মহাকাশদপ্তর
ডঃ জিতেন্দ্র সিং সংসদে জানিয়েছেন, মহাকাশে মানুষ পাঠানোর জন্য ভারতের প্রথম “গগনযান” অভিযানে ইসরোর প্রস্তুতির প্রমাণ হিসেবে সফলভাবে সম্পন্ন হল ইন্টিগ্রেটেড মেন প্যারাস্যুট এয়ারড্রপ টেস্ট (আইএমএটি)
प्रविष्टि तिथि:
03 DEC 2025 5:46PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ ডিসেম্বর ২০২৫
প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ সংসদে জানিয়েছেন, সম্প্রতি ইসরোর ইন্টিগ্রেটেড মেন প্যারাস্যুট এয়ারড্রপ টেস্ট (আইএমএটি) সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারতের প্রথম মহাকাশে মানুষ পাঠানোর কর্মসূচি গগনযানকে সফল করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লোকসভায় প্রশ্নের জবাবে ডঃ জিতেন্দ্র সিং জানান, এই অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রু মডিউলস প্যারাস্যুট–বেসড ডিসিলারেশন সিস্টেমের জন্য চলতি পরীক্ষায় আইএমএটি একটি প্রয়োজনীয় উপাদান।
ডঃ সিং ব্যাখ্যা করে জানান, আইএমএটি চূড়ান্ত অবতরণ পরিস্থিতির প্রদর্শন করেছে। দুটি প্রধান প্যারাস্যুটের মধ্যে সমন্বয় রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে সময়ের হেরফের করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি সফলভাবে প্রদর্শিত হয়েছে। কাঠামোগত সহনশীলতা এবং ভারবহনের ক্ষমতা প্রমাণিত হয়েছে। মন্ত্রী জানান, এই সফল পরীক্ষা উল্লেখযোগ্যভাবে হিউম্যান-রেটিং প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে এবং ২০২৭-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যে নভশ্চর সহ গগনযান পাঠানোর সরকারের লক্ষ্য পূরণে সাহায্য করবে।
সংসদে প্রশ্নকালে ডঃ সিং জানান, ইসরো নিয়মিত ক্রু মডিউল প্যারাস্যুট সিস্টেম ব্যবহার করে এবং এর সঙ্গে যুক্ত সকল পরীক্ষা অত্যন্ত নিখুঁতভাবে নিরীক্ষণ করা হয়। তিনি জোর দিয়ে বলেন, সারা দেশের দক্ষ বিশেষজ্ঞদের ন্যাশানাল অ্যাডভাইজার প্যানেল (এনএপি) এবং ডিজাইন রিভিউ টিম (ডিআরটি) ও নিরপেক্ষ সমীক্ষা কমিটির সব ধরনের হিউম্যান-রেটিং সংক্রান্ত সার্বিক পর্যবেক্ষণ সুনিশ্চিত করে সুরক্ষার দিকটি।
স্বচ্ছতার প্রশ্নে মন্ত্রী জানান, ইসরো ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে তাদের পরীক্ষার ফল জানিয়ে থাকে। সাম্প্রতিক আইএমএটি-এর বিষয়ে জানানো হয়েছে এবং যেমন যেমন কর্মসূচি এগোবে ইসরো তা সাধারণ মানুষকে জানাতে থাকবে।
নভশ্চরদের প্রস্তুতির বিষয়ে ডঃ সিং জানান, গগনযান অভিযানে নভশ্চরদের সুরক্ষার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সমস্ত ব্যবস্থার নিবিড় পরীক্ষা করা হচ্ছে, বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে এবং গুণমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে তার থেকে পাঠ নেওয়া হচ্ছে এবং সেই মতো ব্যবস্থার উন্নতি করা হচ্ছে। তিনি আরও জানান, নভশ্চরদের প্রশিক্ষণের মধ্যে আছে কম্প্রিহেনসিভ সিমুলেশনস অফ এমার্জেন্সি সিনারিওজ, সার্ভাইভাল প্রসিডিওর্স ফর অফ–নমিনাল ল্যান্ডিংস, অপারেশন অফ এমার্জেন্সি সার্ভাইভাল কিটস ছাড়াও গগনযাত্রীদের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে মনস্তাত্ত্বিক সহয়োগিতাও করা হচ্ছে।
মন্ত্রী সংসদে আরও জানান, ইসরো চলতি আন্তর্জাতিক মান অনুসারে ঝুঁকির সমীক্ষা এবং তার নিরসনে একটি শক্তিশালী কাঠামো তৈরি করেছে। হিউম্যান-রেটিং সার্টিফিকেশন বোর্ড এবং ন্যাশনাল অ্যাডভাইসরি প্যানেলের মতো সংস্থা এই প্রক্রিয়াগুলি পর্যবেক্ষণ করছে।
ডঃ জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন, সাম্প্রতিক আইএমএটি সহ প্রতিটি পরীক্ষা শুধুমাত্র গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলি অনুমোদন করেছে তা নয়, উত্তরোত্তর উন্নতি করতেও সাহায্য করেছে, যাতে নভশ্চরদের সঠিক প্রশিক্ষণ হয়, যে কোন ধরনের বিপদ থেকে উদ্ধারের প্রস্তুতি এবং ভারতের ঐতিহাসিক মাবনবাহী যানের অভিযান যাতে সুরক্ষিত থাকে তার দিকেও নজর দেওয়া হচ্ছে।
SC/AP/AS
(रिलीज़ आईडी: 2198627)
आगंतुक पटल : 16