যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভারতের টেলিকম লক্ষ্য স্থির করতে কৌশলগত শিল্প গোল টেবিলে নেতৃত্ব দিয়েছেন
प्रविष्टि तिथि:
09 OCT 2025 3:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ অক্টোবর, ২০২৫
ভারতের ডিজিটাল ভবিষ্যৎ রূপায়ণে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রদর্শনে আজ ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে (আইএমসি) দুটি গুরুত্বপূর্ণ আলোচনাচক্রে অগ্রণী ভূমিকা নিলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
দিন শুরু হয় 'চার্টিং ইন্ডিয়াজ টেলিকম ভিশন: আ লিডারশিপ ডায়ালগ' সংক্রান্ত উচ্চপর্যায়ের সিইও গোল টেবিল বৈঠক দিয়ে। এতে অংশ নেন টেলিকম শিল্পের সঙ্গে যুক্ত সামনের সারির ৩৭ জন ব্যক্তি। এর পরে 'নেশন বিল্ডার্স: হাউ ইউনিকর্নস অ্যান্ড গভর্নমেন্ট আর কো-ক্রিয়েটিং দ্য ফিউচার' শীর্ষক এক প্রাণবন্ত আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া সরাসরি কথা বলেন, ভারতের সবচেয়ে উদ্ভাবনী স্টার্টআপ এবং ইউনিকর্ন প্রতিষ্ঠাতাদের সঙ্গে। ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তিগত সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিমণ্ডল গড়ে তোলার ক্ষেত্রে সহযোগী মনোভাব নিয়ে সরকারের দায়বদ্ধতা পুনরায় প্রকাশিত হল এই আলোচনাচক্রে।
সিইও গোল টেবিল বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া ভারতের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড হিসেবে টেলিকম ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। সেইসঙ্গে ১৪০ কোটি নাগরিকের অন্তর্ভুক্তিকরণের যান হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যকে রূপ দিয়েছে মানুষের উদ্ভাবন এবং সরকারের দেওয়া সুবিধা। তিনি বলেন, একসঙ্গে তারা শুধুমাত্র মানুষে মানুষে যোগাযোগ ঘটাচ্ছে না, নতুন ভারত এবং নতুন বিশ্ব যুগের ডিজিটাল স্থাপত্য তৈরি করছে।
কেন্দ্রীয় মন্ত্রী ভারতের কৌশলটি বর্ণনা করেন- ডিজাইন ইন ইন্ডিয়া, সল্ভ ইন ইন্ডিয়া এবং স্কেল ফ্রম ইন্ডিয়া। তিনি এটাকে বলেন আন্তর্জাতিক বৃদ্ধির দর্শন। এটা সংরক্ষণবাদ নয়। তিনি শিল্প মহলকে আইপি নির্মাণ, সুস্থায়ী পণ্য উদ্ভাবন এবং সহনশীল সমাধান নিয়ে আরও লগ্নি করার আহ্বান জানান।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া সিইও-দের উদ্ভাবনে অংশীদার হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে নেশন বিল্ডার্স সামিটে ভাষণ দেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বর্ণনা করেন কীভাবে ভারত গত এক দশকে ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। পরিষেবা নেতৃত্বাধীন অর্থনীতি থেকে ডিজিটাল ইনোভেশন, উন্নত উৎপাদন এবং গ্লোবাল পাওয়ার হাউস হয়ে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যে দেশকে এক সময় ভাবা হত পরিষেবাদানকারী দেশ হিসেবে, আজ তারা সেমিকন্ডাক্টর চিপ তৈরি করছে। এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দর্শনকেই কৃতিত্ব দেন তিনি, যিনি গত ১১ বছরে ডিজিটাল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া এবং সেমিকন্ডাক্টর মিশনে জোর দিয়ে এই উত্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
SSS/AP/NS…
(रिलीज़ आईडी: 2176990)
आगंतुक पटल : 25