কৃষিমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        কৃষি নিয়ে আজ ভারত শ্রীলঙ্কা প্রথম যৌথ কর্মীগোষ্ঠীর বৈঠক
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 OCT 2025 7:41PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি, ৩০ অক্টোবর, ২০২৫
নতুন দিল্লির কৃষি ভবনে আজ ভারত শ্রীলঙ্কা প্রথম যৌথ কর্মীগোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করেন কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের সচিব ডঃ দেবেশ চতুর্বেদী এবং শ্রীলঙ্কার কৃষি, পশুখাদ্য, ভূমি এবং জলসেচ মন্ত্রকের সচিব ডিপি বিক্রমাসিঙ্ঘে। 
উভয় পক্ষ খামার যান্ত্রিকীকরণ, জৈব এবং প্রাকৃতিক চাষ, কৃষিবীজ ক্ষেত্রের উন্নয়ন, কৃষি উদ্যোগ, মৃত্তিকা স্বাস্থ্য ব্যবস্থাপনা, বাজারের সুযোগ, জলবায়ু সহিষ্ণু কৃষি প্রভৃতি ক্ষেত্রে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এছাড়াও যৌথ গবেষণা এবং দক্ষতা বিকাশের সুযোগ তৈরি নিয়েও আলোচনা হয়েছে। 
আলোচনায় ডিজিটাল কৃষি, ফসলবীমা, কৃষি ভিত্তিক স্টার্টআপ ক্ষেত্রের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। ভারতীয় কৃষি গবেষণা এবং উদ্ভাবনী পরিমণ্ডল নিয়ে অভিজ্ঞতা সঞ্চারের জন্য শ্রীলঙ্কার প্রতিনিধি দল নতুন দিল্লির পুসায় ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সস্টিটিউট (আইএআরআই) পরিদর্শন করেন। আজকের বৈঠকে উভয় পক্ষের মধ্যে আলোচনায় উভয় দেশের খাদ্য এবং পুষ্টি সুরক্ষায় সহযোগিতার ক্ষেত্রকে শক্তিশালী করা নিয়ে আলোচনা হয়েছে। 
এই বৈঠকে কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের যুগ্ম সচিবরা, পিপিভিএফআরএ-র চেয়ারম্যান, কৃষি গবেষণা এবং শিক্ষা দফতর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং বিদেশ মন্ত্রকও যোগ দেয়। 
 
SC/AB /SG
                
                
                
                
                
                (Release ID: 2184530)
                Visitor Counter : 3