• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Farmer's Welfare

জলসম্পদের উন্নয়ন : ৫ বছর ধরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে রেকর্ড পরিমাণ মৎস্যচাষ, রপ্তানি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বাঙ্গীন ও সুস্থায়ী উন্নয়ন

Posted On: 09 SEP 2025 3:38PM

৯ সেপ্টেম্বর,  ২০২৫

সূচনা :

সমস্যাকে সুযোগে রূপান্তরিত করা

প্রধানমন্ত্রী স্য সম্পদ যোজনা ২০২০-র ১০ সেপ্টেম্বর শুরু হয়। ৫ বছর পর এই প্রকল্প মস্য চাষের সঙ্গে সংশ্লিষ্ট সকলের কল্যাণে কাজ করে চলেছে। উৎপাদন এবং ৎপাদনশীলতার মধ্যে ব্যবধান দূর করতে সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে এই যোজনা সহায়ক হয়েছে। প্রযুক্তির প্রয়োগ এবং মাছ চাষের পর ৎপাদিত মাছ বাজারে পৌঁছে দিতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে সহায়ক হয়েছে এই প্রকল্প। গত ৫ বছর ধরে এই যোজনা দেশজুড়ে বিভিন্ন সাফল্য গাঁথা রচনা করেছে। উত্তরাখণ্ডের উধমসিং নগরে কপিল তালোয়ারের সাফল্যের কাহিনী এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনুপ্রাণিত করবে।  

তথ্যসূত্র :

রাষ্ট্রীয় মস্য উন্নয়ন পর্ষদ

স্য ও পশুপালন এবং দোহ মন্ত্রক

পিআইবি প্রেস বিজ্ঞপ্তি

PIB Backgrounder

 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc202599631401.pdf

 

SSS/CB /SG

(Backgrounder ID: 155410) Visitor Counter : 12
Provide suggestions / comments
Link mygov.in
National Portal Of India
STQC Certificate