প্রতিরক্ষামন্ত্রক
সেখন আইএএফ ম্যারাথন ২০২৫ – এর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বিমান বাহিনী
Posted On:
28 OCT 2025 7:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৫
০২ নভেম্বর, ২০২৫ সেখন আইএএফ ম্যারাথন ২০২৫ – এর আয়োজন করছে ভারতীয় বিমানবাহিনী। ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটারের এই ম্যারাথন শারীরিক সচলতা এবং দেশপ্রেমের বার্তা দেবে। মূল অনুষ্ঠানটির সূচনা হবে নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে। পাশাপাশি, দেশের ৬০টি বায়ুসেনা কেন্দ্রে আয়োজিত হবে এই ম্যারাথন, যা ফ্লাইং অফিসার নির্মল জিৎ সিং সেখনের প্রতি শ্রদ্ধার্ঘ্য। তিনি ১৯৭১ সালের ভারত – পাক যুদ্ধে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং পরবর্তীতে পরমবীরচক্রে ভূষিত হয়েছিলেন।
এ বছর এই ম্যারাথনের থিম "Run with Pride, Soar with Spirit"। ম্যারাথনের সূচনা হবে সকাল ৫টা ৩০ মিনিটে। এই আয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আইওসিএল, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, হ্যাল এবং বেল। জনসংযোগ গড়ে তোলাও এই ম্যারাথনের অন্যতম উদ্দেশ্য। এই সমারোহে সারা দেশে ক্রীড়াবিদ সহ ৯৩ হাজারেরও বেশি মানুষ যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।
নিবন্ধনের জন্য সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই ওয়েবসাইটটি দেখতে পারেন - www.sekhoniafmarathon.in। এছাড়াও রয়েছে, info@SekhonlAFMarathon.in এবং + 91-6351580588 – এই নম্বরটি।
SC/AC/SB
(Release ID: 2183672)
Visitor Counter : 2