Economy
কর্মশক্তি গঠন: ভারতে ৬ বছরে প্রায় ১৭ কোটি নতুন চাকরি হয়েছে
Posted On:
07 OCT 2025 5:00PM
৪ অক্টোবর, ২০২৫
👷 চাকরির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে – কর্মসংস্থান: ৬৪.৩৩ কোটি (২০২৩-২৪) বনাম ৪৭.৫ কোটি (২০১৭-১৮), এর মধ্যে ১৬.৮ কোটি নতুন চাকরি হয়েছে।
💼 আনুষ্ঠানিকীকরণ বৃদ্ধি পাচ্ছে – ২০২৪-২৫ সালে ১.২৯+ কোটি নতুন ইপিএফও গ্রাহক; ২০২৫ সালের জুলাই মাসে নারী ~২.৮ লক্ষ।
👩💼 নারী নেতৃত্ব - ২০২৫ সালের আগস্টে নারী ডব্লিউপিআর ৩২.০% বেড়ে ৩৩.৭% হয়েছে।
🛠️ ক্ষেত্রভিত্তিক প্রবৃদ্ধি – কৃষি গ্রামীণ চাকরির উপর প্রাধান্য বিস্তার করে; উচ্চশিক্ষা, প্রযুক্তি, স্টার্টআপ, জিসিসি এবং গিগ অর্থনীতি শহুরে কর্মসংস্থানকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
📊 বেকারত্ব কমেছে – ২০১৭-১৮ সালে ৬.০% থেকে ২০২৩-২৪ সালে ৩.২%।



🎯 সরকারি উৎসাহ– স্কিল ইন্ডিয়া, রোজগার মেলা, ইএলআই, পিএম বিকশিত ভারত, মিশন শক্তি ও লক্ষপতি দিদির মতো নারী-কেন্দ্রিক প্রকল্পগুলি চাকরির বাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে
✅ ক্রমবর্ধমান চাকরি, মজুরি, মহিলাদের অন্তর্ভুক্তি এবং ঐতিহ্যবাহী ও নতুন ক্ষেত্রে প্রবৃদ্ধির সঙ্গে ভারত বিশ্বব্যাপী কর্মসংস্থানের পাওয়ার হাউস হয়ে উঠছে!
তথ্যসূত্র :
PIB Archives
Directorate General of Employment (DGE) India website
Indian Labour Statistics websites
Ministry of Statistics and Programme Implementation website
Ministry of Skill Development and Entrepreneurship
Ministry of Labour& Employment
Ministry of Commerce & Industry
PM India website/ PMO
Rajya Sabha website
DD news website
World Economic Forum report
International LabourOrganisation
Niti Aayog
বিস্তারিত জানতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc2025104656801.pdf
SSS/SB/DM
(Explainer ID: 155387)
आगंतुक पटल : 46
Provide suggestions / comments