Social Welfare
এশিয়ান ইউথ গেমস ২০২৫
ভারতের যুব ক্রীড়াবিদদের রেকর্ডগড়া সাফল্য
Posted On:
26 NOV 2025 10:50AM
২৬ নভেম্বর ২০২৫
মূল বিষয়বস্তু
২০২৫ এশিয়ান ইউথ গেমসে ভারত তার সর্বকালের সেরা পারফরম্যান্স করেছে - মোট ৪৮-টি পদক (১৩ স্বর্ণ, ১৮ রৌপ্য, ১৭ ব্রোঞ্জ) জিতে ৪৫-টি দেশের মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে।
নারী ক্রীড়াবিদদের সংখ্যা পুরুষদের থেকে বেশি ছিল (১২২ বনাম ১০৭) এবং তারাই ভারতের মোট পদকের অর্ধেকের বেশি জিতেছে; স্বর্ণপদকের ৬৯.২৩% এসেছে নারী ক্রীড়াবিদদের ঝুলিতে।
বক্সিং, কুস্তি ও কাবাডি ভারতের সাফল্যের প্রধান শক্তি হিসেবে উদ্ভাসিত হয়েছে; কাবাডি প্রথমবার অংশ নিয়ে সোনা জিতেছে এবং ওয়েটলিফটিং-এ বিশ্ব যুব রেকর্ড সৃষ্টি হয়েছে।
এশিয়ান ইউথ গেমস: সূচনা ও বিবর্তন
অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (OCA)-এর তত্ত্বাবধানে গড়ে ওঠা এশিয়ান ইউথ গেমস (AYG) এশিয়ার উদীয়মান প্রতিভাদের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার পাশাপাশি, আরও বৃহৎ ক্রীড়া আসরের দিকে এগিয়ে যাওয়ার ধাপ হিসেবে কাজ করে। ২০১০ সালের সামার ইউথ অলিম্পিক আয়োজনে সিঙ্গাপুরের উদ্যোগ থেকেই এই গেমসের জন্ম, যেখানে খেলাধুলোকে কেন্দ্র করে যুব উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়া উৎকর্ষতা একত্রিত হয়েছে। ভারতের জন্য, এশিয়ান ইউথ গেমস কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যৎ অলিম্পিয়ান গড়ে তোলার জাতীয় অঙ্গীকারের প্রতীক।
এশিয়ান ইউথ গেমসে ভারতের জয়যাত্রা
ভারতের অংশগ্রহণের তিনটি আসরই দেশের ক্রীড়া পরিকাঠামো, কোচিং, স্কিম-ভিত্তিক সহায়তা ও গ্রাসরুট উন্নয়নের ধারাবাহিক অগ্রগতিকে সামনে আনে।
এশিয়ান ইউথ গেমস: সিঙ্গাপুর ২০০৯ (২৯ জুন – ৭ জুলাই, ২০০৯)
OCA-এর তথ্য অনুযায়ী, প্রথম আসরে নটি ক্রীড়ায় ১,৩২১ জন ক্রীড়াবিদ অংশ নেন। ভারত ১১-টি পদক জেতে - ৫ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৩ ব্রোঞ্জ - মোট তালিকায় ১১-তম স্থান অধিকার করে।
এশিয়ান ইউথ গেমস: নানজিং, চীন ২০১৩ (১৬–২৪ আগস্ট, ২০১৩)
দ্বিতীয় আসরে ১৬-টি খেলায় ২,৩১৪ জন ক্রীড়াবিদ অংশ নেন। ভারত জেতে ১৪-টি পদক - ৩ স্বর্ণ, ৪ রৌপ্য, ৭ ব্রোঞ্জ - এবং সামগ্রিকভাবে ১০ম স্থান অর্জন করে।
এশিয়ান ইউথ গেমস: মানামা, বাহরিন ২০২৫ (২২–৩১ অক্টোবর, ২০২৫)
