• Skip to Content
  • Sitemap
  • Advance Search
Social Welfare

ভারতের স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে প্রসার

Posted On: 27 SEP 2025 11:29AM

২৭ সেপ্টেম্বর ২০২৫

 

গুরুত্বপূর্ণ বিষয় 

২৪শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে মন্ত্রিসভার বৈঠকে ১৫,০৩৪ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ১০,০২৩টি নতুন মেডিকেল আসন অনুমোদন করা হয়, যা দেশে ৭৫,০০০ মেডিকেল আসন তৈরির লক্ষ্যে একটি পদক্ষেপ। 

মেডিকেল কলেজের সংখ্যা ২০১৩-১৪ সালে ৩৮৭টি থেকে দ্বিগুণ হয়ে ২০২৫-২৬ সালে ৮০৮টিতে পরিণত হয়েছে, স্নাতক আসন ১৪১% এবং স্নাতকোত্তর আসন ১৪৪% বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালের নতুন নিয়মকানুন অভিজ্ঞ সরকারি বিশেষজ্ঞদের বাধ্যতামূলক আবাসিক প্রয়োজনীয়তা ছাড়াই অধ্যাপক হওয়ার অনুমতি দেয়।

এই উদ্যোগটি বিশেষভাবে সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলিকে লক্ষ্য করে ভারতকে সুলভ মূল্যে স্বাস্থ্য পরিসেবার একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে তুলে ধরে। 


ভূমিকা

১৪০ কোটি জনসংখ্যা সম্পন্ন ভারতে সর্বজনীন স্বাস্থ্য পরিসেবা সুনিশ্চিত করা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রত্যন্ত জনজাতি এলাকা এবং গ্রামে বসবাসকারী অসংখ্য মানুষ পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত ডাক্তার এবং বিশেষজ্ঞ না থাকার ফলে মানসম্পন্ন স্বাস্থ্য পরিসেবা থেকে বঞ্চিত।

এই গুরুত্বপূর্ণ ব্যবধানটি স্বীকার করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার চিকিৎসা শিক্ষার পরিকাঠামোর অভূতপূর্ব সম্প্রসারণ শুরু করেছে। ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, কেন্দ্রীয় মন্ত্রিসভা বর্তমান সরকারি কলেজ এবং হাসপাতালগুলিতে ১০,০০০-এরও বেশি নতুন মেডিকেল আসন যুক্ত করার একটি যুগান্তকারী উদ্যোগ অনুমোদন করে, যা চার বছরে ১৫,০৩৪ কোটি টাকার কৌশলগত বিনিয়োগের প্রতিনিধিত্ব করে। এই উচ্চাভিলাষী পদক্ষেপটি আগামী পাঁচ বছরের মধ্যে ৭৫,০০০ অতিরিক্ত মেডিকেল আসন তৈরির একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গির অঙ্গ।

“কেন্দ্রীয় ‘স্পনসরড স্কিম’-এর তৃতীয় ধাপের অনুমোদনের ফলে উল্লেখযোগ্য পরিমাণে পিজি এবং ইউজি মেডিকেল আসন যুক্ত হবে। এটি আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি করবে এবং মেডিকেল শিক্ষার পরিকাঠামো উন্নত করবে। এটি ভারতের প্রতিটি অংশে দক্ষ ডাক্তারের সহজলভ্যতা সুনিশ্চিত করবে।”

– প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (২৪শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখের এক পোস্টে)


গত দশকে দেশ তার স্বাস্থ্য পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেছে, তবুও চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাচ্ছে।

মেডিকেল আসন বৃদ্ধি 

১৪০ কোটি মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্য পরিসেবাকে ব্যবহারযোগ্য করে তোলা মানসম্পন্ন দক্ষ  কর্মীবাহিনীর উপর নির্ভর করে।

