শিল্পওবাণিজ্যমন্ত্রক
রেল বাণিজ্য সংযোগ জোরদার করতে ভারত ও নেপালের মধ্যে চুক্তি
Posted On:
13 NOV 2025 3:30PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৩ নভেম্বর ২০২৫
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রী অনিল কুমার সিনহার মধ্যে নতুন দিল্লিতে আজ এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে ট্রানজিট চুক্তির প্রটোকল সংশোধন করে দুই দেশ বিনিময় পত্রের (লেটার অফ এক্সচেঞ্জ) আদান-প্রদান করেছে। এরফলে, ব্যাপকতর সংজ্ঞার আওতায় ভারতের যোগবাণী এবং নেপালের বিরাটনগরের মধ্যে রেলে পণ্য পরিবহণ সহজতর হবে। কলকাতা-যোগবাণী, কলকাতা-নৌতনওয়া (সুনাউলি) এবং বিশাখাপত্তনম-নৌতনওয়া (সুনাউলি)-র মতো প্রধান ট্রানজিট করিডরগুলি এর আওতায় আসবে। এতে দু’দেশের মধ্যে এবং নেপালের সঙ্গে তৃতীয় দেশের বহুমুখী বাণিজ্য সংযোগ জোরদার হবে।
এই বিনিময় পত্রের সুবাদে যোগবাণী ও বিরাটনগরের মধ্যে সরাসরি রেল সংযোগ স্থাপিত হবে। কলকাতা ও বিশাখাপত্তম বন্দর থেকে নেপালের বিরাটনগরের কাছে মোরাং জেলায় নেপাল কাস্টমস ইয়ার্ড কার্গো স্টেশনে পণ্য সহজেই পৌঁছে দেওয়া যাবে। ভারত সরকারের সহায়তায় এই রেল সংযোগ গড়ে তোলা হয়েছে। ২০২৩ সালের ১ জুন ভারত ও নেপালের প্রধানমন্ত্রী যৌথভাবে এর উদ্বোধন করেছিলেন।
বৈঠকে সংযুক্ত সীমান্ত চৌকি ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ সহ আন্তঃসীমান্ত সংযোগ ও বাণিজ্য বৃদ্ধির দ্বিপাক্ষিক প্রয়াসকে স্বাগত জানানো হয়। ভারত নেপালের বৃহত্তম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার, নেপালের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই হয় ভারতের সঙ্গে। এইসব নতুন উদ্যোগ দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সংযোগকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
SC/SD/CS…
(Release ID: 2189749)
Visitor Counter : 3