উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের ৩০তম সমাবর্তনে স্নাতকদের বিকশিত ভারত @2047-এর স্থপতি আখ্যা দিলেন উপরাষ্ট্রপতি

प्रविष्टि तिथि: 29 DEC 2025 6:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২৫

 


উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের বিকশিত ভারত @2047-এর স্থপতি আখ্যা দিয়ে জাতি গঠনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৩০তম সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি স্নাতকদের অভিনন্দন জানিয়ে বলেন, সমাবর্তন কেবল শিক্ষাগত সাফল্যের উদযাপন নয়, বরং বৃহত্তর দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার এক গৌরবময় মুহূর্ত। তাঁরা যে ডিগ্রি পেয়েছেন, তা সমাজ ও জাতির অগ্রগতিতে তাঁদের অর্জিত জ্ঞান প্রয়োগের দায়িত্বও অর্পণ করে।

পুদুচেরিকে সাংস্কৃতিক সমৃদ্ধি ও আধ্যাত্মিক ঐতিহ্যের ভূমি হিসেবে বর্ণনা করে উপরাষ্ট্রপতি সুব্রমণিয় ভারতী, ভারথীদশন এবং শ্রী অরবিন্দের মতো বিখ্যাত মনীষীদের গভীর প্রভাবের উল্লেখ করেন। তিনি বলেন, শ্রী অরবিন্দের দর্শন এখনও জ্ঞান, আধ্যাত্মিকতা ও কর্মের মেলবন্ধন ঘটিয়ে জাতীয় প্রগতি ও বিশ্বজনীন সমন্বয়ের পথ দেখায়।

ন্যাকের কাছ থেকে এ+ গ্রেড পাওয়ায় উপরাষ্ট্রপতি পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানান। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের ১১৩টি সমঝোতাপত্র স্বাক্ষরের উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিশ্বজনীন উপস্থিতির নিদর্শন মেলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত উৎকর্ষের প্রশংসা করে উপরাষ্ট্রপতি বলেন, এখানকার ২৮ জন শিক্ষক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বের শীর্ষস্থানীয় ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। 

উপরাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত @2047-এর ভাবনা এক প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক, উন্নত ভারত গঠনের সার্বিক পথ নির্দেশিকা প্রস্তুত করেছে। জাতীয় শিক্ষানীতি ২০২০ পড়ুয়াদের মধ্যে মুখস্তসর্বস্বতা কাটিয়ে উঠে বিশ্লেষণধর্মী ভাবনা, কোনো একটি শাখায় আটকে থাকার বদলে বহু শাখায় শিক্ষাগ্রহণের স্বাধীনতা এবং পরীক্ষাকেন্দ্রীক দৃষ্টিভঙ্গি থেকে সার্বিক উন্নয়নের ভাবনায় উদ্বুদ্ধ করেছে।

উপরাষ্ট্রপতি পিএম ঊষা, স্বয়ম, দীক্ষা, জাতীয় ডিজিটাল লাইব্রেরির মতো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অগ্রণী প্রয়াসগুলির উল্লেখ করে বলেন, এইসব উদ্যোগ উচ্চমানের শিক্ষার গণতান্ত্রিকীকরণ ঘটিয়েছে, শিক্ষাকে মুষ্টিমেয় শ্রেণীর মধ্যে আবদ্ধ না রেখে সকলের জন্য মুক্ত করে দিয়েছে।

কৃত্রিম মেধা, স্বয়ংক্রিয়তা, জৈব প্রযুক্তি, ডিজিটাল সংযোগের মাধ্যমে বিশ্বের যে দ্রুত রূপান্তর ঘটছে সে সম্পর্কে সচেতন করে দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, প্রযুক্তিগত উৎসাহের পাশাপাশি নৈতিকতাকে সমান গুরুত্ব দিয়ে এক ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। যুব সমাজকে মাদকের সর্বনাশা নেশায় জড়িয়ে না পড়ার আহ্বান জানান তিনি।

সুপ্রাচীন তামিল গ্রন্থ নালাদিয়ার থেকে উদ্ধৃত করে উপরাষ্ট্রপতি বলেন, জ্ঞান সীমাহীন, কিন্তু তা আহরণ করার সময় সীমিত। তথ্যের বিশাল সমুদ্র থেকে মূল্যবান, নীতিবোধ সমন্বিত, অর্থপূর্ণ তথ্য বাছাই করে নিতে পড়ুয়াদের প্রতি আহ্বান জানান উপরাষ্ট্রপতি।

শিক্ষা যাতে পড়ুয়াদের ভালো মানুষ, দায়িত্বশীল নাগরিক এবং সামাজিকভাবে সচেতন পেশাদার করে তোলে সেদিকে লক্ষ রাখার আহ্বান জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, জ্ঞান যাতে বিনম্রতার সঙ্গে, প্রযুক্তি যাতে মানবিক মূল্যবোধের সঙ্গে এবং সাফল্য যাতে সামাজিক দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করা হয়, সেদিকে নজর রাখা প্রয়োজন।

সমাবর্তনে পুদুচেরির উপরাজ্যপাল শ্রী কে কৈলাশনাথন, মুখ্যমন্ত্রী শ্রী এন রঙ্গস্বামী, পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পি প্রকাশ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।


SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2209760) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Urdu , हिन्दी , Marathi , Malayalam