যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
টেলিকম নীতি, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা আরও জোরদার করতে ন্যাশনাল কমিউনিকেশন অ্যাকাডেমি, টেলি যোগাযোগ দপ্তর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার মধ্যে সমঝোতা পত্র স্বাক্ষরিত
Posted On:
29 OCT 2025 4:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ অক্টোবর, ২০২৫
নতুন দিল্লির সঞ্চার ভবনে ডিসিসি-র চেয়ারম্যান এবং টেলিকম দপ্তরের সচিব ডঃ নীরজ মিত্তলের উপস্থিতিতে টেলিকম নীতি, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা আরও জোরদার করতে ন্যাশনাল কমিউনিকেশন অ্যাকাডেমি (এনসিএ), টেলি যোগাযোগ দপ্তর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার (আইআইএমসি) মধ্যে একটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার নির্দেশক অধ্যাপক অলোক কুমার রাই এবং ন্যাশনাল কমিউনিকেশন অ্যাকাডেমি – টেকনোলজি গাজিয়াবাদের মহানির্দেশক অধ্যাপক শ্রী অতুল সিনহা সমঝোতা পত্রে স্বাক্ষর করেন।
এই সমঝোতা পত্রের মাধ্যমে এনসিএ এবং আইআইএমসি-র মধ্যে এক সার্বিক সহযোগিতা কাঠামো স্থাপিত হলো। সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, পরামর্শদান, নীতি প্রণয়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মোবাইল যোগাযোগ ও সাইবার স্পেসের মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে এই দুই প্রতিষ্ঠান একযোগে কাজ করবে। জ্ঞান ভিত্তিক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া, কর্মশালার আয়োজন এবং টেলি যোগাযোগ ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে নীতি ও পরামর্শ সংক্রান্ত সহযোগিতার একটি মঞ্চ গড়ে তোলা এর লক্ষ্য বলে সমঝোতা পত্রে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
X - https://x.com/DoT_India
Insta-https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
Fb - https://www.facebook.com/DoTIndia
Youtube: https://youtube.com/@departmentoftelecom?si=DALnhYkt89U5jAaa
SC/SD/SKD
(Release ID: 2183890)
Visitor Counter : 6