PIB Headquarters
জাতীয় আইনি সেবা দিবস
ভারতের আইনি সহায়তা ও সচেতনতা উদ্যোগসমূহ
Posted On:
08 NOV 2025 11:46AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ নভেম্বর ২০২৫
মূল বিষয়বস্তু
প্রতি বছর ৯ নভেম্বর পালন করা হয় জাতীয় আইনি সেবা দিবস, ১৯৮৭ সালের আইনি সেবা কর্তৃপক্ষ আইন স্মরণে, যার মাধ্যমে আর্থিকভাবে দুর্বলদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন সংস্থা গঠিত হয়।
ভারতের আইনি সহায়তা ব্যবস্থা ২০২২–২৫ সালের মধ্যে ৪৪.২২ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে এবং ২৩.৫৮ কোটি মামলা লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
২০২২–২৩ থেকে ২০২৪–২৫ সালের মধ্যে ২৩.৫৮ কোটি মামলা নিষ্পত্তি হয়েছে রাজ্য, স্থায়ী ও জাতীয় লোক আদালতের মাধ্যমে।
২.১০ কোটি মানুষ (২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) পেয়েছেন প্রি-লিটিগেশন পরামর্শ, প্রো বোনো সেবা, আইনি প্রতিনিধিত্ব ও সচেতনতা DISHA প্রকল্পের মাধ্যমে।
ভূমিকা
ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার ও আইনের অধীনে সমান সুরক্ষা প্রদান করে। তবুও, অজ্ঞতা, দারিদ্র্য, প্রাকৃতিক বিপর্যয়, অপরাধ বা আর্থিক অক্ষমতার কারণে বহু মানুষ ন্যায়বিচারের নাগাল পান না।
এই অবস্থার পরিবর্তনের জন্যই ১৯৮৭ সালের আইনি সেবা কর্তৃপক্ষ আইন-এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় লিগ্যাল সার্ভিসেস অথরিটিজ — সমাজের প্রান্তিক ও বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ও দক্ষ আইনি সেবা প্রদানের লক্ষ্যে। আইনটি ১৯৯৫ সালের ৯ নভেম্বর কার্যকর হয় এবং এই দিনটি প্রতি বছর জাতীয় আইনি সেবা দিবস হিসেবে পালিত হয়।
এই দিনে সারা দেশের রাজ্য আইনি সেবা কর্তৃপক্ষগুলি বিনামূল্যে আইনি সহায়তা ও অন্যান্য সেবা সম্পর্কে সচেতনতা শিবির আয়োজন করে।
আইনি সেবা কর্তৃপক্ষ ছাড়াও, ফাস্ট ট্র্যাক কোর্ট ও অন্যান্য বিশেষ আদালত মামলার দ্রুত নিষ্পত্তিতে সহায়তা করে। পাশাপাশি, আইনি সচেতনতা কর্মসূচি, প্রশিক্ষণ উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার ন্যায়বিচারকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করেছে।
আইনি সেবা কর্তৃপক্ষ
১৯৮৭ সালের আইনি সেবা কর্তৃপক্ষ আইন সারা দেশে আইনি সহায়তা সংস্থা প্রতিষ্ঠা করে যাতে অর্থনৈতিক বা সামাজিক বাধার কারণে কোনও নাগরিক ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।
এই আইনের অধীনে তিন-স্তর বিশিষ্ট কাঠামো তৈরি হয়:
জাতীয় আইনি সেবা কর্তৃপক্ষ (NALSA) — ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বে।
রাজ্য আইনি সেবা কর্তৃপক্ষ (SLSA) — সংশ্লিষ্ট রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে।
জেলা আইনি সেবা কর্তৃপক্ষ (DLSA) — জেলার জেলা বিচারকের নেতৃত্বে।
আইনি সহায়তা তহবিল কেন্দ্র ও রাজ্য সরকার এবং অনুদানের মাধ্যমে পরিচালিত হয় তিন স্তরে:
কেন্দ্রীয় অর্থায়ন বা অনুদান: ন্যাশনাল লিগ্যাল এইড ফান্ড-এর মাধ্যমে জাতীয় কর্তৃপক্ষকে।
রাজ্য অর্থায়ন বা অনুদান: স্টেট লিগ্যাল এইড ফান্ড-এর মাধ্যমে রাজ্য কর্তৃপক্ষকে।
জেলা অর্থায়ন বা অনুদান: ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফান্ড-এর মাধ্যমে জেলা কর্তৃপক্ষকে।
গত তিন বছরে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২–২৩ থেকে ২০২৪–২৫ পর্যন্ত, ৪৪.২২ লক্ষ মানুষ আইনি সহায়তা ও পরামর্শ পেয়েছেন আইনি সেবা কর্তৃপক্ষের মাধ্যমে।
যে কেউ বিনামূল্যে আইনি সহায়তা পেতে যোগ্য, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কমিটির কাছে আবেদন করতে পারেন।
লিখিতভাবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে অথবা মৌখিকভাবে (সেক্ষেত্রে কর্মকর্তা বা প্যারা-লিগ্যাল স্বেচ্ছাসেবক আবেদন নথিভুক্ত করতে সাহায্য করেন)।
আবেদন অনলাইনে করা যায় NALSA, রাজ্য বা জেলা আইনি সেবা কর্তৃপক্ষের ওয়েবসাইটে উপলব্ধ Legal Aid Application Portal–এর মাধ্যমে।
সরাসরি NALSA-তে প্রাপ্ত আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা পর্যালোচনা করে এবং প্রয়োজন অনুসারে পরামর্শ, কাউন্সেলিং বা আদালতে প্রতিনিধিত্বের জন্য আইনজীবী নিয়োগ করে।
যদি আবেদন গৃহীত হয়:
আবেদনকারীকে নিযুক্ত আইনজীবীর নাম-সহ নিয়োগপত্র দেওয়া হয়।
আইনজীবী আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করেন বা আবেদনকারী নিজেও যোগাযোগ করতে পারেন।
ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (ফ্রি অ্যান্ড কম্পিটেন্ট লিগ্যাল সার্ভিসেস) রেগুলেশনস, ২০১০-এর নিয়ম ৭(২) অনুযায়ী, আবেদন পাওয়ার সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।
আবেদন অবস্থা জানার উপায়
শারীরিক আবেদন: ডাক বা ইমেলের মাধ্যমে আপডেট পাঠানো হয়।
অনলাইন আবেদন: আবেদন নম্বর জেনারেট হয়, যা দিয়ে অনলাইনে স্টেটাস দেখা যায়।
সরকারি বিভাগ বা CPGRAMS-এর মাধ্যমে: ইমেল মারফত জানানো হয় এবং স্ক্যান কপি ও মন্তব্য দেখা যায় CPGRAMS ও লিগ্যাল সার্ভিসেস অথরিটি ওয়েবসাইটে।
লোক আদালত
আইনের অধীনে লোক আদালত ও স্থায়ী লোক আদালত গঠন করা হয়েছে, যা বিকল্প বিরোধ নিষ্পত্তি সংস্থা হিসেবে কাজ করে। এখানে মামলা বা বিবাদ বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি হয় — বিচারপূর্ব বা বিচারাধীন অবস্থায়। ২০২২–২৩ থেকে ২০২৪–২৫ সালের মধ্যে ২৩.৫৮ কোটি মামলা নিষ্পত্তি হয়েছে রাজ্য, স্থায়ী ও জাতীয় লোক আদালতের মাধ্যমে।
LADCS প্রকল্প NALSA-র অধীনে অপরাধমূলক মামলায় যোগ্য নাগরিকদের বিনামূল্যে প্রতিরক্ষা আইনজীবী সরবরাহ করে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৬৬৮-টি জেলায় LADCS অফিস চালু হয়েছে।
২০২৩–২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ১১.৪৬ লক্ষ নির্ধারিত মামলার মধ্যে ৭.৮৬ লক্ষ মামলা নিষ্পত্তি হয়েছে।
প্রকল্পের আর্থিক বরাদ্দ ২০২৩–২৪ থেকে ২০২৫–২৬ মেয়াদের জন্য ₹৯৯৮.৪৩ কোটি।
ন্যায়বিচারে সর্বজনীন প্রবেশাধিকার – DISHA প্রকল্প
