নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় পর্যায়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সূচনা

Posted On: 04 NOV 2025 9:40PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৪ নভেম্বর, ২০২৫

 


ভারতের নির্বাচন কমিশন, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ২১নম্বর  ধারায় ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইন এবং ১৯৬০ সালের নির্বাচকদের নিবন্ধন সংক্রান্ত নিয়মাবলী অনুসারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।  

বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) সফলভাবে বাস্তবায়িত হওয়ার পর ৯টি রাজ্য —পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চল — আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে এই প্রক্রিয়া শুরু হলো। ৩২১টি জেলায় ১,৮৪৩টি বিধানসভা কেন্দ্রের ৫১ কোটি ভোটদাতা এই কর্মসূচির আওতায় এসেছেন।  

এসআইআর-এর ইনুমারেশন প্রক্রিয়াটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রত্যেক ভোটদাতাকে একটি ইউনিক ইনুমারেশন ফর্ম দেওয়া হবে। ২৭ অক্টোবর ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারাই এই ফর্ম পাবেন। এই ফর্মের খানিকটা অংশ পুরণ করা রয়েছে। ফর্মটি ভোটদাতাদের মধ্যে বিতরণ করা শুরু হয়েছে। ১০০ শতাংশ ফর্ম ছাপানোর কাজও শেষ হয়েছে।  

পুরো প্রক্রিয়াটি যাতে নির্বাচকমণ্ডলির সুবিধা অনুসারে যথাযথভাবে সম্পন্ন করা যায় তার জন্য ৫ লক্ষ ৩০ হাজারের বেশি বুথ লেভেল অফিসার বা বিএলও, ৭ লক্ষ ৬৪ হাজারের বেশি বুথ লেভেল এজেন্ট, ১০,৪৪৮ জন ইআরও এবং এইআরও ও ৩২১ জন ডিইও-কে কাজে লাগানো হয়েছে। 

ইনুমারেশন পর্বে বিএলও-রা প্রত্যেক বাড়িতে গিয়ে কমপক্ষে তিনবার ফর্ম বিতরণ এবং সেই ফর্ম সংগ্রহের কাজ করবেন। 

ভোটদাতারা তাদের নাম এবং তাদের আত্মীয়স্বজনের নাম পূর্ববর্তী এসআইআর ভোটার তালিকায় রয়েছে কি না, সেটি দেখার জন্য https://voters.eci.gov.in/ -এই ওয়েবসাইটে দেখতে পারেন। এর পর ওই ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য ইনুমারেশন ফর্মে দিতে হবে। 

ভোটদাতাদের কোনো সহায়তার প্রয়োজন হলে তারা ECINet অ্যাপ অথবা ১৯৫০ নম্বরে ডায়াল করে ‘Book-a-call with BLO’–র মাধ্যমে বিএলও-দের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

 

SC/CB/SKD


(Release ID: 2186634) Visitor Counter : 145