নির্বাচনকমিশন
বিহারে নির্বাচন সফলভাবে সম্পন্ন – পুনর্নির্বাচনের সংখ্যা শূন্য, এসআইআর – এ আবেদনের সংখ্যাও শূন্য
Posted On:
13 NOV 2025 5:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ নভেম্বর, ২০২৫
নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ সফলভাবে সম্পন্ন করেছে। ভোটের হার ৬৭.১৩ শতাংশ, যা ১৯৫১ সালের পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। ১৪ নভেম্বর যাতে নির্বিঘ্নে ভোট গণনা হয়, তার যাবতীয় ব্যবস্থাও নির্বাচন কমিশন করেছে।
বিহার বিধানসভা নির্বাচনে কোনও বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠেনি, ২ হাজার ৬১৬ জন প্রার্থী অথবা ১২টি স্বীকৃত রাজনৈতিক দলের কেউ-ই পুনর্নির্বাচনের অনুরোধ জানায়নি।
বিহারে এসআইআর – এ চূড়ান্ত তালিকায় ৭ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৮৫৮ জন ভোটদাতার নাম উঠেছে। ৩৮টি জেলার কোথাও ১২টি স্বীকৃত রাজনৈতিক দল পুনর্বিবেচনার কোনও আবেদন জানায়নি।
রাজ্যজুড়ে ২৪৩টি বিধানসভা আসনের ভোট গণনার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। এজন্য ২৪৩ জন রিটার্নিং অফিসার নিযুক্ত হয়েছেন। তাঁরা ২৪৩ জন গণনা পরিদর্শক এবং প্রার্থী ও তাঁদের এজেন্টদের উপস্থিতিতে কাজ করবেন।
মোট ৪ হাজার ৩৭২টি গণনা টেবিল রয়েছে। প্রতিটিতে ১ জন করে কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো অবজার্ভার রয়েছেন। এছাড়াও, উপস্থিত থাকবেন প্রার্থীদের ১৮ হাজারেরও বেশি কাউন্টিং এজেন্ট।
১৪ নভেম্বর সকাল ৮টায় ভোট গণনা শুরু হবে। কমিশনের নির্দেশানুযায়ী, প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে। সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হবে ইভিএম – এর গণনা। ইভিএম গণনার আগে পোস্টাল ব্যালটের গণনা শেষ করতে হবে। পোস্টাল ব্যালটের গণনা হবে প্রার্থী অথবা তাঁদের কাউন্টিং এজেন্ট-দের উপস্থিতিতে।
ইভিএম গণনার সময়ে কন্ট্রোল ইউনিটগুলি রাউন্ডমাফিক গণনা টেবিলে আনা হবে। সেগুলি সীল অক্ষত রয়েছে কিনা, তা কাউন্টিং এজেন্টদের দেখিয়ে সিরিয়াল নম্বর মেলানো হবে। ইভিএম -এ যত ভোট পড়েছে, তা ফর্ম ১৭সি-র এন্ট্রির সঙ্গে মেলানো হবে। কোথাও কোনও গড়মিল দেখা দিলে বাধ্যতামূলকভাবে ভিভিপ্যাট স্লিপ গণনা করতে হবে।
ইভিএম গণনা শেষ হওয়ার পর, প্রতি কেন্দ্রের ৫টি বুথ এলোমেলোভাবে বেছে নিয়ে, সেগুলির ভিভিপ্যাট যাচাই করতে হবে। প্রার্থী এবং তাঁদের কাউন্টিং এজেন্টদের উপস্থিতিতে এই স্লিপগুলি ইভিএম-এর ফলের সঙ্গে মেলাতে হবে।
সব ফলাফল সংযুক্ত করে কেন্দ্র-ভিত্তিক ও রাউন্ড-ভিত্তিক ফলাফল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://results.eci.gov.in – এ আপলোড করবেন। উড়ো খবরে কান না দিয়ে সঠিক ও নির্ভুল তথ্য জানতে নির্বাচন কমিশন টিভি চ্যানেল, ইন্টারনেট মিডিয়া চ্যানেল সহ আগ্রহী সকলকে একমাত্র এই পোর্টালটি দেখতে পরামর্শ দিচ্ছে।
SC/SD/SB
(Release ID: 2189953)
Visitor Counter : 1852