প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দুটি দ্রুত গতির পেট্রোল জাহাজ চালু করল: আইসিজিএস অজিত এবং আইসিজিএস অপরাজিত
Posted On:
24 OCT 2025 6:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ অক্টোবর ২০২৫
শুক্রবার (২৪ অক্টোবর, ২০২৫) গোয়া শিপইয়ার্ড লিমিটেড (জিএসএল)-এ দুটি উন্নত দ্রুত গতির পেট্রোল জাহাজ (এফপিভি) আইসিজি শিপ অজিত এবং আইসিজিএস অপরাজিতের উদ্বোধনের মাধ্যমে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি) ভারতের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।
জিএসএল আইসিজির জন্য যে আটটি দেশীয়ভাবে এফপিভি সিরিজ তৈরি করা হয়েছে, তার মধ্যে এই জাহাজদুটি সপ্তম এবং অষ্টম। দেশের উপকূল এলাকায় নজরদারি বাড়ানো এবং প্রয়োজনে প্রতিক্রিয়া ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সম্পূর্ণভাবে জি এস এল দ্বারা ডিজাইন এবং নির্মিত, এফ পি ভি- গুলি ভারতের দেশীয় জাহাজ নির্মাণ ক্ষমতার ক্রমবর্ধমান শক্তি প্রতিফলিত করে। মোট ৫২ মিটার দীর্ঘ্য এবং ৩২০ টন ওজন বহনকারী, এই জাহাজগুলিতে কন্ট্রোলেবল পিচ প্রপেলার (সি পি পি ) রয়েছে। এগুলি মৎস্য সুরক্ষা, উপকূলের নজরদারি , চোরাচালান রোধ, জলদস্যু মোকাবিলা এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান-সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। বিশেষ করে ভারতের দ্বীপ অঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চলে এই জাহাজগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শ্রীমতী মঞ্জু শর্মা জাহাজগুলি জলে অবতরণ করান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক উপদেষ্টা (প্রতিরক্ষা পরিষেবা) ডঃ মায়াঙ্ক শর্মা। অনুষ্ঠানে আইসিজি অঞ্চল (পশ্চিম) এর কমান্ডার, ইন্সপেক্টর জেনারেল ভীষ্ম শর্মা এবং আইসিজি এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
******
SSS/PM/AS
(Release ID: 2182391)
Visitor Counter : 5