Infrastructure
ভারতের সেতু: প্রতিকূলতার মাঝেও সফল স্থাপত্যকীর্তি
Posted On:
20 DEC 2025 1:10PM
২০ ডিসেম্বর, ২০২৫
ভারতের সেতুগুলি কেবল পরিকাঠামো নয়, দেশের প্রকৌশলী দক্ষতা ও সাহসী সংকল্পের প্রতীক-ও বটে। উত্তাল নদী, গভীর গিরিখাত ও অশান্ত সমুদ্রের উপর নির্মিত এই সেতুগুলি শহর ও গ্রামাঞ্চলকে যুক্ত করার পাশাপাশি, মানুষ, তাদের সংস্কৃতি ও অর্থনীতিকেও একসূত্রে বেঁধেছে। দূরত্ব কমিয়ে, দুর্গম এলাকায় পৌঁছনোর পথ খুলে দিয়ে এবং প্রকৃতির কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সেতুগুলি দৈনন্দিন জীবনে নীরবে গভীর প্রভাব ফেলে চলেছে।
ভারতের সংযোগ ব্যবস্থায় গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করা সেতুগুলি
এই অংশে তুলে ধরা হয়েছে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুর কথা, যেগুলি ভারতের পরিকাঠামোগত উন্নয়নের ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রতিফলন। এই সেতুগুলি যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি, বাণিজ্য, পর্যটন, কৌশলগত যোগাযোগ ব্যাবস্থা এবং আঞ্চলিক সংযোগকে শক্তিশালী করেছে।
অটল বিহারী বাজপেয়ী সেওরি–নহভা সেবা অটল সেতু (মুম্বই ট্রান্স হারবার লিংক)
অটল সেতু মুম্বইএর শহুরে যাতায়াতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। ভারতের দীর্ঘতম সমুদ্রসেতু হিসেবে এটি যানজট কমিয়েছে, যাত্রার সময় হ্রাস করেছে এবং যাত্রীদের নিরাপত্তা বাড়িয়েছে। উন্নত নির্মাণ ও সুরক্ষিত প্রযুক্তিতে নির্মিত এই সেতু পর্যটন, শিল্প ও বাণিজ্যিক যোগাযোগকে আরও মজবুত করে স্থানীয় অর্থনীতির বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, এমনকি কোভিড-১৯ অতিমারীর চ্যালেঞ্জের মধ্যেও প্রকল্পটি সময়মতো সম্পন্ন হয়েছে।

চেনাব সেতু
বিশ্বের সর্বোচ্চ গোলাকার খিলানযুক্ত রেলওয়ে সেতু হিসেবে চেনাব সেতু ভারতের প্রকৌশল ক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত। কঠিন ভৌগোলিক অবস্থা ও চরম আবহাওয়ার মধ্যেও নির্মিত এই সেতু আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। এটি উধমপুর–শ্রীনগর–বারামুলা রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জম্মু ও কাশ্মীরে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে এবং একই সঙ্গে একটি কৌশলগত ও পর্যটন আকর্ষণ স্থল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
নতুন পামবান সেতু
ভারতের প্রথম উলম্ব উত্তোলনে সক্ষম রেলওয়ে সমুদ্রসেতু হিসেবে নতুন পামবান সেতু আধুনিক ভারতীয় পরিকাঠামোর এক গর্বের নিদর্শন। রামেশ্বরমকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই সেতুতে এমন ব্যবস্থা রয়েছে যাতে জাহাজ চলাচলের সময় রেল চলাচল ব্যাহত না হয়। প্রতিকূল সমুদ্র পরিস্থিতিতে দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে নির্মিত এই সেতু ভবিষ্যৎ সম্প্রসারণের জন্যও প্রস্তুত।
ধোলা–সাদিয়া সেতু (ভূপেন হাজারিকা সেতু)
ধোলা–সাদিয়া সেতু অসম ও অরুণাচল প্রদেশের মধ্যে প্রথম স্থায়ী সড়ক সংযোগ গড়ে তুলেছে। ভারী সামরিক যান পরিবহনে সক্ষম এই উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ, যান চলাচল ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অঞ্জি খাদ সেতু
ভারতের প্রথম কেবল-স্টেড রেলওয়ে সেতু হিসেবে অঞ্জি খাদ সেতু হিমালয় অঞ্চলের এক অনন্য স্থাপত্যকীর্তি। অত্যন্ত দুর্গম ভূপ্রকৃতিতে নির্মিত এই সেতু ভূমিকম্প প্রতিরোধী এবং প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত উন্নত। এটি কাশ্মীর উপত্যকার রেল সংযোগকে শক্তিশালী করে আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনাকে আরও প্রসারিত করবে।

উপসংহার
ভারতের সেতুগুলি কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং জাতির অগ্রগতির প্রতীক। ব্রহ্মপুত্র ও গঙ্গার উপর নির্মিত রেল-সড়ক সেতু থেকে শুরু করে আধুনিক সমুদ্র ও পাহাড়ি সেতু—প্রতিটি নির্মাণ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই সেতুগুলি অর্থনীতি বদলাচ্ছে, মানচিত্র নতুন করে আঁকছে এবং মানুষের জীবনধারাকে রূপান্তরিত করছে।
তথ্যসূত্র
Ministry of Railways
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118895
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119836
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2153252®=3&lang=2
Ministry of Road Transport and Highways
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1990763®=3&lang=2
Prime Minister's Office
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1995649
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2134513
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118700
Press Information Bureau
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154553&ModuleId=3
Other Links
https://mmrda.maharashtra.gov.in/en/projects/transport/mumbai-trans-harbour-link/overview
https://tinsukia.assam.gov.in/tourist-place-detail/275
https://dibrugarh.assam.gov.in/tourist-place-detail/276
https://morth.nic.in/sites/default/files/PragatiKiNayiGati/assam/files/assets/common/downloads/MAKING%20ASSAM%20ACCESSIBLE.pdf
https://www.iricen.gov.in/iricen/ipwe_seminar/2017/Nov%202023%20Vol-2/Construction%20of%20Central%20Embankment.pdf
Click here to see pdf
*
SSS/PK
(Features ID: 156603)
आगंतुक पटल : 15
Provide suggestions / comments