সকলের জন্য—বিশেষ করে গ্রামীণ, জনজাতি এবং দুর্গম অঞ্চলে বসবাসকারীদের জন্য—মানসম্মত স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে, প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৮-২৯ সালের মধ্যে বর্তমান সরকারি কলেজ ও হাসপাতালগুলিতে অতিরিক্ত ৫,০০০ স্নাতকোত্তর এবং ৫,০২৩ স্নাতক মেডিকেল আসন অনুমোদন করেছে।

এই সম্প্রসারণের জন্য ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ সময়কাল জুড়ে মোট বিনিয়োগ করা হবে ১৫,০৩৪ কোটি টাকা। এর মধ্যে ৬৮.৫%, অর্থাৎ ১০,৩০৩.২০ কোটি টাকা কেন্দ্রীয় সরকার তহবিল দেবে, বাকি ৪,৭৩১.৩০ কোটি টাকা রাজ্যগুলি দেবে। প্রত্যেক আসনের জন্য বিনিয়োগ হবে ১.৫ কোটি টাকা।

প্রধানমন্ত্রী মোদী আগামী পাঁচ বছরে ৭৫,০০০ অতিরিক্ত মেডিকেল আসনের স্বপ্ন দেখেছেন এবং ২৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে এই নতুন অনুমোদন সেই লক্ষ্য পূরণের জন্য একটি পদক্ষেপ।


সুবিধা এবং প্রভাব

দক্ষ চিকিৎসা কর্মী, বিশেষ করে বিশেষজ্ঞদের উপস্থিতির ফলে সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলি উপকৃত হবে। বর্তমান পরিকাঠামো ব্যবহার সুলভ এবং কর্মীবাহিনীর সুষম আঞ্চলিক বন্টনকে উৎসাহিত করে।

অন্যান্য সুবিধা এবং প্রভাবগুলি হল:

উচ্চাকাঙ্ক্ষী চিকিৎসা শিক্ষার্থীরা ভারতে আরও চিকিৎসা শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

চিকিৎসা শিক্ষার মান উন্নত হবে এবং বিশ্বব্যাপী মান পূরণ করবে।

আরও ডাক্তার এবং বিশেষজ্ঞের মাধ্যমে ভারত সুলভমূল্যের স্বাস্থ্যসেবা প্রদানের একটি প্রধান গন্তব্য হয়ে উঠতে পারে এবং এ থেকে বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব হবে। 

সুবিধাবঞ্চিত গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ সুলভ স্বাস্থ্য পরিসেবা পাবে।

প্রত্যক্ষ ও পরোক্ষ নতুন কর্মসংস্থান হবে (ডাক্তার, চিকিৎসা কেন্দ্র, প্যারামেডিক্যাল কর্মী, গবেষক, প্রশাসক এবং সহায়তা পরিষেবা)।

উন্নত স্বাস্থ্য পরিসেবা ব্যবহারের মাধ্যমে ভারতের আর্থ-সামাজিক উন্নয়ন শক্তিশালী হবে।

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে স্বাস্থ্যসেবা পরিকাঠামো সমানভাবে বিতরণ করা হবে।


ভারতের সমৃদ্ধ চিকিৎসা পরিকাঠামো

ভারতে সর্বাধিক সংখ্যক মেডিকেল কলেজ রয়েছে (৮০৮) এবং বছরের পর বছর ধরে দেশের সরকার চিকিৎসা শিক্ষা পরিকাঠামো সম্প্রসারণ করে আসছে।

আজ ১,২৩,৭০০টি এমবিবিএস (ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি) আসন রয়েছে। গত দশকে, ৬৯,৩৫২টি আসন যুক্ত হয়েছে, যা ১২৭% বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে ৪৩,০৪১টি স্নাতকোত্তর আসন যুক্ত হয়েছে, যা ১৪৩% বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় ২২টি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) অনুমোদিত হয়েছে, যার লক্ষ্য সকল মানুষ এবং অঞ্চলের জন্য সুলভ মূল্যের নির্ভরযোগ্য উচ্চতর স্বাস্থ্যসেবা ব্যবহারযোগ্য করে তোলা এবং দেশে চিকিৎসা শিক্ষার মান উন্নত করা।

