প্রতিরক্ষামন্ত্রক
অগভীর সমুদ্রে সাবমেরিনের মোকাবিলায় সক্ষম রণতরী ‘অঞ্জদীপ’-কে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হল
प्रविष्टि तिथि:
22 DEC 2025 5:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ ডিসেম্বর, ২০২৫
কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এর তৈরি, অগভীর সমুদ্রে সাবমেরিনের মোকাবিলায় সক্ষম দেশজ রণতরী ‘অঞ্জদীপ’-কে চেন্নাইয়ে এক অনুষ্ঠানে আজ নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হল। এধরনের ৮টি ‘অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্র্যাফ্ট – (এএসডাব্লু এসডাব্লুসি)’-এর মধ্য ‘অঞ্জদীপ’ হল তৃতীয়। ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং-এর বিধি অনুযায়ী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এই জাহাজ তৈরি হয়েছে। এক্ষেত্রে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এর সঙ্গে হাত মিলিয়েছে কাট্টুপাল্লির এল অ্যান্ড টি শিপইয়ার্ড।
এই ধরনের জাহাজগুলির দৈর্ঘ্য ৭৭ মিটার। ওয়াটারজেট-এর মাধ্যমে চালিত এই জাহাজগুলিতে থাকে হাল্কা ওজনের টর্পেডো এবং দেশজ সাবমেরিন-বিধ্বংসী রকেট। ধ্বনিতরঙ্গ পর্যালোচনা করে শত্রুপক্ষের জলযানকে চিহ্নিত করার প্রযুক্তি ‘এসওএনএআর’-এ সজ্জিত এই সব রণতরী।
জাহাজটি কর্ণাটকের কারওয়ার উপকূলবর্তী দ্বীপ ‘অঞ্জদীপ’-এর নামাঙ্কিত। উল্লেখ্য, অতীতে নৌবাহিনীর হাতে আইএনএস ‘অঞ্জদীপ’ নামে একটি জাহাজ ছিল। তার মেয়াদ ২০০৩ সালে শেষ হয়ে গেছে।
এই জাহাজের নির্মাণ ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এর যন্ত্রাংশের ৮০%-ই দেশজ।
SC/AC/AS
(रिलीज़ आईडी: 2207661)
आगंतुक पटल : 7