কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার পরিচালনগত নির্দেশিকা

प्रविष्टि तिथि: 02 DEC 2025 5:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ ডিসেম্বর, ২০২৫

 

এনসিআইপি-তে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদনের গুণগত মান পরীক্ষা ও যাচাইকরণ করা হয়। তাঁরা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার পরিচালনগত নির্দেশিকাগুলি মেনে চলছেন কিনা তা দেখা হয়। যেমন, বিমাকৃত ফসলের ওপর বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে, জমির মালিকানা অথবা ভাড়াটে বা ভাগচাষী হওয়ার প্রমাণ দাখিল করতে হবে, বিমাকৃত জমির পরিমাণ প্রকৃত জমির পরিমাণের সমান বা কম হতে হবে, বিমাকৃত শস্যের পরিমাণ বপন করা শস্যের সমান হতে হবে, কৃষকের নাম আধার কার্ডের সঙ্গে সাযুজ্যপূর্ণ হতে হবে ইত্যাদি। যেসব আবেদনকারী এইসব পূর্বশর্ত এবং পরিচালনগত নির্দেশিকা মেনে চলতে ব্যর্থ হবেন অথবা যাঁরা প্রয়োজনীয় নথিপত্র দাখিল করবেন না, তাঁদের আবেদন বিমা সংস্থা বাতিল করে দিতে পারে। এই তথ্যগুলি প্রিমিয়ামের টাকা দেওয়া অথবা প্রকল্পে কৃষকের নাম নথিভুক্তির ৬০ দিনের মধ্যে দাখিল করতে হবে। সাধারণত এই সময়সীমা খরিফ মরশুমে ৩১ জুলাই এবং রবি মরশুমে ৩১ ডিসেম্বর শেষ হয়। 

অসম্পূর্ণ আবেদনপত্রগুলি বিমা সংস্থা ফেরত পাঠাবে। সংশ্লিষ্ট কৃষক প্রয়োজনীয় নথিপত্র দাখিল করলে সেগুলি বিমা সংস্থা অনুমোদন করবে, অন্যথায় সেগুলি বাতিল হবে। সংশ্লিষ্ট কৃষক এর বিরুদ্ধে আবেদন জানাতে চাইলে ‘কৃষি রক্ষক’ পোর্টাল, বিমা সংস্থার হেল্পলাইন অথবা কৃষি দপ্তরের জেলাস্তরীয় আধিকারিক বা জেলাস্তরীয় অভিযোগ নিষ্পত্তি কমিটির কাছে তা জানাতে পারেন। 

পরিচালনগত নির্দেশিকায় দেরিতে দাবি নিষ্পত্তির সংস্থান থাকলেও এজন্য জরিমানা ধার্য করার কোনো বিধান নেই। সংশ্লিষ্ট জেলা ও রাজ্য সরকারকে বাতিল হওয়া আবেদনগুলির পর্যালোচনা করতে হবে। রাজ্য সরকার জাতীয় শস্য বিমা পোর্টালে অনুমোদন দিলে তবেই কোনো আবেদন চূড়ান্তভাবে বাতিল হতে পারে। 

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার পরিচালনগত নির্দেশিকায় জেলাস্তরীয় নজরদারি কমিটি ও রাজ্যস্তরীয় নজরদারি কমিটি গঠনের সংস্থান রয়েছে। এর নেতৃত্বে রয়েছেন যথাক্রমে জেলাশাসক এবং কৃষি দপ্তরের প্রধান সচিব। এই কমিটি প্রকল্প রূপায়ণের ওপর সার্বিক নজরদারির দায়িত্বে রয়েছে। কৃষকদের কোনো অভিযোগ থাকলে তা প্রথমে ‘কৃষি রক্ষক’ পোর্টাল এবং ২৪ ঘন্টার বিনামূল্যের হেল্পলাইন 14447-এ জানানো যেতে পারে। পরবর্তীকালে অভিযোগ নিষ্পত্তির জন্য বিভিন্ন স্তরে কমিটি রয়েছে। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর।


SC/SD/DM


(रिलीज़ आईडी: 2198077) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी