প্রধানমন্ত্রীরদপ্তর
১ অক্টোবর তেলেঙ্গানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Posted On:
29 SEP 2023 2:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১ অক্টোবর ২০২৩ তেলেঙ্গানা সফরে যাচ্ছেন। মেহবুব নগর জেলায় প্রধানমন্ত্রী সড়ক, রেল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক এবং উচ্চশিক্ষার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে জড়িত ১৩,৫০০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে একটি ট্রেন পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নাগপুর-বিজয়ওয়াড়া অর্থনৈতিক করিডোরের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। এজন্য মোট প্রায় ৬,৪০০ কোটি টাকা ব্যয় হবে। এর ফলে ওয়ারাঙ্গাল ও খাম্মামের মধ্যে যাতায়াতের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার এবং খাম্মাম ও বিজয়ওয়াড়ার মধ্যে দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার কমবে।
প্রধানমন্ত্রী ৩৬৫বিবি জাতীয় সড়কের ৫৯ কিলোমিটার দীর্ঘ চারলেনের একটি সড়ক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এজন্য প্রায় ২,৪৬০ কোটি টাকা ব্যয় হয়েছে।
প্রধানমন্ত্রী জাখলাইর ও কৃষ্ণার মধ্যে ৩৭ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এর জন্য ব্যয় হয়েছে ৫০০ কোটি টাকারও বেশি। এর ফলে মাহবুব নগর ও নারায়ণপেটের অনগ্রসর জেলাগুলির বিভিন্ন এলাকা এই প্রথম রেল মানচিত্র যুক্ত হবে। উপকৃত হবেন স্থানীয় পড়ুয়া, নিত্যযাত্রী, শ্রমিক এবং তাঁতশিল্পের সঙ্গে জড়িতরা।
প্রধানমন্ত্রী হাসান-চেরলাপল্লী এলপিজি পাইপলাইন প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ২,১৭০ কোটি টাকা ব্যয়ে এটি গড়ে উঠেছে। তিনি ভারত পেট্রোলিয়ামের একটি পেট্রোলিয়াম পাইপলাইনেরও শিলান্যাস করবেন। ৪২৫ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন গড়ে তুলতে ১,৯৪০ কোটি টাকা খরচ হবে।
প্রধানমন্ত্রী হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নতুন ভবনেরও উদ্বোধন করবেন।
******
SSS/SD/DM.
(Release ID: 2180454)
Visitor Counter : 2
Read this release in:
Marathi
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam