রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

সিমেন্টের ওপর শুল্ক কমালো রেল, গরিব ও মধ্যবিত্তের আবাসনে সহায়তা

Posted On: 18 NOV 2025 5:54PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ নভেম্বর ২০২৫

 


রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সিমেন্ট পরিবহনের ক্ষেত্রে শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন। নতুন দিল্লির রেল ভবনে সরকারি নীতির কথা ঘোষণা করে তিনি বলেন, এই সংস্কারের ফলে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর বাসগৃহ নির্মাণের খরচ অনেক কমবে। তিনি জানান, নতুন হার অনুযায়ী প্রতি কিলোমিটারে প্রতি টন সিমেন্টের মাশুল রাখা হয়েছে ৯০ পয়সা। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারতীয় রেল এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে। 

রেলমন্ত্রী জানান, রেল নেটওয়ার্কের দৈনিক সম্প্রসারণ ৪ কিলোমিটার (২০০৪ – ২০১৪) থেকে বেড়ে এখন ১২-১৪ কিলোমিটারে দাঁড়িয়েছে। ১০০ শতাংশ ব্রডগেজ লাইনের বৈদ্যুতিকীকরণ করা হয়েছে। এছাড়া ১৩০০-র বেশি অমৃত ভারত স্টেশনের কাজ চলছে বলে জানান তিনি। 

রেলমন্ত্রী বলেন, পণ্য চলাচল মসৃণ করতে বড় বড় সিমেন্ট টার্মিনাল গড়ে তোলা হবে এবং সেগুলিকে রেলপথের সঙ্গে সরাসরি যুক্ত করা হবে। আধুনিক যান্ত্রিক পদ্ধতিতে সিমেন্ট ওঠানো-নামানোর ফলে সময়ের অনেক সাশ্রয় হবে।
 

 

SC/MP/AS


(Release ID: 2191669) Visitor Counter : 6