PIB Headquarters
azadi ka amrit mahotsav

ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা- গুণমান, সহজলভ্যতা ও আন্তর্জাতিক আস্থা অর্জন

प्रविष्टि तिथि: 16 DEC 2025 12:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর ২০২৫  

 

প্রধান দিকসমূহ

ভারত এবছর ১৭–১৯ ডিসেম্বর  তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র দ্বিতীয় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে।

শীর্ষ সম্মেলনের মুল ভাবনা:
 “মানুষ ও পৃথিবীর ভারসাম্য পুনরুদ্ধার: সুস্থতার জন্য বিজ্ঞানচর্চা ও অনুশীলন”।

এই সম্মেলনের উদ্বোধন হবে ডব্লিউএইচও ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল লাইব্রেরিতে (TMGL),যা ঐতিহ্যবাহী, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (TCIM)-এর ওপর বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ভান্ডার; এতে রয়েছে ১৫ লক্ষেরও বেশি নথি।

ভারতে বর্তমানে ৩,৮৪৪-টি আয়ুষ হাসপাতাল, ৩৬,৮৪৮-টি আয়ুষ ডিসপেনসারি, ৮৮৬টি স্নাতক ও ২৫১-টি স্নাতকোত্তর কলেজ এবং ৭৫ লক্ষেরও বেশি নিবন্ধিত চিকিৎসক রয়েছেন।

ঐতিহ্যবাহী চিকিৎসা: উত্তরাধিকার ও সমকালীন প্রাসঙ্গিকতা

 

ঐতিহ্যবাহী চিকিৎসা বিশ্বের অন্যতম প্রাচীন চিকিৎসা পদ্ধতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র মতে, ১৯৪-টি সদস্য দেশের মধ্যে ১৭০-টি দেশে ঐতিহ্যবাহী, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে। ভারত, চীন ও জাপানের মতো দেশে সুপ্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা রয়েছে; একই সঙ্গে আফ্রিকা ও আমেরিকার বহু দেশেও এসব পদ্ধতির ব্যবহার ও স্বীকৃতি ক্রমবর্ধমান।

ভারতে আয়ুর্বেদ, সিদ্ধ ও ইউনানির মতো চিকিৎসা পদ্ধতিগুলির গভীর সাংস্কৃতিক, স্বাস্থ্যকেন্দ্রিক ও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এবং এগুলি দীর্ঘদিন যাবৎ দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই পদ্ধতিগুলি প্রতিরোধমূলক, সামগ্রিক ও ব্যক্তি-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদান করে। আয়ুষ মন্ত্রকের অধীনে আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ, সোয়া-রিগপা ও হোমিওপ্যাথিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে ভারতের জনস্বাস্থ্য কাঠামোর সঙ্গে অঙ্গীভূত করা হয়েছে।

ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক ডব্লিউএইচও আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঐতিহ্যবাহী, পরিপূরক ও সমন্বিত চিকিৎসাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে স্বীকৃতি দিয়েছে এর সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা, সহজলভ্যতা ও ব্যক্তিকেন্দ্রিকতার কারণে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ঐতিহ্যবাহী পদ্ধতির প্রতি আগ্রহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে, ডব্লিউএইচও বাবিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব ব্যবস্থাকে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে বিবেচনা করছে।

এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হল:

গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে প্রামাণিক ভিত্তি জোরদার করা,

নিরাপত্তা, গুণমান ও নৈতিক মানদণ্ড নিশ্চিত করতে শক্তিশালী নিয়ন্ত্রণমূলক পরিকাঠামো গড়ে তোলা,

জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায়, বিশেষত প্রাথমিক স্তরে, TCIM-এর অন্তর্ভুক্তিকরণ,

ঐতিহ্যবাহী জ্ঞানের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সহযোগিতা জোরদার করা।

২০২৩ সালে গুজরাটে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায়, দ্বিতীয় শীর্ষ সম্মেলনটি এবছর ডিসেম্বরের ১৭–১৯ তারিখ পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

আয়ুষের অধীনে প্রাতিষ্ঠানিক ও নীতিগত কাঠামো

 

আয়ুষ মন্ত্রক একটি সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রকে শক্তিশালী করছে। শিক্ষা, গবেষণা, ওষুধের গুণমান এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে বৈজ্ঞানিক মানদণ্ড বজায় রাখাই এর মূল লক্ষ্য।

জনস্বাস্থ্য ব্যবস্থায় আয়ুষের অন্তর্ভুক্তিকরণ

জাতীয় আয়ুষ মিশনের (NAM) অধীনে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও জেলা হাসপাতালে আয়ুষ পরিষেবার সহাবস্থান (co-location) চালু করা হয়েছে, যাতে নাগরিকরা একই স্থানে অ্যালোপ্যাথিক ও আয়ুষ উভয় পরিষেবা পেতে পারেন।

গুরুত্বপূর্ণ পরিসংখ্যান (২০২৪ পর্যন্ত)

আয়ুষ হাসপাতাল: ৩,৮৪৪

আয়ুষ ডিসপেনসারি: ৩৬,৮৪৮

নিবন্ধিত আয়ুষ চিকিৎসক: ৭,৫৫,৭৮০+

স্নাতক কলেজ: ৮৮৬

স্নাতকোত্তর কলেজ: ২৫১

গুণমান, গবেষণা ও নিয়ন্ত্রণ

আয়ুষের নিয়ন্ত্রক সংস্থা গবেষণা, ওষুধের মান, ফার্মাকোভিজিল্যান্স ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। প্রমাণভিত্তিক অনুশীলন, নিরাপত্তা প্রোটোকল এবং জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে বিজ্ঞানভিত্তিক অন্তর্ভুক্তিকরণে বিশেষ জোর দেওয়া হয়।

দ্বিতীয় ডব্লিউএইচও শীর্ষ সম্মেলনের গুরুত্বপূর্ণ উদ্বোধন

ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল লাইব্রেরি (TMGL)

এই শীর্ষ সম্মেলনে উদ্বোধন করা হবে TMGL এর, যা ১৫ লক্ষেরও বেশি নথি নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম ডিজিটাল ভান্ডার। এটি গবেষণা, নীতি প্রণয়ন ও মান নির্ধারণে একটি আন্তর্জাতিক মানের জ্ঞানভান্ডার হিসেবে কাজ করবে।

ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি

আধুনিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ এই ঐতিহ্যবাহী জ্ঞানকে সমন্বিত করে ভারত আন্তর্জাতিক স্বাস্থ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছে। এই উদ্যোগ বিকশিত ভারত @2047-এর লক্ষ্যে একটি সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক ও সংস্কৃতিমুখী আন্তর্জাতিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।


 

তথ্যসূত্র- 

Ministry of Ayush

https://ayush.gov.in/index.html#!/services

https://ayush.gov.in/resources/pdf/PressRelease/World_Health_Summit_Regional_Meeting_2025_to_Spotlight_Traditional_Medicine_as_a_Key_Driver_of_Global_Health_Equity.pdf

https://ayush.gov.in/resources/pdf/annualReport/DecadeAyushReport.pdf

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2079777&utm_&reg=3&lang=2

https://namayush.gov.in/Achievements-at-a-Glance

https://namayush.gov.in/

https://www.ayush.gov.in/#!/ayurgyan

Annual Report 2024-2025, Ministry of Ayush (pg. 61 of report) http://www.dbtayush.gov.in/resources/pdf/annualReport/AR_2024_2025.pdf

https://ngo.ayush.gov.in/central-sector-scheme-ayurswasthya

https://ayush.gov.in/resources/pdf/schemes/aoushdhi.pdf

https://ngo.ayush.gov.in/Default/assets/front/documents/RevisedCentralSectorSchemeforNMPB_July2023.pdf

https://ngo.ayush.gov.in/Default/assets/front/documents/IEC-scheme-of-2021-26-with-Annexures-converted_0.pdf

https://ngo.ayush.gov.in/Default/assets/front/documents/Revised-IC-Scheme-as-on-22nd-June-2021%20(1).pdf

https://hciottawa.gov.in/pdf/Champion-Service.pdf

Press Information Bureau

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200420&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188383&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154258&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144184&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1949767&reg=3&lang=2

WHO

https://apps.who.int/gb/ebwha/pdf_files/WHA78/A78_4Add1-en.pdf

https://apps.who.int/gb/ebwha/pdf_files/WHA78/A78_4Add1-en.pdf

https://iris.who.int/server/api/core/bitstreams/cf37a4ad-4d27-4244-a7ee-001de39841ee/content

https://tm-summit.org/

https://www.who.int/news/item/25-09-2025-traditional-medicine-global-library-to-launch-in-2025

Click here for pdf file.

***

SSS/PK


(रिलीज़ आईडी: 2205161) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati