প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তেল আভিভে ভারত-ইজরায়েল যৌথ কর্মী গোষ্ঠীর ১৭তম বৈঠক

प्रविष्टि तिथि: 04 NOV 2025 6:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ নভেম্বর, ২০২৫

 

প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে ৪ নভেম্বর, ২০২৫-এ তেল আভিভে ভারত-ইজরায়েল যৌথ কর্মীগোষ্ঠীর ১৭তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং এবং ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মহানির্দেশক আমির বরাম। প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়। 

এতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে। এর উল্লেখযোগ্য দিকগুলি হল, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কৌশলগত মতবিনিময়, প্রশিক্ষণ, প্রতিরক্ষা, শিল্প সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সুরক্ষা সহযোগিতা সংক্রান্ত বিষয়। 

এই বৈঠকে বর্তমানে চলতে থাকা প্রতিরক্ষা সহযোগিতার নানা দিক পর্যালোচনা করা হয়। বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং সন্ত্রাসবাদ রুখতে যৌথ লড়াইয়ের ওপর জোর দেওয়া হয়। 

 

SC/MP/NS….


(रिलीज़ आईडी: 2186660) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Tamil