পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
২০২৫-২৬ অর্থবর্ষে মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রথম আগাম পূর্বাভাস
प्रविष्टि तिथि:
07 JAN 2026 4:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ জানুয়ারি, ২০২৬
পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের অধীনস্থ জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও) ২০২৫-২৬ অর্থবর্ষে মোট অভ্যন্তরীণ উৎপাদনের প্রথম আগাম পূর্বাভাস প্রকাশ করেছে। এই পূর্বাভাস প্রকাশের সময় ২০১১-১২ অর্থবর্ষকে ব্যয় সংক্রান্ত বিভিন্ন উপাদানের ভিত্তিবর্ষ বলে বিবেচনা করা হয়েছে। একইভাবে বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রের ভিত্তিমূল্য বিবেচনা করে বার্ষিক পূর্বাভাস তৈরি করা হয়েছে। মোট অভ্যন্তরীণ উৎপাদনের ব্যয় সংক্রান্ত বিভিন্ন উপাদান, মোট জাতীয় আয়ের বার্ষিক পূর্বাভাস এবং ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবর্ষে মাথা পিছু রোজগারের হিসাব এবং ২০২৫-২৬ অর্থবর্ষে এই রোজগারের পূর্বাভাসকে কাজে লাগানো হয়েছে।
২০২৪-২৫ অর্থবর্ষে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫%। ২০২৫-২৬ অর্থবর্ষে প্রকৃত জিডিপি বা রিয়েল জিডিপি বৃদ্ধির পূর্বাভাস হবে ৭.৪%। এছাড়াও নমিনাল জিডিপি-র বৃদ্ধি হবে ৮%। এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, আর্থিক, রিয়েল এস্টেট, পেশাদার পরিষেবা, জনপ্রশাসন, প্রতিরক্ষা সহ অন্যান্য বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধির হার ৯.৯% পৌঁছাবে। অন্যদিকে ব্যবসা-বাণিজ্য, হোটেল, পরিবহণ, যোগাযোগ এবং সম্প্রচার সংক্রান্ত পরিষেবার বৃদ্ধির হার হবে ৭.৮%। উৎপাদন ও নির্মাণ ক্ষেত্রে এই হার ৭%-এর মধ্যেই থাকবে। এছাড়াও কৃষি ও অনুসারী ক্ষেত্রে ৩.১% এবং বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পরিষেবার ক্ষেত্রে বৃদ্ধির হার থাকবে ২.১%। মোট পুঞ্জীকৃত মূলধনের ক্ষেত্রে বৃদ্ধির হার ৭.৮% হবে।
পূর্ববর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫-এর পূর্বাভাসের তথ্য সহ অন্যান্য উপাদানগুলির সাহায্যে জিডিপি-র আগাম পূর্বাভাস তৈরি করা হয়েছে। এছাড়াও শিল্প উৎপাদনের সূচক, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম দুটি ত্রৈমাসিকের শেয়ার বাজারের নথিভুক্ত সংস্থাগুলির আর্থিক অবস্থা, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের থেকে প্রধান প্রধান কৃষি পণ্যের উৎপাদন সংক্রান্ত পূর্বাভাসকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
জিডিপি-র হিসেব কষার সময় কর থেকে মোট রাজস্ব আয়ের পরিমাণকেও বিবেচনা করা হয়েছে। তবে আমদানি করা পণ্য এবং পরিষেবা রপ্তানি করা পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে প্রতি মাসের তথ্যকে কাজে লাগানো হয়েছে। এছাড়াও ব্যয় সংক্রান্ত বিভিন্ন তথ্যও এই পূর্বাভাস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন-
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jan/doc202617752701.pdf
SC/CB/NS
(रिलीज़ आईडी: 2212116)
आगंतुक पटल : 37