জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

মাসকটে পৌঁছালো আইএনএসভি কৌনডিন্য, ভারত ও ওমানের মধ্যে ৫০০০ বছরের পুরনো সামুদ্রিক বাণিজ্যের সম্পর্কের পুনরুদ্ধার

प्रविष्टि तिथि: 14 JAN 2026 7:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৬


ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএসভি কৌনডিন্য, পোরবন্দর থেকে সফলভাবে ওমানের রাজধানী মাসকটে পৌঁছেছে। এটি এই জাহাজের প্রথম নৌ যাত্রা। এর মধ্যে দিয়ে ভারত ও ওমানের মধ্যে সমুদ্র যাত্রার ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়া হল। মাসকটে সুলতান কাবোস বন্দরে জাহাজের সদস্যের স্বাগত জানান কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোওয়াল। এই জাহাজটি নির্মাণে ভারতের প্রাচীন যু্গের পন্থাপদ্ধতি অবলম্বন করা হয়েছে। কৌনডিন্যর এই সমুদ্র যাত্রার ফলে ৫০০০ বছরের পুরনো সামুদ্রিক বাণিজ্যের বিষয়টি সামনে এসেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই নৌযাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ।  


এই উপলক্ষে আয়োজিত এ্ক অনুষ্ঠানে শ্রী সোনোওয়াল বলেন, এই অনুষ্ঠান শুধু সমুদ্র যাত্রার উদযাপনই নয়, এর মধ্যে দিয়ে দুই সভ্যতার গভীর বন্ধনও প্রকাশিত হচ্ছে। পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে ভারত ও ওমানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যে ইতিহাস রয়েছে, মাসকটে সেলাই করা জাহাজ পৌঁছানোর মধ্যে দিয়ে তা আবারও স্মরণ করা হল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দূরদর্শী নেতৃত্বের এক আদর্শ উদাহরণ আইএনএসভি কৌনডিন্য। শ্রী মোদী ভারতের প্রাচীন জাহাজ নির্মাণ শিল্পকে পুনরুদ্ধারের যে সংকল্প নিয়েছিলেন সেই সম্পর্ক বাস্তবায়িত হল। পঞ্চম শতাব্দীতে অজন্তা গুহায় চিত্রিত এক জাহাজের ছবি দেখে কৌনডিন্য-র নকশা তৈরি করা হয়। পেরেক এবং ধাতুর মাধ্যমে আধুনিক পদ্ধতিতে জাহাজ তৈরি না করে ভারতের প্রাচীন পদ্ধতি অনুসরণ করে এটি নির্মিত হয়েছে। এক্ষেত্রে প্রত্নতত্ত্ববিদ, নৌ স্থপতি সহ অন্যান্যদের সহায়তা দেওয়া হয়েছে।  

জাহাজটি ওমানে পৌঁছালে সেদেশের পর্যটন ও ঐতিহ্য মন্ত্রকের আন্ডার সেক্রেটারি আজান আল বুসাইদি সহ বিশিষ্টজনেরা সকলকে স্বাগত জানান।  

শ্রী সোনোওয়াল ওমানের পরিবহন, যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী সঈদ বিন হামোদ বিন সঈদ আল মাওয়ালির সঙ্গে সাক্ষাৎ করেন । উভয় নেতা দুটি দেশের মধ্যে সামুদ্রিক ব্যবসা বাণিজ্যকে কিভাবে আরও প্রসারিত করা যায় সেই বিষয়ে মত বিনিময় করেছেন। জাহাজ চলাচল মন্ত্রী ভারতের বন্দর ও জাহাজ চলাচল ক্ষেত্রে ক্রমবর্ধমান সুযোগগুলি কাজে লাগাতে ওমানের সংস্থাগুলিকে আহ্বান জানান। সামুদ্রিক ঐতিহ্য এবং সংগ্রহশালা সংক্রান্ত একটি সমঝোতা পত্র্র দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ভারত ও ওমান যোগাযোগ ব্যবস্থা, জাহাজ শিল্পের সুস্থায়ী উদ্যোগ এবং নাবিকদের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন এই নৌযাত্রা। 

 

SC/CB/SG


(रिलीज़ आईडी: 2214864) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi