অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন কর্ণাটকের বল্লারিতে কর্ণাটক গ্রামীণ ব্যাঙ্কের বাণিজ্যিক বিভিন্ন উদ্যোগের পর্যালোচনা করেছেন

Posted On: 17 OCT 2025 12:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ অক্টোবর, ২০২৫

 

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন কর্ণাটকের বল্লারিতে কর্ণাটক গ্রামীণ ব্যাঙ্কের বাণিজ্যিক বিভিন্ন উদ্যোগের পর্যালোচনা করেছেন গতকাল। এই বৈঠকে আর্থিক পরিষেবা দপ্তরের উর্ধ্বতন আধিকারিকরা ছাড়াও নাবার্ডের চেয়ারম্যান শ্রী শাজি কে ভি উপস্থিত ছিলেন।

বৈঠকে ব্যাঙ্কের মূলধন বৃদ্ধি, অনুৎপাদক সম্পদ, আর্থিক অন্তর্ভুক্তি-সহ সরকারের বিভিন্ন প্রকল্প কতটা বাস্তবায়িত হচ্ছে, সেই বিষয়গুলি পর্যালোচনা করা হয়েছে। শ্রীমতী সীতারমন কর্ণাটক গ্রামীণ ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্কের উদ্যোগে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং কৃষি ক্ষেত্রে মূলধন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের পরামর্শ দিয়েছেন। জিএসটি হারের সংস্কারের ফলে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গ্রামাঞ্চলে নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে। মন্ত্রী গ্রামীণ ব্যাঙ্ককে এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।


*******

SSS/CB/SKD


(Release ID: 2180400) Visitor Counter : 7