আয়ুষ
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০২৫-এ প্রধান আকর্ষণ আয়ুষ প্যাভিলিয়ন
Posted On:
21 NOV 2025 1:18PM by PIB Kolkata
নতুন দিল্লি ২১ নভেম্বর ২০২৫
আয়ুষ মন্ত্রক ভারতের প্রথাগত স্বাস্থ্য পরিষেবার ঐতিহ্যকে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (আইআইটিএফ) ২০২৫-এ তুলে ধরেছে। যার থিম হল “आयुष के साथ – स्वस्थ भारत, श्रेष्ठ भारत.” । মেলায় এই বিষয় নির্ভর আয়ুষ প্যাভিলিয়নকে ঘিরে সব থেকে বেশি পর্যটক ভিড় জমিয়েছেন। আর্য়ুবেদ, যোগ, প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধা, সোওয়া-রিগপা এবং হোমিওপ্যাথি চিকিৎসায় সুস্থ থাকার সামগ্রিক সমাধান সূত্রের দিক পর্যটকরা জানতে আগ্রহী।
প্রতিটি স্টল আয়ুষ স্বাস্থ্য ব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরেছে। ডিজিটাল পদ্ধতিতে রোগ নির্ণয়, খাদ্যাভ্যাস, বিশেষজ্ঞের পরামর্শ স্টলগুলিতে প্রদর্শিত হচ্ছে। সমস্ত বয়সের মানুষকে আকৃষ্ট করতে তাঁদের প্রত্যক্ষ যোগদানে উৎসাহ দিতে শিক্ষামূলক বিভিন্ন অধিবেশনের পাশাপাশি শরীরের ওপর এই চিকিৎসার সদর্থক প্রভাব কী স্টলগুলিতে তা সরাসরি দেখানো হচ্ছে।
প্যাভিলিয়নে মূল আকর্ষণের আর এক কেন্দ্রবিন্দু হল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আর্য়ুবেদ (এআইআইএ)। এখানে আর্য়ুবেদ নির্ভর খাদ্যাভ্যাসকে বোঝাতে খাদ্যদ্রব্যের প্রায়োগিক দিক এবং শারীরিক নিরাময় ক্ষেত্রে তা কতটা কার্যকরী ভূমিকা পালন করছে, তা দেখানো হচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাগি চিপস্, সোঁথ লাড্ডু, রাগি-উরদের লাড্ডু প্রভৃতি খাদ্যদ্রব্য যা ধ্রুপদী আয়ুর্বেদের সূত্র মেনে তৈরি মেলার স্টলে রাখা হয়েছে। বিশেষজ্ঞরা পর্যটকদের বোঝাচ্ছেন, এই জাতীয় খাদ্যদ্রব্যের শরীরের ওপর পুষ্টিকর প্রভাব বিশেষত রক্তাপ্লতা নিরাময়, হজম প্রক্রিয়াকে উন্নত করা, শরীরে রোগ-প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তা কতটা কার্যকরী। পর্যটকদের এ ব্যাপারে বিস্তারিত জানতে শিক্ষামূলক পুস্তিকা, আর্য়ুবেদ ভিত্তিক খাদ্য তৈরির কৌশল বিশেষ করে প্রথাগত ডাল শস্য, গাছড়া, এবং মশলা শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধক ব্যবস্থাকে কিভাবে শক্তিশালী করতে পারে, তার বিস্তারিত ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে।
জয়পুরের দ্য ন্যাচরাল ইনস্টিটিউট অফ আর্য়ুবেদ (এনআইএ) আয়ুষ খাদ্য সামগ্রীকে তুলে ধরেছে। রাষ্ট্রীয় আর্য়ুবেদ বিদ্যাপীঠ আয়ুষ আহার বিষয়ে আর্য়ুবেদ নির্ভর পুষ্টিকর খাদ্যদ্রব্য সামগ্রী তুলে ধরেছে। দ্য মোরারজী দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা (এমডিএনআইওয়াই) প্যাভিলিয়নে যোগ ভিত্তি বিভিন্ন প্রদর্শন প্রক্রিয়া এবং শিক্ষামূলক বিষয়কে প্রাধান্য দিয়েছে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন (সিসিআরইউএম) এবং দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন যৌথ উদ্যোগে ইউনানি চিকিৎসার বিষয়গুলিকে তুলে ধরেছে। সিদ্ধা পদ্ধতিকে প্যাভিলিয়নে যৌথভাবে তুলে ধরেছে চেন্নাই-এর দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিদ্ধা (এনআইএস) এবং সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন সিদ্ধা (সিসিআরএস) । প্রতিরোধমূলক স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতার ওপর তারা জোর দিয়েছে। দ্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি (সিসিআরএইচ) তাদের বিভিন্ন গবেষণাপত্র, পোস্টার, হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা নিয়ে ডিজিটাল কনটেন্ট এবং তথ্য সমূহ তুলে ধরেছে। প্যাভিলিয়নে চিকিৎসকরা নিখরচায় বিভিন্ন শারীরিক অসুবিধা ও রোগের ক্ষেত্রে কী জাতীয় হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্য নেওয়া যেতে পারে, পর্যটকদের তো বোঝাচ্ছেন। দ্য ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড (এনবিপিবি) বিভিন্ন ঔষধি গাছের গুনাগুন, তাদের ব্যবহারিক দিক, শারীরিক রোগ নিরাময় ক্ষেত্রে তারা কতটা কার্যকরী তার বিস্তারিত তথ্য এবং শিক্ষামূলক উপাদান সমূহ সরাসরি প্রদর্শনীতে তুলে ধরেছে। ভারত রত্ন প্রায়ত অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উদযাপন নিয়ে অটল আয়ুষ মহোৎসব উপলক্ষ্যে ঔষধি গাছের চারা বিরতণ করা হচ্ছে। বাড়িতে এই জাতীয় ঔষধি গাছ কিভাবে রোপন করা যায়, তা জানতে বহু সংখ্যক উৎসাহী পর্যটক এই প্যাভিলিয়নে ভিড় করছেন। আয়ুষ মন্ত্রকের অধীন রাষ্টায়ত্ব সংস্থা ইন্ডিয়ান মেডিসিনস ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন লিমিটিড (আইএমপিসিএল) মৌলিক আর্য়ুবেদ এবং ইউনানি চিকিৎসাকে তাদের প্যাভিলিয়নে তুলে ধরেছে। গুণগতমান সমৃদ্ধ এই সংস্থাকে ঘিরে পর্যটকদের আকর্ষণ ছিল চোখে পড়ার মতো। ২০২৪-২৫ অর্থ বছরে সংস্থাটির বার্ষিক উৎপাদন হয় প্রায় ১৭০ কোটি টাকা। ফার্মাকোপিয়া কমিশন ফর ইন্ডিয়ান মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি (পিসিআইএম অ্যান্ড এইচ) তাদের প্রদর্শনীতে সংস্থা প্রকাশিত নানা পুস্তক, পরীক্ষাগার ব্যবস্থা এবং প্রথাগত চিকিৎসার নানান গুণাগুণকে তুলে ধরেছে। দ্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা অ্যান্ড নেচারোপ্যাথি প্রাকৃতিক চিকিৎসাভিত্তিক পুষ্টি ও সুস্বাস্থ্যের বিষয়টির ওপর আলোকপাত করেছে।
আইআইটিএফ ২০২৫-এ আয়ুষ প্যাভিলিয়নকে ঘিরে সবথেকে বেশি পর্যটক ভিড় করেন। নানা সামগ্রী এখানে প্রদর্শিত হয়। অনেকে নিখরচায় তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করান। আয়ুষ ঔষধও পর্যটকদের বিনামূল্যে দেওয়া হয়। এর মাধ্যমে আয়ুষ মন্ত্রকের রোগ প্রতিরোধমূলক, সাশ্রয়ী এবং জনসম্প্রদায় ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের দায়বদ্ধতাও ফুটে উঠছে।
SC/AB/CS
(Release ID: 2192727)
Visitor Counter : 5