নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

আন্তঃরাজ্য সীমানা প্রস্তুতি খতিয়ে দেখল নির্বাচন কমিশন; শান্তিপূর্ণ ও চাপমুক্ত বিহার বিধানসভা নির্বাচন সুনিশ্চিত করতে কড়া নজরদারির নির্দেশ

Posted On: 30 OCT 2025 6:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ অক্টোবর, ২০২৫ 

 

নির্বাচন কমিশন আজ বিহারের আন্তঃরাজ্য সীমানা সমস্যা নিয়ে বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, পুলিশের মহানির্দেশক ও স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে সমন্বয় বৈঠক করেছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক ও রেল মন্ত্রকের আধিকারিক এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক যোশীর সঙ্গে বিহার এবং প্রতিবেশী রাজ্যগুলির আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। রাজ্য ও আন্তর্জাতিক সীমান্তে মানব পাচার, অস্ত্র পাচার, সমাজ বিরোধী কার্যকলাপ এবং মদ, মাদক দ্রব্য ও উপহার সামগ্রীর চলাচল নিয়ে কথা হয়। সীমান্তবর্তী জেলাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সীমান্ত বন্ধ করে দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার বলেন, বিহারের মুক্ত, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী প্রক্রিয়া অবাধ রাখতে তিনি সংশ্লিষ্ট সবপক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান। ভোটের দিন ভোটাররা যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন, সেজন্য ভোটার সহায়ক নির্দেশাবলী মেনে চলার উপর মুখ্য নির্বাচন কমিশনার গুরুত্ব আরোপ করেছেন। ঝাড়খন্ড, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, পুলিশের মহানির্দেশক এবং সশস্ত্র সীমাবল এসএসবি’র মহানির্দেশককে বিহার সংলগ্ন সীমানায় বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো, আয়কর দপ্তর, কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর কর্তৃপক্ষ এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স’কে তৎপরতা বাড়াতে এবং অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

SC/SD/SB


(Release ID: 2184533) Visitor Counter : 3