আধুনিক প্রযুক্তি এখন আইনি সেবা সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলেছে। DISHA (Designing Innovative Solutions for Holistic Access to Justice) প্রকল্পের আওতায় ২.১০ কোটি মানুষ (২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) পেয়েছেন বিচারপূর্ব পরামর্শ, প্রো বোনো সেবা, আইনগত প্রতিনিধিত্ব ও সচেতনতা। প্রকল্পটি ২০২১–২০২৬ মেয়াদে বাস্তবায়িত হচ্ছে, যার আর্থিক বরাদ্দ ₹২৫০ কোটি (ভারত সরকারের তহবিল থেকে)।
টেলি–আইন কলের শতাংশভিত্তিক বিভাজন
৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত:

আইনি সচেতনতা কর্মসূচি
অনেক মানুষ তাদের অধিকার বা আইনগত প্রক্রিয়া সম্পর্কে অবগত নন। তাই NALSA শিশু, শ্রমিক, বিপর্যস্ত মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনি সচেতনতা কর্মসূচি পরিচালনা করে।
২০২২–২৩ থেকে ২০২৪–২৫ পর্যন্ত, ১৩.৮৩ লক্ষেরও বেশি সচেতনতা কর্মসূচি আয়োজিত হয়েছে এবং প্রায় ১৪.৯৭ কোটি মানুষ এতে অংশগ্রহণ করেছেন।
ন্যায়বিচার বিভাগ DISHA প্রকল্পের অধীনে Legal Literacy and Legal Awareness Programme (LLLAP) চালায়, যার আওতায় উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের ২২-টি নির্ধারিত ভাষা ও উপভাষায় প্রচার উপকরণ তৈরি করা হয়েছে। দূরদর্শন ছয়টি ভাষায় ৫৬-টি আইনি সচেতনতা অনুষ্ঠান প্রচার করেছে, যা ৭০.৭০ লক্ষ মানুষ দেখেছেন। ২০২১–২৫ সময়কালে সরকারি সোশ্যাল মিডিয়া চ্যানেলে ২১-টি ওয়েবিনার সম্প্রচারিত হয়েছে। সব মিলিয়ে, LLLAP কর্মসূচি ১ কোটিরও বেশি মানুষকে পৌঁছেছে।
ফাস্ট ট্র্যাক ও অন্যান্য আদালত
ফাস্ট ট্র্যাক কোর্ট (FTC) গঠন করা হয়েছে নারীর প্রতি সহিংসতা, শিশু নির্যাতন, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং দীর্ঘদিনের সম্পত্তি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য। ১৪-তম অর্থ কমিশন ২০১৫–২০ সময়কালে ১,৮০০ FTC সুপারিশ করেছিল; ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ৮৬৫-টি FTC কার্যকর রয়েছে।
২০১৯ সালের অক্টোবর মাসে চালু হওয়া কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতায় Fast Track Special Courts (FTSCs) বিশেষ যৌন অপরাধের মামলা, বিশেষ করে POCSO আইন সংক্রান্ত মামলা নিষ্পত্তি করছে। ২০২৫ সালের জুন পর্যন্ত ৭২৫-টি FTSC, যার মধ্যে ৩৯২-টি একচেটিয়া POCSO আদালত, ২৯-টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু রয়েছে এবং এ পর্যন্ত ৩,৩৪,২১৩-টি মামলা নিষ্পত্তি করেছে।
প্রকল্পটি ২০১৯–২০ সালে ₹৭৬৭.২৫ কোটি (এর মধ্যে ₹৪৭৪ কোটি নির্ভয়া তহবিল থেকে) বরাদ্দ নিয়ে শুরু হয় এবং বর্তমানে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে, নতুন বরাদ্দ ₹১,৯৫২.২৩ কোটি (এর মধ্যে ₹১,২০৭.২৪ কোটি নির্ভয়া তহবিল থেকে)।
অন্যান্য আদালত
গ্রাম ন্যায়ালয় (Gram Nyayalayas) হল, গ্রামীণ আদালত, যা গ্রামে সহজ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করে। মার্চ ২০২৫ পর্যন্ত ৪৮৮-টি গ্রাম ন্যায়ালয় চালু রয়েছে।
