PIB Headquarters
ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস : ভারতের জল সংরক্ষণে অগ্রদূতদের সম্মাননা
प्रविष्टि तिथि:
18 NOV 2025 6:55PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৮ নভেম্বর ২০২৫
মূল বিষয়
'জল শক্তি অভিযান’ এবং ‘প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা’-র মতো উদ্যোগগুলি ভারতের জল নিরাপত্তাকে শক্তিশালী করেছে।
ষষ্ঠ ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস ১০-টি বিভাগে ৪৬ জন বিজয়ীকে তাঁদের অনুপ্রেরণামূলক উদ্ভাবন এবং বিভিন্ন গোষ্ঠী চালিত জল সংরক্ষণ প্রয়াসের জন্য সম্মানিত করেছে।
দেশজুড়ে অসামান্য বিভিন্ন গোষ্ঠী দ্বারা জল সংরক্ষণ উদ্যোগের জন্য এই পুরস্কারের সঙ্গেই প্রথম ‘জল সঞ্চয় জন ভাগীদারি’ পুরস্কার, ২০২৫-ও প্রদান করা হয়েছে।
সংরক্ষণ যখন সমষ্টিগত লক্ষ্যে পরিণত হয়
ভারতের সমৃদ্ধি ও ঐতিহ্যের মূলে রয়েছে জল। তাই একটি সুদৃঢ় ভবিষ্যতের লক্ষ্যে ভারত জল সংরক্ষণে এক সম্মিলিত উদ্যোগ নিয়েছে। এই প্রয়াসকে উৎসাহ দিতে ২০১৮ সালে ‘ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস’ চালু করা হয়। এর মূল লক্ষ্য - জল সংরক্ষণে নেতৃত্ব ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি দেওয়া এবং সর্বস্তরে সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহারের অভ্যাস গড়ে তোলা।
জাতীয় জল পুরস্কারের নেপথ্যের দর্শন
‘জল সমৃদ্ধ ভারত’ গড়ার লক্ষ্যে চালু হওয়া এই পুরস্কার জল সংরক্ষণে উদ্ভাবন, জনসচেতনতা এবং সম্মিলিত প্রয়াসকে স্বীকৃতি দেয়। ২০২৪ সালের ৬ষ্ঠ সংস্করণে ৭৫১-টি আবেদনের মধ্য থেকে ৪৬ জন বিজয়ীকে ১৮ নভেম্বর, ২০২৫-এ পুরস্কৃত করা হয়। এতে সেরা রাজ্যের তালিকায় মহারাষ্ট্র প্রথম, গুজরাট দ্বিতীয় এবং হরিয়ানা তৃতীয় স্থান অধিকার করেছে।
পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখতে, অনুগ্রহ করে নিচের লিঙ্কটি দেখুন:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188704&
জল সঞ্চয় জন ভাগীদারি পুরস্কার
‘জল শক্তি অভিযান: ক্যাচ দ্য রেইন’-এর অধীনে চালু হওয়া ‘জল সঞ্চয় জন ভাগীদারি পুরস্কার’ মূলত গোষ্ঠী চালিত জল সংরক্ষণ এবং ভূগর্ভস্থ জল নিরাপত্তাকে শক্তিশালী করার প্রয়াসকে স্বীকৃতি দেয়। এই উদ্যোগের মাধ্যমে ৩৫ লক্ষ রিচার্জ কাঠামো তৈরি করা সম্ভব হয়েছে, যার ফলে জনগণের অংশগ্রহণ মূল লক্ষ্যমাত্রাকে অনেক গুণ ছাড়িয়ে গেছে।
সেরা কার্যসম্পাদনকারী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল
প্রথম স্থান তেলেঙ্গানা
দ্বিতীয় স্থান ছত্তিশগড়
৩য় স্থান রাজস্থান
পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখতে, অনুগ্রহ করে নিচের লিঙ্কটি দেখুন:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188706
ভারতের জল-সুরক্ষিত ভবিষ্যতের রূপদান
ভারত তার জল ভবিষ্যৎ সুরক্ষিত করতে, সহনশীলতা জোরদার করতে এবং দেশজুড়ে গোষ্ঠীগুলির জন্য সুস্থায়ী প্রবেশাধিকার নিশ্চিত করতে বিস্তৃত পরিসরের রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণ করছে।
জল শক্তি অভিযান: ক্যাচ দ্য রেইন
২০২১ সালে প্রধানমন্ত্রীর চালু করা ‘জল শক্তি অভিযান: ক্যাচ দ্য রেইন’ একটি দেশব্যাপী জল সংরক্ষণ উদ্যোগ। "যেখানে বৃষ্টি পড়ে, যখন বৃষ্টি পড়ে, সেখানেই তা ধরুন" -এই স্লোগানের ভিত্তিতে এই অভিযানটি বৃষ্টির জল সংগ্রহ, জলাশয়ের পলি অপসারণ এবং নতুন কাঠামো তৈরির মাধ্যমে সুস্থায়ী জল ব্যবস্থাপনার ওপর জোর দেয়।
