সংস্কৃতিমন্ত্রক
বুদ্ধের পবিত্র দেহাবশেষ ফিরিয়ে আনার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভুটানে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
प्रविष्टि तिथि:
24 NOV 2025 7:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ নভেম্বর, ২০২৫
বুদ্ধের পবিত্র দেহাবশেষ ফিরিয়ে আনার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদল আজ বিকেলে ভুটানে পৌঁছল। নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু। ৮ নভেম্বর, ২০২৫ থেকে এই পবিত্র দেহাবশেষ ভুটানে জনসমক্ষে রাখা হয়েছে।
শ্রী রিজিজুর সঙ্গে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী দাসো শেরিং তোবগের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক উঠে আসে। ভুটান যেভাবে এই দেহাবশেষ সংরক্ষিত রেখেছে তা অত্যন্ত প্রশংসনীয় বলে শ্রী রিজিজু মন্তব্য করেন। এই উপলক্ষে যৌথভাবে গুরু রিনপোচের সঙ্গে সম্পর্কিত ২১টি অঞ্চল নিয়ে একটি পুস্তিকাও প্রকাশ করা হয়। ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন এবং ভারতের সংস্কৃতি মন্ত্রকের সম্মিলিত উদ্যোগে তৈরি হওয়া এই ইংরেজি পুস্তিকার জংখা ভাষায় অনুবাদ করেছে ভুটানের ভারতীয় দূতাবাস।
এদিনই কেন্দ্রীয় মন্ত্রী পালামের বায়ুসেনা ঘাঁটি থেকে ভুটানের উদ্দেশে রওনা হন। বুদ্ধের পবিত্র দেহাবশেষ ভারতে ফিরবে ২৫ নভেম্বর, ২০২৫ তারিখে।
SC/AC/DM...
(रिलीज़ आईडी: 2193982)
आगंतुक पटल : 5