PIB Headquarters
আরাবল্লি পাহাড়: পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়ন সুনিশ্চিতকরণ
प्रविष्टि तिथि:
21 DEC 2025 3:18PM by PIB Kolkata
সারসংক্ষেপ
২০২৫ সালের শেষদিকে ভারতের সুপ্রিম কোর্ট খনন কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আরাবল্লি পাহাড় ও পর্বতমালার একটি অভিন্ন, নীতিগত সংজ্ঞা গ্রহণ করেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক-এর নেতৃত্বে রাজ্য সরকার ও বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলির অংশগ্রহণে গঠিত কমিটি এই সুপারিশগুলি প্রণয়ন করে।
সুপ্রিম কোর্ট পরিবেশ রক্ষায় আরাবল্লির ভূমিকা এবং জীববৈচিত্র্য সংরক্ষণকে বিশেষভাবে তুলে ধরে।
আরাবল্লির গুরুত্ব
আরাবল্লি পর্বতমালা ভারতের প্রাচীনতম ভূতাত্ত্বিক গঠন, যা দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও গুজরাট জুড়ে বিস্তৃত।
এটি মরুভূমির বিস্তার রোধে একটি প্রাকৃতিক প্রতিবন্ধক এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক।
সুপ্রিম কোর্ট সতর্ক করে বলেছে যে, অনিয়ন্ত্রিত খনন কার্যক্রম পরিবেশের মারাত্মক ক্ষতি করে, ফলে সুস্থায়ী উন্নয়নের জন্য আরাবল্লির সংরক্ষণ অপরিহার্য।
MoEF&CC কমিটির প্রতিবেদন
প্রধান পর্যবেক্ষণ
পূর্বে কেবলমাত্র রাজস্থানের আরাবল্লি অঞ্চলে খনন নিয়ন্ত্রণের একটি আইনি পরিকাঠামো বিদ্যমান ছিল।
বর্তমানে সব রাজ্য সম্মিলিতভাবে স্থানীয় ভূ-উচ্চতার তুলনায় ১০০ মিটার উঁচু ভূখণ্ডকে আরাবল্লি পর্বতমালার অংশ হিসেবে চিহ্নিত করতে একমত হয়েছে।
কেবলমাত্র ভূমির উচ্চতা ১০০ মিটারের নিচে হলেই খননের অনুমতি দেওয়া যাবে না; সংযুক্ত ঢাল ও ভূমিরূপও সুরক্ষার আওতায় থাকবে।
কমিটি আইনের পরিকাঠামোকে আরও বস্তুনিষ্ঠ, স্বচ্ছ ও সংরক্ষণমুখী করে তুলেছে।
কমিটির প্রস্তাবিত উন্নয়নমূলক পদক্ষেপ
স্থানীয় ভূ-উচ্চতা নির্ধারণে একটি অভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করা হবে।
একটি পাহাড় নয়, বরং আরাবল্লি সম্পূর্ণ পর্বতমালার সুরক্ষা প্রদান করা হবে।
সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে পাহাড় ও পর্বতমালার বাধ্যতামূলক চিহ্নিতকরণ করা হবে ।
খনন সম্পূর্ণ নিষিদ্ধ এমন এলাকা সুস্পষ্টভাবে নির্ধারণ করা হবে।
সুস্থায়ী খনন ও অবৈধ খনন প্রতিরোধে বিস্তারিত দিকনির্দেশ দেওয়া হবে।
কার্যকর সংজ্ঞা
আরাবল্লি পাহাড়: স্থানীয় ভূ-উচ্চতার তুলনায় ১০০ মিটার বা তার বেশি উঁচু যেকোনো ভূমিরূপ, যার মধ্যে ঢাল ও সংশ্লিষ্ট ভূমিরূপ অন্তর্ভুক্ত।
আরাবল্লি পর্বতমালা: পরস্পরের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত দুই বা ততোধিক পাহাড় এবং তাদের মধ্যবর্তী ভূমিরূপ।
এই সংজ্ঞাগুলি সুনিশ্চিত করে যে সম্পূর্ণ পরিবেশ, খণ্ডিত অংশ নয়, যেন সুরক্ষিত থাকে।
