বিদেশে কর্মরত থাকেন, তবে, দু বছর পূর্ণ হওয়ার আগেই তাঁরা শিশুকে নিয়ে বিদেশে যেতে পারেন। সেক্ষেত্রে অবশিষ্ট ভিজিটগুলি ওই দেশের অনুমোদিত সংস্থা সম্পন্ন করবে।
পাসপোর্ট সংক্রান্ত: দেশীয় দত্তকের ক্ষেত্রে, অন্তত একটি ফলো-আপ রিপোর্ট জমা পড়ার পর CARA শিশুর পাসপোর্টের জন্য 'সাপোর্ট লেটার' ইস্যু করে। তবে দত্তক নেওয়ার দু বছর পূর্ণ হয়ে গেলে এই লেটারের আর প্রয়োজন হয় না।
বিশেষ ধরনের দত্তক 
সৎ-বাবা বা সৎ-মায়ের মাধ্যমে দত্তক 
সৎ-বাবা বা মা যদি তাঁর সৎ-সন্তানকে দত্তক নিতে চান, তবে CARA-র ওয়েবসাইটের ‘Parents’ সেকশনে গিয়ে আবেদন করতে হয়। এই প্রক্রিয়ায় জৈবিক বাবা-মা, সৎ-অভিভাবক এবং যাঁর শিশুর সাথে দেখা করার আইনি অধিকার  আছে, তাঁদের প্রত্যেকের সম্মতি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে দিতে হয়। তবে শিশুর হেফাজত নিয়ে আদালতে কোনো মামলা চললে, সেই মামলা নিষ্পত্তি হওয়ার পরেই কেবল দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করা সম্ভব।

আত্মীয়ের মাধ্যমে দত্তক গ্রহণ :

ভারতের দত্তক আইন অনুযায়ী, 'আত্মীয়' বলতে কেবল শিশুর নিজের কাকা-কাকিমা, জ্যাঠা-জ্যঠিমা, মামা-মামীমা বা দাদু-দিদাকে বোঝায়। সাধারণ নিয়মে কোনো পরিচিত শিশুকে সরাসরি দত্তক নেওয়া না গেলেও, আত্মীয় বা সৎ-সন্তানের ক্ষেত্রে এই নিয়মে ছাড় আছে। এই সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি CARA-র ওয়েবসাইটের 'Parents' মেনুর অধীনে পাওয়া যায়।
ভাই-বোন দত্তক গ্রহণ :
এই বিভাগে যমজ শিশু-সহ দুই বা ততোধিক ভাই-বোনকে একসঙ্গে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে তারা একই পরিবারে বেড়ে উঠতে পারে। এক্ষেত্রে অন্তত একজন শিশু আবেদনকারীর পছন্দের সঙ্গে মিলে যায় এবং বাকিরা বয়সে কিছুটা বড় হতে পারে। ভাই-বোন দত্তক নেওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো ন্যূনতম আয়ের সীমা নেই; বরং হোম স্টাডি রিপোর্টের সময় সমাজকর্মী আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তাঁদের আর্থিক সামর্থ্য ও উপযুক্ততা মূল্যায়ন করেন।
ইমিডিয়েট প্লেসমেন্ট  বিভাগ:
এই বিভাগে ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের দত্তক নেওয়া যায়। যেহেতু এই বয়সী শিশুদের জন্য পরিবার খুঁজে পাওয়া কিছুটা কঠিন হয়, তাই এদের CARINGS পোর্টালের 'Immediate Placement' ট্যাব থেকে সরাসরি নির্বাচন করা সম্ভব।

লিভ-ইন দম্পতিদের জন্য বিশেষ নিয়ম:

বর্তমানে ভারতে শিশু দত্তক নিতে পারেন কেবল একক ব্যক্তি অথবা ন্যূনতম দুই বছরের স্থিতিশীল বিবাহিত জীবন কাটানো দম্পতিরা। যেসব একক আবেদনকারী দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কে রয়েছেন কিন্তু বিবাহিত নন, তাঁদের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা  CARA-র ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

জাতীয় দত্তক সচেতনতা ২০২৫:

