সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভূটানে বুদ্ধের পবিত্র অবশেষ দেখতে ভক্তদের ধর্মীয় উচ্ছাস ধরা পড়েছে দীর্ঘ লাইনে

Posted On: 14 NOV 2025 3:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ নভেম্বর, ২০২৫ 

 

ভুটানের থিম্পুতে অন্যতম তিব্বতীয় বৌদ্ধ কেন্দ্র তাশিচোডজং-এর গ্র্যান্ড কুয়েনারে বুদ্ধের পবিত্র অবশেষে হাজার হাজার ভক্ত তাদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। 

বরিষ্ঠ ভারতীয় সন্ন্যাসীদের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারত থেকে বুদ্ধের এই পবিত্র অবশেষ নিয়ে সেখানে যান। তাঁরা সেখানে স্থানীয় ভক্তদের আশীর্বাদ করেন এবং বিশেষ ধর্মীয় উপাসনাও পরিচালনা করেন। ভুটানে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠই বৌদ্ধ ধর্মাবলম্বী।  

ভারতে জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃত এই পবিত্র অবশেষ দেখতে অনেক সকাল থেকে মঠে ভক্তদের দীর্ঘলাইন চোখে পড়ে। ভক্তদের সেই লাইন ক্রমশই প্রসারিত হয়। শুক্রবারের এই দীর্ঘ লাইন প্রমাণ করে ভুটানের জনসাধারণের মধ্যে ধর্মীয় ভাবাবেগ কতখানি প্রবল ও সুনিবিড়। 

ঐতিহাসিক এবং গভীর আধ্যাত্মিক অভিপ্রায়ের অঙ্গ হিসেবে নতুন দিল্লির জাতীয় সংগ্রহালয় রাখা ভগবান বুদ্ধের এই পবিত্র অবশেষ থিম্পুতে পৌঁছয় ৮ নভেম্বর। বিশ্ব শান্তি প্রার্থনা উৎসব (জিপিপিএফ)-এর জন্য ভুটানকে ভারতের তরফ থেকে এই শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পবিত্র এই অবশেষ তাশিচোডজং-এর গ্র্যান্ড কুয়েনারে ১৮ নভেম্বর পর্যন্ত রাখা থাকবে এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তা আবার ভারতে পাঠানো হবে। 

ভূটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক-এর ৭০-তম জন্মবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে বুদ্ধের এই পবিত্র অবশেষ সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়। তিনি তাঁর দূরদর্শী নেতৃত্বে ভূটানে গণতন্ত্রের প্রসার এবং বিশ্বের বৃহত্তম বজ্রযান বৌদ্ধ রাজধানী হিসেবে রাষ্ট্রের পরিচিতিকে শক্তিশালী করেছেন। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ১১ থেকে ১২ নভেম্বর দুদিনের ভুটান সফরের অঙ্গ হিসেবে এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এর মধ্যে দিয়ে দুদেশের গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সংযোগ ফুটে ওঠে। 

ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ নিয়ে এই প্রদর্শনী ভূটানে দ্বিতীয়। আন্তর্জাতিক বৌদ্ধ সংঘ (আইবিসি) এবং জাতীয় সংগ্রহালয়ের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের বিটিআই বিভাগ। ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত থিম্পুতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে আইবিসি-এর উদ্যোগে তিনটি থিম নির্ভর প্রদর্শনীও তাশিচোডজং-এর গ্র্যান্ড কুয়েনারে এবং কাজা থ্রম-এ প্রদর্শিত হচ্ছে। এই তিনটি প্রদর্শনীর বিষয় যথাক্রমে 
১) গুরু পদ্মসম্ভবা : ভারতে বিখ্যাত গুরুদের জীবন ও পবিত্র পীঠগুলির সন্ধান 
২) শাক্যের পবিত্র পরম্পরা : বৌদ্ধ অবশেষগুলির গুরুত্ব ও উদ্ধার 
৩) বুদ্ধের জীবন ও শিক্ষা 
এই ঐতিহাসিক প্রদর্শনীতে ভারতের অংশগ্রহণ ভারত ও ভুটান দুদেশের মধ্যে অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য এবং সুস্থায়ী ঐতিহ্যগত বন্ধনকে তুলে ধরেছে। দুদেশের সম্পর্ককে যা ক্রমেই নিবিড় করে তুলছে।       
 


SC / AB /AG


(Release ID: 2190129) Visitor Counter : 3