নতুন চিকিৎসাকেন্দ্র সংযোজনকে সহজতর করার জন্য, জাতীয় চিকিৎসা কমিশন জুলাই মাসে মেডিকেল প্রতিষ্ঠান (প্রতিষ্ঠানের যোগ্যতা) নিয়মাবলী, ২০২৫ সম্পর্কে অবহিত করেছে।

এই নিয়মগুলি যোগ্য স্বাস্থ্য কেন্দ্রের তালিকাকে সমৃদ্ধ করার জন্য, ভারত জুড়ে মেডিকেল কলেজগুলিতে স্নাতক (এমবিবিএস) এবং স্নাতকোত্তর (এমডি/এমএস) আসন সম্প্রসারণকে সহজতর করতে এবং আগামী পাঁচ বছরে ৭৫,০০০ নতুন মেডিকেল আসনের লক্ষ্য পূরণ করতে রচনা করা হয়েছে।


নতুন নিয়মাবলী দ্বারা প্রবর্তিত কিছু গুরুত্বপূর্ণ সংস্কার হল:

২২০+ শয্যা বিশিষ্ট অশিক্ষণীয় সরকারি হাসপাতালগুলিকে এখন শিক্ষাদান প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করা যেতে পারে।

১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিদ্যমান বিশেষজ্ঞদের সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ করা যেতে পারে এবং ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ করা যেতে পারে - বাধ্যতামূলক সিনিয়র রেসিডেন্সি ছাড়াই - যদি তারা দুই বছরের মধ্যে বায়োমেডিকেল রিসার্চের বেসিক কোর্স (বিসিবিআর) সম্পন্ন করে।

এনবিইএমএস-স্বীকৃত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র পরামর্শদাতারা অধ্যাপক পদের জন্য যোগ্য।

নতুন সরকারি মেডিকেল কলেজগুলিকে এখন একসঙ্গে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স শুরু করার অনুমতি দেওয়া হয়েছে, যার ফলে স্বাস্থ্যসেবা পেশাদার এবং শিক্ষকতা অনুষদের উৎপাদন ত্বরান্বিত হবে।
অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি ছাড়াও, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি বিভাগগুলি এখন এমএসসি-পিএইচডি যোগ্যতাসম্পন্ন গবেষক নিয়োগ করতে পারে।

বর্তমানে বিস্তৃত বিশেষায়িত বিভাগে কর্মরত সুপার স্পেশালিটি যোগ্যতাসম্পন্ন গবেষকদের সংশ্লিষ্ট সুপার স্পেশালিটি বিভাগে আনুষ্ঠানিকভাবে গবেষক হিসেবে মনোনীত করা যেতে পারে।


উপসংহার

সাম্প্রতিক ১০,০২৩টি অতিরিক্ত মেডিকেল আসনের অনুমোদন ভারতকে সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের লক্ষ্যে আরেকটি পদক্ষেপ, আর এটি গত এক দশকে সরকারের বিভিন্ন উদ্যোগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসেবা পেশাদারদের, বিশেষ করে সুবিধাবঞ্চিত গ্রামীণ ও উপজাতি সম্প্রদায়ের, গুরুতর ঘাটতি পূরণের প্রতিশ্রুতি প্রদর্শন করে, যার ফলে ভারতকে একটি বিশ্বব্যাপী চিকিৎসা কেন্দ্রে পরিণত করা হবে।

এর প্রভাব নিবিড় ও সুদূরপ্রসারী হবে; উন্নত চিকিৎসা শিক্ষার মান, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, ঐতিহাসিকভাবে মানসম্পন্ন চিকিৎসা পরিসেবার অভাবে বিপন্ন  কোটি কোটি নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত হবে।

তথ্য সূত্র -


বিস্তারিত তথ্য দেখতে এই লিঙ্কটি দেখুন -

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc2025927648601.pdf

 

SSS/SB/AS

(Backgrounder ID: 155398) Visitor Counter : 4
Provide suggestions / comments
Read this release in: English , हिन्दी
Link mygov.in
National Portal Of India
STQC Certificate