বারো বছর পর ফিরে আসা এই আসরে ৪৫-টি দেশের ৪,০০০-এর বেশি ক্রীড়াবিদ ২৬-টি খেলায় অংশ নেন। ভারত তার সেরা সাফল্য অর্জন করে, ৪৮-টি পদক (১৩ স্বর্ণ, ১৮ রৌপ্য, ১৭ ব্রোঞ্জ) জিতে ষষ্ঠ স্থান অধিকার করে। মোট ২২৯ জন অ্যাথলিট, ১০৭ পুরুষ ও ১২২ নারী, এবং ৯০-জন কর্মকর্তা এই দুর্দান্ত সাফল্যের অংশীদার হন।
বিচ কুস্তি-এ ভারত সর্বোচ্চ পদক জিতে (৩ স্বর্ণ, ২ রৌপ্য), আর কুস্তি-এ আসে ৩ স্বর্ণ, ২ রৌপ্য ও ২ ব্রোঞ্জ।
এশিয়ান ইউথ গেমস ২০২৫: লিঙ্গ-সমতা ও অংশগ্রহণ
এই আসরে ভারতের অংশগ্রহণের অন্যতম উজ্জ্বল দিক ছিল দলের লিঙ্গ-সমতা। মোট ১২২ জন নারী ও ১০৭ জন পুরুষ ক্রীড়াবিদ, যা বড় আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতায় একটি বিরল সুষম উপস্থিতি। নারীরা ভারতের মোট পদকের অর্ধেকেরও বেশি এবং স্বর্ণপদকের ৬৯.২৩% জিতেছে। এটি ভারতের নারী ক্রীড়াবিদদের উত্থান ও ধারাবাহিক সহায়তার শক্তিশালী প্রমাণ।
উল্লেখযোগ্য তথ্য: ৭৭ জন পদকজয়ী অ্যাথলিটের মধ্যে ৪৬ জন নারী, ও ৩১ জন পুরুষ।
সরকারি স্বীকৃতি ও সহায়তা
ভারতের এই ঐতিহাসিক সাফল্যে সর্বোচ্চ পর্যায় থেকে অভিনন্দন জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা:
“এশিয়ান ইউথ গেমস ২০২৫-এ ভারতীয় যুব ক্রীড়াবিদদের সর্বকালের সেরা সাফল্য ইতিহাস রচনা করেছে। মোট ৪৮-টি পদক জয়, প্রতিটি ক্রীড়াবিদের আবেগ, পরিশ্রম ও দৃঢ় সংকল্পের প্রমাণ। তাদের ভবিষ্যতের জন্য রইল শুভেচ্ছা।”
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ক্রীড়াবিদ ও কোচদের নগদ পুরস্কার ঘোষণা করে:
স্বর্ণপদক জয়ী: ৫ লাখ টাকা
রৌপ্যপদক জয়ী: ৩ লাখ টাকা
ব্রোঞ্জপদক জয়ী: ২ লাখ টাকা
চতুর্থ স্থান: ৫০ হাজার টাকা
পদকজয়ী ক্রীড়াবিদদের কোচ: ১ লাখ টাকা
ছেলে ও মেয়েদের কাবাডি দল: ১০ লাখ টাকা করে
উপসংহার
২০২৫ এশিয়ান ইউথ গেমসে ভারতের রেকর্ডগড়া ৪৮-টি পদক কেবল পরিসংখ্যানগত উন্নতি নয়, এটি দেশের যুব ক্রীড়া ব্যবস্থার সার্বিক রূপান্তর, উন্নত পরিকাঠামো, দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ, ক্রীড়াবিদ-সহায়তা স্কিম এবং প্রতিযোগিতামূলক মানসিকতার প্রতিফলন। ২০২৯ সালের উজবেকিস্তান আসরে ভারতের আরও উন্নয়ন সম্ভবই নয়, প্রত্যাশিত। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া, TOPS ডেভেলপমেন্ট ও জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলির সমন্বিত সহায়তায় ভারত এক শক্তিশালী, ধারাবাহিক এবং ভবিষ্যতমুখী কর্মপরিবেশ গড়ে তুলেছে, যা আগামী বছরগুলোতে আরও বড় সাফল্যের পথ প্রশস্ত করবে।
Asian Youth Games 2025
*****
SSS/SS
(Explainer ID: 156214)
आगंतुक पटल : 44
Provide suggestions / comments