বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং ভবিষ্যৎ দিশানির্দেশের মধ্য দিয়ে গুয়াহাটিতে বস্ত্রমন্ত্রীদের জাতীয় সম্মেলনের সমাপ্তি

प्रविष्टि तिथि: 09 JAN 2026 4:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ জানুয়ারি, ২০২৬

 


উদ্ভাবন, সুস্থিতি, ঐতিহ্য সংরক্ষণ ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে ভারতের বস্ত্রশিল্পকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে গুয়াহাটিতে আজ বস্ত্রমন্ত্রীদের দুদিনের জাতীয় সম্মেলন শেষ হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী ও আধিকারিকরা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। সম্মেলনে বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেন, বস্ত্র ক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে এই সম্মেলনে বিশদে আলোচনা হয়েছে। ভারতকে বিশ্বজনীন বস্ত্র হাবে পরিণত করার লক্ষ্যে এই আলোচনা এক স্পষ্ট দিশানির্দেশ দেবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে ভারতীয় বস্ত্র শিল্প ক্ষেত্রের রপ্তানি বৃদ্ধি, একে আরও প্রতিযোগিতা সক্ষম করে তোলা এবং এর ব্র্যান্ডিং নিয়ে আলোচনা হয়। ২০৩০ সালের মধ্যে বস্ত্রশিল্পের রপ্তানিকে ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। 

আরেকটি অধিবেশনে ঐতিহ্যগত বস্ত্র, তাঁত ও হস্তশিল্প নিয়ে আলোচনা হয়। বস্ত্রশিল্পে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন বাজারের নাগাল, মূল্য যোগ, ব্র্যান্ডিং এবং কারিগর ও তাঁতীদের জীবিকা নিয়ে মতবিনিময় হয়। আয় বাড়াতে আলোচকরা বিভিন্ন প্রকল্পের সংযুক্তিকরণ, উদ্ভাবনী ডিজাইন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উপর জোর দেন।

পদস্থ আধিকারিক ও মন্ত্রীরা এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের সুসমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তির আধুনিকীকরণ এবং সুস্থিতি রক্ষায় যেসব উদ্যোগ নিয়েছে, রাজ্যগুলিকেও তার পাশে দাঁড়াবার অনুরোধ জানানো হয়।

দুদিনের এই কেন্দ্র-রাজ্য বার্তা বিনিময় ভারতের বস্ত্রক্ষেত্রের নীতি সমন্বয়, বিনিয়োগ বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 


SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2212974) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri