স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

গুরু তেগ বাহাদুরের আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর

प्रविष्टि तिथि: 24 NOV 2025 11:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ নভেম্বর, ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ গুরু তেগ বাহাদুরের আত্মবলিদানের প্রতি নতুন দিল্লিতে আজ শ্রদ্ধা নিবেদন করেছেন।

সমাজ মাধ্যম এক্স-এ একটি পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন, “গুরু তেগ বাহাদুর জি অন্যায় এবং অনৈতিকতার বিরুদ্ধে যে সাহস ও বীরত্ব প্রদর্শন করেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে তা এক অনুপ্রেরণার অঙ্গ। ধর্ম রক্ষায় তিনি নিজের জীবন বলি দিতেও দ্বিধাগ্রস্ত হননি। তাঁর জীবন ভারতের আধ্যাত্মিক চেতনা, সাহস ও আত্মবলিদানের এক চিরন্তন কাহিনী। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমগ্র দেশ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর ৩৫০-তম আত্মবলিদান দিবসকে পালন করবে। সেই সঙ্গে স্মরণ করবে ধর্ম ও সংস্কৃতির প্রতি তাঁর নিষ্ঠাকে। আজ দিল্লিতে আমি গুরু তেগ বাহাদুর জির আত্মবলিদানের প্রতি প্রণতিভরে শ্রদ্ধা নিবেদন করেছি। গুরু তেগ বাহাদুর জির আত্মত্যাগ, সাহস এবং বলিদান আমাদের সকলকে চিরদিন অনুপ্রেরণা জোগাবে।” 

 


SC/AB/NS…


(रिलीज़ आईडी: 2193992) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Telugu