অটল ভূজল যোজনা : এটি ২০১৯ সালে চালু হয়েছিল, এটি হল ৭টি রাজ্যের জল-সংকটপূর্ণ গ্রাম পঞ্চায়েতগুলির জন্য একটি সম্প্রদায়-চালিত ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা প্রকল্প।
এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৮১,০০০ সরবরাহ-ভিত্তিক কাঠামো নির্মাণ বা সংস্কার করা হয়েছে এবং ৯ লক্ষ হেক্টর জমিকে দক্ষ জল-ব্যবহারের আওতায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা : এটি কৃষিক্ষেত্রে জল ব্যবহারের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে “হর খেত কো পানি” এবং “প্রতি ফোঁটায় অধিক ফসল” (মোর ক্রপ পার ড্রপ) নিশ্চিত করার প্রকল্প। এটি ক্ষুদ্র সেচ ও সমন্বিত ব্যবস্থাপনার সাহায্যে সেচের আওতা বৃদ্ধি করে ফসলের উৎপাদনশীলতা বাড়ায়।
অম্রুত ২.০: অটল পুনরুজ্জীবন এবং শহুরে রূপান্তর মিশন - অম্রুত ২.০ মিশন শহরগুলিকে স্বনির্ভর এবং জল-সুরক্ষিত করার লক্ষ্যে কাজ করে। এই উদ্যোগের মাধ্যমে সমস্ত সংবিধিবদ্ধ শহরে নলবাহিত জলের সংযোগ এবং ৫০০-টি শহরে সম্পূর্ণ নিকাশি ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। মিশনের অধীনে ১,১৪,২২০.৬২ কোটি টাকা মূল্যের প্রকল্প এবং ১৮১ লক্ষ নতুন ট্যাপ সংযোগ মঞ্জুর করা হয়েছে।
জল জীবন মিশন : ২০১৯ সালে চালু হওয়া ‘জল জীবন মিশন’-এর মূল লক্ষ্য - প্রতিটি গ্রামীণ পরিবারে নলবাহিত জলের সংযোগ নিশ্চিত করা। এই মিশনের মাধ্যমে ইতিমধ্যে ১২.৫০ কোটি পরিবারে নতুন সংযোগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি এটি ভূগর্ভস্থ জল রিচার্জ এবং জল সংরক্ষণকেও উৎসাহিত করছে।
উপসংহার
ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস শুধুমাত্র একটি স্বীকৃতি নয়, এটি দেশজুড়ে প্রভাবশালী জল উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি আন্দোলন। রাজ্য, সংস্থা ও ব্যক্তিদের প্রয়াসের উদযাপন করে এই পুরস্কার জল সংরক্ষণকে দৈনন্দিন জীবন ও প্রশাসনে একীভূত করে। এটি একটি সচেতনতার সংস্কৃতি গড়ে তোলে, যেখানে জলকে জাতীয় প্রগতির অপরিহার্য ঐতিহ্য হিসাবে মূল্য দেওয়া হয়। এই সম্মিলিত অঙ্গীকার প্রমাণ করে যে জল নিরাপত্তা নিশ্চিত করার কাজটি ইতিমধ্যেই কার্যকর হচ্ছে।
তথ্যসূত্র
Ministry of Jal Shakti
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188704
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188706
https://www.mygov.in/campaigns/national-water-awards/
https://www.myscheme.gov.in/schemes/nwa
https://jsactr.mowr.gov.in/Website/index.aspx
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147817
https://cgwb.gov.in/en/pmksy-hkkp-ground-water#:~:text=Pradhan%20Mantri%20Krishi%20Sinchayee%20Yojana,2019
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2182568
https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx
Press Information Bureau
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=154737&NoteId=154737&ModuleId=3
Click here to see pdf
SSS/AS.....
(रिलीज़ आईडी: 2191630)
आगंतुक पटल : 4