ভারী শিল্প মন্ত্রক
এইচএমটি মেশিন টুলস্ লিমিটেডের পুনরুজ্জীবন
प्रविष्टि तिथि:
02 DEC 2025 3:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ ডিসেম্বর, ২০২৫
এইচএমটি লিমিটেডের সহযোগী সংস্থা এইচএমটি মেশিন টুলস্ লিমিটেডের পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ০১.১১.২০২৪ তারিখে গঠিত কারিগরি কমিটির বিভিন্ন সুপারিশ কার্যকর করার লক্ষ্যে সরকার এগোচ্ছে।
বর্তমানে এইচএমটি মেশিন টুলস লিমিটেডের কলামস্সেরি ইউনিটটি চালু রয়েছে। ০১.০১.২০০৭ এবং ০১.০১.২০১৭’র মধ্যে কার্যকর হওয়া বেতন পুনর্বিন্যাসের শর্তাবলী পূরণ করতে পারেনি এই প্রতিষ্ঠান। যেহেতু এটি শুধুমাত্র এইচএমটি মেশিন টুলস-এর একটি ইউনিট মাত্র, তাই এখানে পৃথকভাবে চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টরের কোনও পদ রাখা হয়নি।
লোকসভায় এক আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী শ্রী ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2197705)
आगंतुक पटल : 6