প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রণম্য অটল বিহারী বাজপায়ীর থেকে অনুপ্রেরণা লাভ করার বিষয়ে গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

प्रविष्टि तिथि: 25 DEC 2025 8:58AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৫  

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রণম্য অটল বিহারী বাজপায়ীর জন্মদিনে তাঁর থেকে অনুপ্রেরণা লাভ করার বিষয়ে গুরুত্ব আরোপ করে সংস্কৃতের একটি  সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 
“যদ্যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতারো জানঃ।
স যত্প্রমানম্ কুরুতে লোকস্তদনুবর্ততে।।" 
এই সুভাষিতমে বলা হয়েছে মহান ব্যক্তিত্বরা যেভাবে কাজ করবেন, সাধারণ মানুষ সেই ভাবেই তাঁদের অনুসরণ করবেন। অন্যভাবে বলা যায়, এক জন নেতা বা আদর্শ ব্যক্তি সমাজ এবং তাঁর অনুসারীদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। 
শ্রী মোদী বলেছেন, অটলজির ব্যবহার, মর্যাদাপূর্ণ আচরণ, চারিত্রিক দৃঢ়তা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবার সংকল্প ভারতীয় রাজনীতিতে অনুকরণযোগ্য। “ তাঁর ব্যক্তিগত জীবনের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে পদের প্রয়োজন হয় না, নিজের কাজ দিয়ে তা অর্জন করতে হয়, এই কাজই সমাজকে পথ দেখায়”। 
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায়  প্রধানমন্ত্রী লিখেছেন,  
“ প্রণম্য অটলজির জন্ম-জয়ন্তীতে আমরা সকলে তাঁর জীবনযাত্রা থেকে অনুপ্রেরণা লাভ করার জন্য উদবুদ্ধ  হই। তাঁর ব্যবহার, মর্যাদাপূর্ণ আচরণ, চারিত্রিক দৃঢ়তা এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবার সংকল্প ভারতীয় রাজনীতিতে অনুকরণযোগ্য।  তাঁর ব্যক্তিগত জীবনের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে পদের প্রয়োজন হয় না, নিজের কাজ দিয়ে তা অর্জন করতে হয়, এই কাজই সমাজকে পথ দেখায়।
 এই অবকাশে আমি একটি  সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই, যা তাঁর জীবন দর্শনকে তুলে ধরে 
যদ্যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতারো জানঃ।
স যত্প্রমানম্ কুরুতে লোকস্তদনুবর্ততে।।" 


SC/CB


(रिलीज़ आईडी: 2208406) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada