লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

ভারতের মজবুত গণতান্ত্রিক ভিত্তির জন্য সারা বিশ্ব এদেশে বিনিয়োগ করতে আগ্রহী : লোকসভার অধ্যক্ষ

Posted On: 03 NOV 2025 6:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ নভেম্বর, ২০২৫ 

 

লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা বলেছেন, ভারতের মজবুত ও প্রাণবন্ত গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সারা বিশ্ব ক্রমশই এদেশে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত দ্রুতগতিতে বিশ্ব অর্থনীতির শক্তিকেন্দ্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে। 
ন্যূনতম সরকার সর্বাধিক শাসন, লালফিতের ফাঁস কমানো এবং শিল্প সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তোলার যে অঙ্গীকার সরকার নিয়েছে, শ্রী বিড়লা তার উপর জোর দেন। গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়িয়ে বিশ্বমানের পণ্য ও পরিষেবা উৎপাদনের জন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান বেসরকারি ক্ষেত্রকে। সরকারও এই প্রয়াসের পরিপূরক ব্যবস্থা নেবে বলে প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, তাকে স্বাগত জানিয়ে শ্রী বিড়লা বলেন, এরফলে উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভারতের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। 
শ্রী বিড়লা কলকাতায় ভারত চেম্বার অফ কমার্স – এর ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানের মূল ভাবনা ছিল - “INDIA@100: An Age of a New Dawn.” শিল্প বাণিজ্য জগতের বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
দেশের বণিক সংগঠনগুলির সামনে ভারত চেম্বার অফ কমার্স এক প্রেরণার উৎস বলে মন্তব্য করে শ্রী বিড়লা বলেন, জনকল্যাণ এবং কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে এই বণিক সভা প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। ক্রমশ জটিল হয়ে ওঠা বিশ্ব পরিবেশের মধ্যেও সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের অসাধারণ রূপান্তর ঘটেছে। 
ভারতের অর্থনৈতিক শিল্পগত ও সামাজিক উন্নয়নে ভারত চেম্বার অফ কমার্স – এর ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করেন শ্রী বিড়লা। তিনি বলেন, যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, দূরদর্শিতা এবং জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে এই প্রতিষ্ঠান ১২৫ বছর ধরে পথ চলছে। 
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে মহিলা ও যুবসমাজের ভূমিকার কথা উল্লেখ করে শ্রী বিড়লা বলেন, বিভিন্ন ক্ষেত্রে তাঁদের যোগদান ক্রমশ বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে এক গভীর সামাজিক রূপান্তরের প্রতিফলন ঘটছে। উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনে মহিলারা অন্যতম প্রধান ভূমিকা পালন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করবেন তিনি। উদ্ভাবন, সৃজনশীলতা ও উদ্যোগ স্থাপনের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে যুবসমাজের অসীম দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন শ্রী বিড়লা।
আত্মনির্ভর ভারতের ভাবনাকে বাস্তবে পরিণত করতে শ্রী বিড়লা শিল্প মহল, সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানান। ভারত দূষণমুক্ত শক্তির বিশ্বজনীন কেন্দ্রে পরিণত হতে চলেছে বলে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আগামী দিনে পরিবেশ ও জলবায়ুগত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। 
ভারতের অগ্রগতিতে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক অবদানের উল্লেখ করে শ্রী বিড়লা বলেন, এই রাজ্য দীর্ঘদিন ধরেই মেধা, সংস্কৃতি ও শিল্পগত উৎকর্ষের ধাত্রীভূমি। বাংলা যেসব বিশিষ্ট চিন্তক, কবি, সংস্কারক ও শিল্প পথিকৃতের জন্ম দিয়েছে, তাঁরা ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রে ছিলেন। উদ্ভাবন, সৃজনশীলতা ও উদ্যোগ স্থাপনে এই রাজ্যের অদম্য চেতনা সারা দেশকে অনুপ্রাণিত করে বলে তিনি মন্তব্য করেন। 

 

SC/SD/SB


(Release ID: 2186202) Visitor Counter : 4