প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

Posted On: 15 NOV 2025 8:22AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ নভেম্বর ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন যে ঝাড়খণ্ড, প্রাণবন্ত আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ একটি গৌরবময় ভূমি। ভগবান বিরসা মুন্ডার উত্তরাধিকারের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন,  যে এই পবিত্র ভূমির ইতিহাস সাহসিকতা, সংগ্রাম এবং মর্যাদার অনুপ্রেরণামূলক গল্পে পরিপূর্ণ।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী রাজ্যবাসীর অবিরাম অগ্রগতি ও সমৃদ্ধির শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহান স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। তিনি বলেন যে, জনজাতিয় গৌরব দিবস উপলক্ষে সমগ্র দেশ কৃতজ্ঞচিত্তে মাতৃভূমির সম্মান ও মর্যাদা রক্ষায় তাঁর অতুলনীয় অবদানের কথা স্মরণ করছে। প্রধানমন্ত্রী আরও বলেন যে, বিদেশী শাসনকালে অন্যায়ের বিরুদ্ধে ভগবান বিরসা মুন্ডার সংগ্রাম ও আত্মত্যাগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

“জন জাতিয় সভ্যতায় সমৃদ্ধ গৌরবময়  রাজ্য ঝাড়খণ্ডের সমস্ত বাসিন্দাদের রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা।ভগবান বিরসা মুন্ডার এই জন্মভূমির ইতিহাস সাহসিকতা, সংঘর্ষ ও আত্মাভিমানে পরিপূর্ণ। আজ এই বিশেষ দিনে সকল রাজ্যবাসী ও তাদের পরিবারের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করি।”
“ দেশের মহান স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকীতে শত-শত প্রণাম জানাই। জন জাতিয় গৌরব দিবসের এই পূণ্য লগ্নে সমগ্র দেশ মাতৃভূমির আত্মাভিমান রক্ষায় তাঁর অভূতপুর্ব ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বিদেশী শাসনকালে অন্যায়ের বিরুদ্ধে তাঁর সংঘর্ষ ও আত্মত্যাগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

 

SC/PM/AS


(Release ID: 2190296) Visitor Counter : 4