নারী আদালত (Nari Adalat) — মিশন শক্তি প্রকল্পের অধীনে নারী সুরক্ষা, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে পরিচালিত হয়। গার্হস্থ্য হিংসা ও অন্যান্য লিঙ্গভিত্তিক সহিংসতা আলোচনা, মধ্যস্থতা ও পুনর্মিলন–এর মাধ্যমে নিষ্পত্তি করে। এগুলি সাত–নয়জন মহিলার নেতৃত্বে পরিচালিত হয়।
বর্তমানে অসম রাজ্যের ৫০-টি গ্রাম পঞ্চায়েত ও জম্মু ও কাশ্মীরের ৫০-টি গ্রাম পঞ্চায়েতে পরিচালিত হচ্ছে।
এটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়িত হচ্ছে নিম্নরূপভাবে:
ষোলটি রাজ্যে, প্রতিটিতে ১০-টি করে গ্রাম পঞ্চায়েতে, যথা —
গোয়া, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরল, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, মহারাষ্ট্র, বিহার এবং কর্ণাটক।
দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে, প্রতিটিতে পাঁচটি করে গ্রাম পঞ্চায়েতে, যথা, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
অতিরিক্তভাবে, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯–এর অধীনে অপরাধ সংক্রান্ত মামলাগুলি নিষ্পত্তির জন্য ২১১-টি বিশেষ আদালত স্থাপন করা হয়েছে।
প্রশিক্ষণ
ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি নিয়মিতভাবে বিচারক ও আইনি সহায়তা কর্মীদের জন্য প্রশিক্ষণ আয়োজন করে, যাতে তারা নতুন আইন, প্রাসঙ্গিক দক্ষতা ও প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সম্পর্কে অবহিত হন। NALSA পরিচালনা করে প্যারা-লিগ্যাল ভলান্টিয়ার স্কিম-যার আওতায় স্বেচ্ছাসেবকদের মৌলিক আইনি শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের বিষয়গুলির মধ্যে থাকে — সংবিধানের ন্যায়বিচারের দর্শন, ফৌজদারি আইন, শ্রম আইন, কিশোর আইন, নারী ও প্রবীণ নাগরিক সুরক্ষা আইন ইত্যাদি।
২০২৩–২৪ থেকে মে ২০২৪ পর্যন্ত, সারা ভারতে ২,৩১৫-টি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়েছে। আইনি সেবা আইনজীবী ও প্যারা-লিগ্যাল ভলান্টিয়ারদের (PLVs) দক্ষতা বৃদ্ধি করে তারা যাতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কার্যকরভাবে আইনি সহায়তা প্রদান করতে পারেন।
উপসংহার
ভারতের বিচার ব্যবস্থা সকলের জন্য ন্যায়বিচারকে সহজলভ্য করতে বদ্ধপরিকর। ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা ভারতের সংবিধানের অন্তর্নিহিত অঙ্গ।
লোক আদালত, ফাস্ট ট্র্যাক কোর্ট, আইনি সচেতনতা কর্মসূচি এবং বিনামূল্যে আইনি সহায়তার জাতীয় নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ও সহজ বিবাদ নিষ্পত্তি সম্ভব হয়েছে। আইনি সচেতনতা ও সহায়তা উদ্যোগ দেশের কোটি কোটি মানুষকে পৌঁছেছে—যাতে সমাজের সবচেয়ে দুর্বল অংশও অবাধে ন্যায়বিচারের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে।
তথ্যসূত্র:
Press Information Bureau:
Others:
Click here to see pdf
**
SSS / SS
(Release ID: 2188015)
Visitor Counter : 8