সংজ্ঞার পেছনের পরিবেশগত যুক্তি
পাহাড়, এর ঢাল ও পাদদেশকে খণ্ড-খণ্ডভাবে ব্যবহারের সুযোগ রোধ করবে।
বন্যপ্রাণীর বাসস্থান, যাতায়াতের পথ ও শৈলশিরার অখণ্ডতা সুনিশ্চিত করবে।
সরকারি মানচিত্রের অস্পষ্টতা দূর করে এবং এর প্রয়োগ আরও শক্তিশালী করবে।
সংরক্ষিত এলাকা, জলাভূমি, স্পর্শকাতর স্থান ও CAMPA বন সুরক্ষিত হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ (২০ নভেম্বর ২০২৫)
MoEF&CC প্রস্তাবিত আরাবল্লি পাহাড় ও পর্বতমালার সংজ্ঞা অনুমোদিত হয়েছে।
সীমিত ব্যতিক্রম ছাড়া মূল/অলঙ্ঘনীয় এলাকায় খনন নিষিদ্ধ করা হয়েছে।
ICFRE-এর মাধ্যমে সুস্থায়ী খননের পরিকল্পনা (MPSM) প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
MPSM চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন খননে অস্থায়ী স্থগিতাদেশ জারি করা হয়েছে।
নতুন খননে স্থগিতাদেশ
MPSM প্রস্তুত না হওয়া পর্যন্ত নতুন কোনো খনন করা যাবে না।
এটি তাৎক্ষণিক পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে।
বর্তমানে চালু খনিগুলি কেবলমাত্র সুস্থায়ী খনন নীতির অধীনেই চালু থাকতে পারবে।
আরাবল্লিকে কিভাবে সুরক্ষিত রাখা হচ্ছে
সুস্পষ্ট, বৈজ্ঞানিক ও কার্যকর সংজ্ঞা প্রণয়ন করা হচ্ছে।
পাহাড় ও পর্বতমালার বিস্তৃত মানচিত্র বানানো হচ্ছে।
পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলের সম্পূর্ণ সুরক্ষা প্রদান করা হচ্ছে।
অবৈধ খননের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
খনন ও পরিবেশ সুরক্ষার জন্য নেওয়া সুরক্ষা ব্যবস্থা
আরাবল্লি পাহাড় ও পর্বতমালায় নতুন খনন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিদ্যমান লিজ ও নবীকরণে কঠোর যাচাই-বাছাই করা হবে।
সংরক্ষিত এলাকা, জলাভূমি, ESZ ও বাফার জোনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কেবলমাত্র পরিবেশ ও বন দপ্তরের অনুমোদনের ভিত্তিতেই সুস্থায়ী খননের অনুমতি দেওয়া হবে।
নিয়মিত নজরদারি, নিরীক্ষা এবং লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান দেওয়া হয়েছে।
উপসংহার
আরাবল্লি পাহাড় বর্তমানে দৃঢ় আইনি সুরক্ষার আওতায় রয়েছে।
সরকার সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
ভারতের সংকল্প সুস্পষ্ট, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরাবল্লিকে রক্ষা করা, একই সঙ্গে উন্নয়ন সুনিশ্চিত করা।
তথ্যসূত্র
Ministry of Environment & Climate Change:
Report of the Committee on Uniform definition of Aravalli Hills and Ranges
Supreme Court of India:
https://api.sci.gov.in/supremecourt/1995/2997/2997_1995_1_1502_66178_Order_20-Nov-2025.pdf
Click here to see in PDF
****
SSS/PK
(रिलीज़ आईडी: 2207291)
आगंतुक पटल : 8