• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Social Welfare

প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহর ২.০

Posted On: 17 SEP 2025 11:52AM

১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

মূল বিষয়বস্তু:

প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহর ২.০’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশ জুড়ে ১৭ সেপ্টেম্বর, ২০২৫ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহর আবাস দিবস অঙ্গীকার শীর্ষক প্রচারাভিযানের সূচনা হয়েছে।

এই প্রচারাভিযানের আওতায় ৫ হাজারটিরও বেশি পৌরসভায় বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে। আয়োজন করা হবে বিভিন্ন শিবির ও অনুষ্ঠানের।

এই প্রকল্পের আওতায় অতিরিক্ত ১.৪৭ লক্ষ পাকা বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। এরফলে, মোট অনুমোদিত বাড়ির সংখ্যা হ’ল ৮.৫৬ লক্ষ। তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য আবাসন নির্মাণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

 

অঙ্গীকার ২০২৫ :

চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সরকার দেশব্যাপী অঙ্গীকার প্রচারাভিযান চালায়। সবার জন্য আবাসনের প্রতিশ্রুতিকে ঘরে ঘরে নিয়ে যাওয়া হয়। একে শুধু সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে এক জনআন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করা হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের প্রথম পর্যায় শুরু হয়েছিল ২০১৫ সালে। দরিদ্র মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী, পাকা বাড়ি নির্মাণ করে দেওয়াই এর উদ্দেশ্য ছিল। প্রথম সংস্করণের প্রতিশ্রুতি ছিল সবার জন্য আবাসন। এর দ্বিতীয় সংস্করণের সূচনা হয় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। এবারের প্রতিশ্রুতি কোনও পরিবার যেন বাদ না যায়।

 

প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের দ্বিতীয় সংস্করণে লক্ষ্য হ’ল অনুমোদিত ২০ লক্ষ বাড়ি নির্মাণ সম্পন্ন করা। এক্ষেত্রে সাফাই কর্মচারী, পথ বিক্রেতা (পিএম স্বনিধির আওতায়), কারিগর (পিএম বিশ্বকর্মার আওতায়), অঙ্গনওয়াড়ি কর্মী, নির্মাণ কর্মী এবং বস্তি এলাকায় বসবাসকারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নির্মিত বাড়িগুলিতে পিএম সূর্যঘর প্রকল্পের আওতায় সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বাড়ির জন্য গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য খোলা হয়েছে সংযুক্ত ওয়েব পোর্টাল। অনুমোদনপ্রাপ্ত বাড়িগুলির মালিকদের জন্য সহজ শর্তে ঋণদানের ব্যবস্থা করা হয়েছে।

 

পিএম আবাস মেলা - শেহরি:

পিএম আবাস যোজনার দ্বিতীয় সংস্করণের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে ১৭-২৭ সেপ্টেম্বর পিএম আবাস মেলা শেহরির আয়োজন করা হয়েছে। এতে এই উদ্যোগ সম্পর্কিত যাবতীয় তথ্য জানাতে হেল্প ডেস্ক ও কিয়স্ক গড়ে তোলা হবে। ঘটনাস্থলেই কাগজপত্র যাচাই করে নথিভুক্তির ব্যবস্থা থাকবে। পিএম সূর্যঘর যোজনার সুবিধা দিতে বিশেষ শিবিরের আয়োজন করা হবে। গৃহ ঋণের জন্য আয়োজন করা হবে ঋণ মেলার। থাকবে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যুইজ, সেলফি বুথ ও সাংস্কৃতিক উপস্থাপনার আয়োজন করা হবে।

 

প্রধানমন্ত্রী আবাস যোজনার বিস্তার:

এ পর্যন্ত এই যোজনায় ১.২ কোটিরও বেশি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৯৪ লক্ষ বাড়ীর নির্মাণ কাজ শেষ করে প্রাপকের হাতে তুলে দেওয়া হয়েছে। যোজনার দ্বিতীয় সংস্করণে সরকার ১ কোটি শহুরে পরিবারের বাড়ি নির্মাণের অঙ্গীকার করেছে।

 

যোগ্যতার শর্ত:

এই যোজনায় আবেদন জানাতে হলে সংশ্লিষ্ট পরিবারের দেশের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। তাঁদের দুর্বলতর শ্রেণী, নিম্ন আয়ভুক্ত অথবা মধ্যম আয়ভুক্ত শ্রেণীর অন্তর্গত হতে হবে। বিধবা, একাকী মহিলা, প্রবীণ নাগরিক, রূপান্তরকামী, এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, সাফাই কর্মচারী, পথ বিক্রেতা, কারিগর, অঙ্গনওয়াড়ি, নির্মাণ কর্মী এবং বস্তিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব আবেদনকারীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক।

 

 

তথ্যসূত্র:

আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক:

 

 

 

 

SC/SD/SB

(Backgrounder ID: 155438) Visitor Counter : 7
Provide suggestions / comments
Link mygov.in
National Portal Of India
STQC Certificate