PIB Headquarters
azadi ka amrit mahotsav

স্মার্ট অর্থনীতি, স্মার্ট ভবিষ্যৎ: GIFT শহর

प्रविष्टि तिथि: 28 NOV 2025 11:50AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ নভেম্বর, ২০২৫

 

মূল বিষয়বস্তু 

GIFT IFSC-এ ১০৩৪+ নিবন্ধিত সংস্থা।
এই হাবে রয়েছে ৩৮-টি ব্যাংক, যাদের সম্পদভিত্তি ১০০.১৪ বিলিয়ন মার্কিন ডলার।
প্রায় ১০০০ একরজুড়ে বিস্তৃত, যা SEZ ও DTA জোন যুক্ত হয়ে ৩৩০০+ একরে সম্প্রসারিত হচ্ছে।
IFSC ইউনিটগুলির জন্য ১৫ বছরের ব্লকে ১০ বছরের আয়কর ছাড়ের সুবিধা।

ভূমিকা  

GIFT City ভারতকে বিশ্বমানের আর্থিক ও তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এক সাহসী পদক্ষেপ। দূরদর্শিতা ও আধুনিক পরিকল্পনার সমন্বয়ে এটি বিশ্বমানের পরিকাঠামোকে সুস্থায়ী উদ্ভাবনের সঙ্গে যুক্ত করেছে। গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক-সিটি (GIFT City), গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ভারতের প্রথম আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র (IFSC)। ভারতের প্রথম কার্যকর স্মার্ট সিটি হিসেবে এটি দেশের বৈশ্বিক আর্থিক ও প্রযুক্তিগত সেবা হাব গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। শক্তিশালী সরকারি সমর্থনপুষ্ট, GIFT City বিশ্বমানের পরিকাঠামো ও সুস্থায়ী নগর উন্নয়নের একটি নিখুঁত উদাহরণ।

পটভূমি এবং দৃষ্টিভঙ্গি

GIFT City ভারতের প্রথম বৈশ্বিক আর্থিক হাব তৈরির লক্ষ্যে জন্ম নেওয়া একটি দূরদর্শী প্রস্তাব। এটি বিশ্বমানের আর্থিক পরিকাঠামোর সমতুল্য হতে ভারতের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। সরকারের লক্ষ্য, GIFT City-কে আন্তর্জাতিক পুঁজি ও উদ্ভাবনের প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করা। ২০৪৭ সালের মধ্যে এটিকে একটি শীর্ষ বৈশ্বিক আর্থিক কেন্দ্রে পরিণত করার দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি রয়েছে, যেখানে সুস্থায়ী উন্নয়ন ও ফিনটেক থাকবে কেন্দ্রস্থলে। GIFT City উদ্দেশ্যমূলকভাবে আর্থিক কার্যক্রমকে সমর্থন করার জন্য, বিশ্বব্যাপী বিনিয়োগ আকর্ষণ করার জন্য, উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার জন্য এবং উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য নির্মিত হয়েছে, যা ভারতের বিকশিত ভারত ২০৪৭-এর দৃষ্টিভঙ্গিতে অবদান রাখবে।

শাসনব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক কাঠামো

ভারত সরকার GIFT City-কে বহু-সেবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল (GIFT SEZ) হিসেবে মনোনীত করেছে এবং এটিকে দেশের আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র (IFSC) হিসেবে সরকারি ভাবে বিজ্ঞাপিত করেছে। এর প্রশাসনিক কাঠামো আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র কর্তৃপক্ষ (IFSCA)-র ওপর নির্ভরশীল, যা শক্তিশালী সরকারি তদারকি ও নীতিগত সমর্থনে পরিচালিত। এই কাঠামো আন্তর্জাতিক স্বচ্ছতা, স্থায়িত্ব ও বিনিয়োগ–সহায়ক পরিবেশ বজায় রাখার জন্য পরিকল্পিত। IFSC ইউনিট বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা বিধি অনুযায়ী ‘অনাবাসিক’ হিসেবে গণ্য।

GIFT IFSC-এ রয়েছে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপক, ফিনটেক সংস্থা এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ন এক্সচেঞ্জ (IIBX)। সরকার, IFSCA এবং শিল্পক্ষেত্রের মধ্যে নিয়মিত পরামর্শ ব্যবসা বৃদ্ধিকে ত্বরান্বিত করে।

GIFT IFSC-তে FINTECH

GIFT City দ্রুতই বৈশ্বিক ফিনটেক হাবে পরিণত হচ্ছে। নিবেদিত নিয়ন্ত্রক কাঠামো, উদ্ভাবনী কেন্দ্র, স্যান্ডবক্স পরিবেশ এবং শৈক্ষিক সহযোগিতা একে অত্যাধুনিক আর্থিক প্রযুক্তি গবেষণা, ইনকিউবেশন এবং উদ্যোগ বৃদ্ধির কেন্দ্রস্থলে পরিণত করেছে।

FinTech-এর নিয়ন্ত্রক কাঠামো: ২৭ এপ্রিল ২০২২-এর সার্কুলারের মাধ্যমে প্রবর্তিত, GIFT IFSC-কে একটি প্রতিযোগিতামূলক বৈশ্বিক ফিনটেক হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে।

দ্বৈত প্রবেশপথ: সরাসরি অনুমোদন অথবা ফিনটেক স্যান্ডবক্স, উভয় পথেই প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে।

শিল্প অংশগ্রহণ: উইপ্রো, ইনফোসিস, কগনিজ্যান্ট, হেক্সাওয়্যার-সহ শীর্ষ সংস্থাগুলোর কার্যক্রম; ২,৫০০-রও বেশি পেশাদারের কর্মসংস্থান।

নিবন্ধিত সংস্থা: সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী ২০টি FinTech/TechFin সংস্থা এবং আটটি স্যান্ডবক্স অংশগ্রহণকারী।

ব্যবসা প্রতিষ্ঠা: 

ব্যবসার বৈশিষ্ট্য 

GIFT City অত্যন্ত দ্রুত এক আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রে রূপান্তরিত হয়েছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রের  ব্যবসায় প্রতিষ্ঠান আকৃষ্ট হচ্ছে এবং বৈশ্বিক স্বীকৃতি লাভ করছে। এর ক্রমবর্ধমান ব্যবস্থা, শক্তিশালী প্রাতিষ্ঠানিক উপস্থিতি এবং কর্পোরেটদের মধ্যে বাড়তে থাকা জনপ্রিয়তা GIFT-এর বিশ্বের আর্থিক মানচিত্রে গুরুত্ব বৃদ্ধি করছে।

মূল প্রতিষ্ঠান

GIFT City এখন বৈশ্বিক ও দেশীয় শীর্ষ সংস্থা এবং গ্লোবাল কেপেবিলিটি সেন্টার (GCCs)-এর অন্যতম পছন্দের গন্তব্য। এর কৌশলগত অবস্থান, আধুনিক পরিকাঠামো ও প্রগতিশীল নিয়ন্ত্রক পরিবেশ, সেমিকন্ডাক্টর, শক্তি, অর্থনীতি ও প্রযুক্তিসহ নানা খাতের প্রতিষ্ঠানকে আকর্ষণ করছে।

পরিকাঠামোগত উন্নয়ন: গিফট সিটির দৃষ্টিভঙ্গির চালিকাশক্তি

ভারতের বৈশ্বিক আর্থিক ও ব্যবসায়িক প্রবৃদ্ধির দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে GIFT City অত্যাধুনিক পরিকাঠামোর একটি কেন্দ্র হিসেবে উঠে এসেছে। ভারতের প্রথম কার্যকর স্মার্ট সিটি হিসাবে এতে আধুনিক নগর পরিকল্পনা ও প্রযুক্তিনির্ভর পরিকাঠামোর সমন্বয় ঘটেছে।