 #EveryChildMatters
প্রতিটি শিশুর জন্য একটি স্নেহময় পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে ভারতে প্রতি বছর নভেম্বর মাসটি জাতীয় দত্তক সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। ২০২৫ সালের মূল থিম ছিল "বিশেষ চাহিদা সম্পন্ন (দিব্যাঙ্গ) শিশুদের পারিবারিক পুনর্বাসন", যার লক্ষ্য হল এই শিশুদের প্রতি কেবল সহানুভূতি নয়, বরং অন্তর্ভুক্তি ও সমতার দৃষ্টিভঙ্গি তৈরি করা। #EveryChildMatters প্রচারণার মাধ্যমে মূলত এটিই তুলে ধরা হয়েছে যে, যে কোনো শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা নির্বিশেষে প্রতিটি শিশুরই মর্যাদা ও ভালোবাসার সাথে পরিবারে বেড়ে ওঠার মৌলিক অধিকার রয়েছে।

বিশেষ গুরুত্ব:

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু
CARA বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দত্তক গ্রহণকে অগ্রাধিকার দেয়, যেখানে সাধারণ শিশুর জন্য নিবন্ধিত অভিভাবকরাও জ্যেষ্ঠতা না হারিয়েই এই শিশুদের বা 'হার্ড-টু-প্লেস' শিশুদের সরাসরি নির্বাচন করতে পারেন। এই প্রক্রিয়ায় অতিরিক্ত ছবি, ভিডিও বা ভিডিও কলের সুবিধা দেওয়া হয় এবং কোনো কারণে নির্বাচন বাতিল করলে মূল তালিকার জ্যেষ্ঠতায় কোনো প্রভাব পড়ে না। বিশেষ নিয়ম অনুযায়ী, যাদের ইতিমধ্যে দুই বা ততোধিক সন্তান রয়েছে, তারা কেবল বিশেষ চাহিদা সম্পন্ন বা আত্মীয়/সৎ-সন্তানই দত্তক নিতে পারেন। এছাড়া, আন্তর্জাতিক ক্ষেত্রে এই শিশুদের জন্য ফি ৫,০০০ মার্কিন ডলার ধার্য করা হয়েছে এবং বিশেষ পোর্টাল থেকে নির্বাচনের ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে প্রোফাইলটি মুক্ত হয়ে যায়।

পালনের স্থায়িত্বের : 

দত্তক গ্রহণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ
দীর্ঘমেয়াদী পারিবারিক মিলনের জন্য দত্তক গ্রহণই প্রধান উপায় হলেও, বড় শিশু বা যাদের পুনর্বাসনে সময় লাগে, তাদের জন্য ফস্টার কেয়ার একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। এটি শিশুকে প্রাতিষ্ঠানিক আশ্রয়ের বদলে একটি স্নেহময় পারিবারিক পরিবেশে বেড়ে উঠতে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। তবে, এই সুবিধা কেবল ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্যই প্রযোজ্য; বিদেশে বসবাসরত ব্যক্তিরা ভারত থেকে কোনো শিশুকে ফস্টার কেয়ারে নিতে পারেন না।

ফস্টার কেয়ার পদ্ধতি
নিবন্ধন: 

পরিচয়পত্র, আয়ের উৎস ও মেডিকেল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় নথি 'ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট'-এ জমা দিয়ে আবেদন করতে হয়।

বাছাই ও নির্বাচন: 

DCPU আবেদন যাচাই করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠায় এবং শিশুর প্রয়োজন অনুযায়ী উপযুক্ত অভিভাবক নির্বাচন করা হয়।

হস্তান্তর: 

অনুমোদন মিললে অর্ডার জারি করে এবং অভিভাবকের প্রতিজ্ঞাপত্র নেওয়ার পর শিশুটিকে তাঁদের জিম্মায় দেওয়া হয়।
তদারকি: শিশুর সুস্থতা নিশ্চিত করতে প্রতি মাসে ঘরোয়া পরিদর্শন  করা হয়।

দত্তক গ্রহণ: 

শিশুটি আইনিভাবে মুক্ত থাকলে, দু বছর ফস্টার কেয়ারে থাকার পর স্থায়ীভাবে দত্তক নেওয়ার আবেদন করা যেতে পারে।
ফস্টার অ্যাডপশন বা পালক-দত্তক প্রক্রিয়া :
প্রথমে DCPU পালক-বাবা ও মায়ের পাশাপাশি, শিশুটির নিবন্ধন সম্পন্ন করে এবং প্রস্তাবটি SARA-র মাধ্যমে CARA-র কাছে পাঠায়। এরপর CARA পূর্ব-অনুমোদন দিলে প্রস্তাবটি পুনরায় রাজ্য ও জেলা দপ্তরে ফিরে আসে। সবশেষে DCPU জেলা শাসকের কাছে চূড়ান্ত আবেদন জমা দেয় এবং জেলা শাসক দত্তক গ্রহণের চূড়ান্ত আদেশ জারি করেন।

