নীতিআয়োগ
azadi ka amrit mahotsav

অসমের গুয়াহাটি আইআইটি-তে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহজে গবেষণা করার পন্থা পদ্ধতি নিয়ে আঞ্চলিক স্তরে সপ্তম পরামর্শদাতাদের বৈঠক অনুষ্ঠিত হল

प्रविष्टि तिथि: 17 OCT 2025 3:54PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ অক্টোবর, ২০২৫

 

অসমের গুয়াহাটির আইআইটি-তে নীতি আয়োগের উদ্যোগে দুদিনের আঞ্চলিক স্তরে সপ্তম পরামর্শদাতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহজে গবেষণা করার পন্থাপদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজ্ঞান মন্ত্রকের প্রতিনিধিরা গবেষণা ও উন্নয়নের পরিবেশকে আরও শক্তিশালী করে তোলার বিষয় নিয়ে মত বিনিময় করেছেন।

গুয়াহাটি আইআইটি-র নির্দেশক, অধ্যাপক দেবেন্দ্র জালিহাল স্বাগত ভাষণে দেশের গবেষণা ও উন্নয়নমূলক কাজে গতি আনার জন্য সরকার, শিক্ষা ও শিল্প সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন। নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক বিবেক কুমার সিং বর্তমান সময়কালের চাহিদা অনুসারে বিভিন্ন অ্যাপ তৈরিতে বৈজ্ঞানিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে গবেষণামূলক কাজকর্ম যাতে সহজেই করা যায়, সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে।

কলকাতার ইন্ডিয়ান স্টাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধিকর্তা, ডঃ সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধ গয়ার আইআইএম-এর নির্দেশক ডঃ বিনিতা সহায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আলাদা আলাদাভাবে গবেষণামূলক কাজ না করার পরামর্শ দিয়েছেন। তাঁরা স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে গবেষণাধর্মী কাজের প্রসার ঘটানোর উপর গুরুত্ব দিয়েছেন।

এই বৈঠকে বলা হয়েছে, ভারতের বিজ্ঞান ক্ষেত্রকে শুধুমাত্র সহজে গবেষণামূলক কাজ করার উদ্যোগে আবদ্ধ রাখলে চলবে না, গবেষণাধর্মী কাজকর্মগুলি যাতে বাস্তব জীবনে কার্যকর প্রভাব বিস্তার করতে পারে, তার জন্য উদ্যোগী হতে হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে এবং শিল্পায়নে গতি আনতে ভারতের বিজ্ঞানমহলকেও সক্রিয় হতে হবে বলেও বৈঠকে অংশগ্রহণকারীরা মতপোষণ করেছেন। 
***

SSS/CB/SKD


(रिलीज़ आईडी: 2180445) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR