রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি ১১ এবং ১২ ডিসেম্বর মণিপুর সফর করবেন

प्रविष्टि तिथि: 10 DEC 2025 5:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ ডিসেম্বর ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ১১ এবং ১২ ডিসেম্বর মণিপুর সফর করবেন। 

১১ ডিসেম্বর ইম্ফলে পৌঁছোলে রাষ্ট্রপতিকে গার্ড অফ অর্নার দেওয়া হবে। পরে, তিনি প্রদর্শনী পোলো ম্যাচ দেখতে ঐতিহাসিক মাপাল কাংযেইবাং যাবেন। একই সন্ধ্যায় রাষ্ট্রপতিকে ইম্ফলের সিটি কনভেনশন সেন্টারে মণিপুর সরকারের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। ওই অনুষ্ঠানে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। 

১২ ডিসেম্বর রাষ্ট্রপতি ইম্ফলে নুপীলাল মেমোরিয়াল কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং মণিপুরের সাহসী মহিলা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সেনাপতিতে তিনি জনসভায় ভাষণ দেবেন। সেখানে তিনি ওই জেলার জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। 

 


SC/AP/AS


(रिलीज़ आईडी: 2202173) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Malayalam