কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

কোল ইন্ডিয়ার সুবর্ণ জয়ন্তী এবং এসইসিএল-এর রুবি জয়ন্তী উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট প্রকাশ

Posted On: 28 OCT 2025 6:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮  অক্টোবর, ২০২৫

 

কোল ইন্ডিয়া সুবর্ণ জয়ন্তী এবং এসইসিএল-এর রুবি জয়ন্তী (৪০ বর্ষপূর্তি) উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট প্রকাশ করল কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)-এর সহযোগী সংস্থা সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (এসইসিএল)। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান শ্রী পি এম প্রসাদ এবং এসইসিএল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী হরিশ দুহান। ডাক বিভাগের সহযোগিতায় এই বিশেষ স্মারক ডাক টিকিটের কভার প্রকাশ করা হয়। 

১৯৭৫-এ আত্মপ্রকাশের পর থেকেই বিশ্বের একক বৃহত্তম কয়লা উৎপাদক সংস্থা হিসেবে কাজ করে আসছে কোল ইন্ডিয়া লিমিটেড। দেশের কয়লার চাহিদা ৭০ শতাংশই মিটিয়ে থাকে এই সংস্থা। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে কয়লা উৎপাদনের পরিমাণ ছিল ১ বিলিয়ন টন। 

কোল ইন্ডিয়ার সহযোগী বৃহত্তম সংস্থা হল, এসইসিএল। এটি মূলত ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ অঞ্চলে কয়লা উত্তোলন করে থাকে। কয়লা উৎপাদনের পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বাস্তুতন্ত্র রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে এসইসিএল। 

 

SC/MP/NS


(Release ID: 2183707) Visitor Counter : 3