• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Social Welfare

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস

Posted On: 09 SEP 2025 7:06PM

৯ সেপ্টেম্বর,  ২০২৫

গুরুত্বপূর্ণ কিছু বিষয়

  • বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস (১০ সেপ্টেম্বর) : আত্মহত্যা প্রতিরোধ করতে বিশ্ব জুড়ে সচেতনতা গড়ে তোলার জন্য এই দিনটি পালন করা হয়। এর জন্য একটি সমন্বিত উদ্যোগ গড়ে তোলা এই দিনটি পালনের আরেকটি উদ্দেশ্য।
  • ভারতে আত্মহত্যা প্রতিরোধের জন্য প্রথম জাতীয় কৌশল (২০২২) : আত্মহত্যার হার ২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে বহুস্তরীয় এই কৌশল গ্রহণ করা হয়েছে।
  • জাতীয় স্তরে বিভিন্ন উদ্যোগ : টেলি – মানস (টেলি মেন্টাল হেলথ অ্যাসিসটেন্স অ্যান্ড নেটওয়ার্কিং অ্যাক্রস স্টেটস), ডিএমএইচপি (ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম), আরকেএসকে (রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম) এবং মনোদর্পণের মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। এক্ষেত্রে হেল্পলাইনের ব্যবস্থা করা ছাড়াও স্কুল ভিত্তিক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কি ?

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন (আইএএসপি)- এর উদ্যোগে ২০০৩ সাল থেকে এই দিনটি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কর্মসূচি পালন করে। সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা এই দিনে একটি বার্তাই প্রচার করে : আত্মহত্যাকে কিভাবে প্রতিহত করা যায়। ২০২৪-২৬ সময়কালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের ভাবনা – “আত্মহত্যা সম্পর্কে ধারণার পরিবর্তন”। এই ভাবনার মধ্যে দিয়ে আত্মহত্যাকে কেন্দ্র করে যে আতঙ্ক এবং অপবাদের তকমা রয়েছে সেগুলি দূর করা চেষ্টা করা হয়।

 

২০২১ সালের হিসেব অনুসারে প্রতিবছর সারা পৃথিবীতে ৭,২৭,০০০ জন আত্মহত্যা করেন। প্রত্যেকটি মৃত্যুর পিছনে প্রায় ২০ বার আত্মহত্যার চেষ্টা করা হয়। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর ক্ষেত্রে আত্মহত্যা অন্যতম কারণ। এক্ষেত্রে বিশ্ব জুড়ে একটি সর্বাঙ্গীন কৌশল গ্রহণ করা উচিত।     

 

তথ্যসূত্র :

পিআইবি

 

শিক্ষামন্ত্রক

দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো

Internation Association for Suicide Prevention

বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc202599632001.pdf

 

 SSS/CB /SG

(Backgrounder ID: 155419) Visitor Counter : 10
Provide suggestions / comments
Link mygov.in
National Portal Of India
STQC Certificate