সুরক্ষাকবচ এবং স্বচ্ছতা: আইনি বিশ্বাসযোগ্যতা সুদৃঢ়করণ-CARA নিশ্চিত করে যে, প্রতিটি দত্তক প্রক্রিয়া কঠোর আইনি সুরক্ষা ও স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হয়:

আইনি কাঠামো: 

সমস্ত দত্তক প্রক্রিয়া জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং ২০২২
 সালের দত্তক বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়।

ডিজিটাল স্বচ্ছতা: 

CARINGS পোর্টালের মাধ্যমে তথ্য গোপনীয়তা বজায় রেখে স্বচ্ছভাবে শিশু নির্বাচন করা হয়।
নিয়মতান্ত্রিক ধাপ: নিবন্ধন, হোম স্টাডি, শিশু নির্বাচন এবং দত্তক-পরবর্তী তদারকি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন হয়।

আইনি বৈধতা: 

কেবল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি  কর্তৃক 'আইনিভাবে মুক্ত' ঘোষিত (অনাথ বা পরিত্যক্ত) শিশুদেরই দত্তক দেওয়া হয়।

নিরপেক্ষতা: 

জাতি বা ধর্মের পরিবর্তে আবেদনকারীর পছন্দ (রাজ্য, বয়স, লিঙ্গ) অনুযায়ী শিশু নির্বাচন করা হয়।

সময়সীমা: 

চাইল্ড ম্যানেজমেন্ট অফিসার ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেন এবং জেলা শাসক ৬০ দিনের মধ্যে চূড়ান্ত আদেশ জারি করেন।
শোষণ ও অবৈধ দত্তক বন্ধে CARA 
একটি নির্দিষ্ট ফি কাঠামো, ডিজিটাল স্বচ্ছতা এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে এবং কেবল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কর্তৃক 'আইনিভাবে মুক্ত' ঘোষিত শিশুদেরই দত্তক দেওয়া হয়। হিন্দু দত্তক ও রক্ষণাবেক্ষণ আইন বাদে 'কারা'-র নির্ধারিত প্রক্রিয়ার বাইরে সরাসরি বা ব্যক্তিগতভাবে শিশু দত্তক নেওয়া সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।
অতিরিক্ত প্রশাসনিক সুরক্ষাকবচ
তথ্য আপডেট: CARINGS পোর্টালে লগ-ইন করে আবেদনকারীরা নিজেরাই ঠিকানা পরিবর্তন ও পাসওয়ার্ড রিসেট করতে পারেন।
ট্র্যাকিং: নিজস্ব প্রোফাইল থেকে আবেদনের স্থিতি এবং সিনিয়রিটি সরাসরি দেখা যায়।
স্বচ্ছতা: CARINGS ড্যাশবোর্ডে দত্তক সংক্রান্ত যাবতীয় তথ্য সবার জন্য উন্মুক্ত।

আন্তর্জাতিক দত্তক গ্রহণ বিধিব্যবস্থা: 

বিশ্বজুড়ে পরিবারের মেলবন্ধন
আন্তর্জাতিক কনভেনশন মেনে 'কারা' দেশের পাশাপাশি, বিদেশেও শিশু দত্তক দেওয়ার প্রক্রিয়া পরিচালনা করে। এর মাধ্যমে বিশেষ চাহিদা-সম্পন্ন শিশু-সহ ভারতীয় শিশুরা বিদেশেও উপযুক্ত পরিবার খুঁজে পায়। পুরো বিষয়টি কঠোর সরকারি নজরদারিতে সম্পন্ন হয় যাতে শিশুর সর্বোত্তম সুরক্ষা ও স্বার্থ নিশ্চিত থাকে।
পদ্ধতির মূল উপাদানগুলি
প্রবাসী ভারতীয়,ওসিআই এবং বিদেশি নাগরিকদের নিজ দেশের অনুমোদিত সংস্থা বা দূতাবাসের মাধ্যমে নিবন্ধন করতে হয়, তবে, দত্তক নেওয়ার ক্ষেত্রে প্রবাসী ভারতীয় ও ওসিআইরা ভারতীয় নাগরিকদের সমান অগ্রাধিকার পান। প্রোফাইল দেখে শিশু নির্বাচনের জন্য ৯৬ ঘণ্টা সময় দেওয়া হয় এবং প্রয়োজনীয় নথি জমা থাকলে ১০ দিনের মধ্যে 'অনাপত্তি পত্র' প্রদান করা হয়। এছাড়া, দত্তক নেওয়ার পরবর্তী দুই বছর জুড়ে মোট ছ- বার বাধ্যতামূলক ফলো-আপের মাধ্যমে শিশুর সুস্থতা নিশ্চিত করা হয়, যা সম্পূর্ণভাবে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ২০১৫ এবং ২০২২-এর দত্তক বিধিমালা মেনে পরিচালিত হয়।