প্রতিভা এবং শিক্ষার বাস্তুতন্ত্র

GIFT City দক্ষ মানবসম্পদ ও শীর্ষস্থানীয় শিক্ষা–পরিবেশের অনন্য সুবিধা প্রদান করে। আর্থিক ও প্রযুক্তিগত শিক্ষায় বিশ্ব মানের বিশ্ববিদ্যালয়গুলি এখানে ক্যাম্পাস স্থাপন করছে, যা একে আন্তর্জাতিক শিক্ষার প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলছে। আইআইএম আহমেদাবাদ, আইআইটি গান্ধীনগর, গুজরাট মেরিটাইম ইউনিভার্সিটি-সহ শীর্ষ প্রতিষ্ঠানসমূহের উপস্থিতিতে রাজ্যে রয়েছে শক্তিশালী TechFin প্রতিভা–ভাণ্ডার - 

মোট ৮৬,০০০+ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ৭১,০০০+ ফিন্যান্স পেশাদার, ২১,০০০+ ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ। শুধু আহমেদাবাদেই ১.৭ মিলিয়নের বেশি পেশাদার রয়েছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাপকাঠিতে দক্ষ জনশক্তি গত এক বছরে ১৪২% বৃদ্ধি পেয়েছে। 

(Gift) গিফট সিটিতে ব্যবসায়িক সুযোগ- সুবিধা

গতি, স্কেল ও কৌশলগত অবস্থান খুঁজছে এমন আধুনিক প্রতিষ্ঠানের জন্য GIFT City একটি ভবিষ্যৎ–প্রস্তুত ব্যবসায়ী পরিবেশ তৈরি করেছে। সমন্বিত পরিকাঠামো, প্রগতিশীল নীতি কাঠামো এবং দক্ষ মানবসম্পদ- এই তিনের উপর ভিত্তি করে এটি উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতার জন্য আদর্শ। সহায়ক নীতি, কার্যকরী সহজতা এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধি–সম্ভাবনা একে উচ্চমূল্যের বিনিয়োগের অনুকূল গন্তব্যে পরিণত করেছে।

একক বাতায়ন শাসন কাঠামো

GIFT City একক–বাতায়ন প্রশাসনিক কাঠামোর দ্বারা পরিচালিত, যা GIFT নগর উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিজ্ঞপ্তিকৃত এলাকা কমিটি-র অধীনে কার্যকর হয়।

উপসংহার

GIFT City দ্রুত ভারতের শীর্ষ আন্তর্জাতিক আর্থিক ও আইটি হাবে পরিণত হয়েছে, যেখানে বিশ্বমানের পরিকাঠামো, স্মার্ট নগরায়ন ও প্রগতিশীল নীতি সমন্বিত হয়েছে। IFSCA-র কঠোর নিয়ন্ত্রক কাঠামো স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করে। আকর্ষণীয় কর প্রণোদনা ও সরকারি সমর্থনে GIFT City বৈশ্বিক পুঁজির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।
শহরটির সম্প্রসারণ, ফিনটেক-কেন্দ্রিক বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের প্রতি মনোযোগ ইঙ্গিত দেয় যে, ভবিষ্যতের আর্থিক নেতৃত্ব অর্জনে ভারত প্রস্তুত। সুস্থায়ীতা ও উদ্ভাবনকে কেন্দ্র করে GIFT City নিঃসন্দেহে ‘বিকশিত ভারত ২০৪৭’–এর আর্থিক ভরকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। 

তথ্যসূত্র

Ministry of Finance:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139983

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AS356_DlI00X.pdf?source=pqals

Gujarat International Finance Tec-City Company Ltd.:

https://giftgujarat.in/business/ifsc?tab=setting-up-at-GIFT-city

https://giftgujarat.in/business/ifsc?tab=incentives

Click here to see in PDF

***

SSS/SS.


(रिलीज़ आईडी: 2195885) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Tamil