মনস্তাত্ত্বিক প্রতিবেদনের প্রয়োজনীয়তা:

মানসিক স্বাস্থ্য সংক্রান্ত এই প্রতিবেদনটি সরকারি বা বেসরকারি যে কোনো স্বীকৃত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে তৈরি করা যেতে পারে। এর জন্য নির্দিষ্ট কোনো ধরাবাঁধা ফরম্যাট বা ছক নেই, তবে, প্রতিবেদনটি এমন বিস্তারিত হওয়া প্রয়োজন যাতে আবেদনকারী দম্পতি বা ব্যক্তির একটি শিশুকে দত্তক নেওয়ার এবং সঠিকভাবে লালন-পালন করার মানসিক উপযুক্ততা স্পষ্টভাবে ফুটে ওঠে।
আন্তঃদেশীয় HAMA প্রক্রিয়া:
অনিবাসী ভারতীয় বা ওসিআই কার্ডধারীরা ১৯৫৬ সালের হিন্দু দত্তক ও রক্ষণাবেক্ষণ আইনের  অধীনেও বিদেশে শিশু দত্তক নিতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে তাঁর বর্তমান দেশের দত্তক সংস্থার মাধ্যমে 'কারা'-তে আবেদন করতে হয়। এরপর জেলা শিশু সুরক্ষা ইউনিট  আবেদনকারীর পারিবারিক পটভূমি যাচাই করে এবং জেলা শাসক সেই রিপোর্ট 'কারা'-কে পাঠান। সবশেষে, সংশ্লিষ্ট দেশটি হেগ কনভেনশন স্বাক্ষরকারী কি না, তার ভিত্তিতে 'কারা' একটি অনাপত্তি পত্র  বা সমর্থন পত্র জারি করে।

অভিভাবকত্ব বা কাস্টডি প্রক্রিয়া:

অনাপত্তি পত্র  পাওয়ার পর, বাবা-মা একটি অঙ্গীকারনামা জমা দিয়ে শিশুটিকে 'প্রাক-দত্তক ফস্টার কেয়ার'-এ (সাময়িকভাবে) নিজেদের কাছে নিতে পারেন। তবে, দত্তক গ্রহণের চূড়ান্ত আইনি আদেশ জারি হওয়ার পর এবং শিশুর পাসপোর্ট ও ভিসা তৈরি হয়ে গেলেই স্থায়ী অভিভাবকত্ব বা চূড়ান্ত কাস্টডি প্রদান করা হয়।

উপসংহার : সুরক্ষিত ভবিষ্যৎ এবং সুদৃঢ় পরিবারের একটি স্বপ্ন 

ভারতের দত্তক পরিকাঠামো মূলত একটি শিশু-কেন্দ্রিক ব্যবস্থা, যা অনাথ বা পরিত্যক্ত শিশুদের একটি স্নেহময় পরিবারে বেড়ে ওঠার সুযোগ করে দেয়। CARA, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং ২০২২ সালের দত্তক বিধিমালার মাধ্যমে সরকার একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি গড়ে তুলেছে, যা আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি সহজ করার পাশাপাশি শিশুদের সুরক্ষাও নিশ্চিত করে। লাগাতার সচেতনতার মাধ্যমে ভারত এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে দত্তক নেওয়া কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, নতুন জীবনের উদযাপন-ও - যেখানে প্রতিটি শিশুই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ভবিষ্যৎ সুরক্ষিত।

Click here to see pdf 

 

SSS/AS

(Backgrounder ID: 156542) आगंतुक पटल : 14
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Kannada , Malayalam
Link mygov.in
National Portal Of India
STQC Certificate